X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

জাবিতে সাংবাদিক হেনস্তার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

জাবি প্রতিনিধি
২৪ মার্চ ২০২৩, ১৩:১২আপডেট : ২৬ মার্চ ২০২৩, ১৬:৫৪

সংবাদ সংগ্রহকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কর্মরত সাংবাদিকদের হেনস্তার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংশপ্তকের পাদদেশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আশফার রহমান নবীন বলেন, ‘দুই হলের সংঘর্ষে সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে গেলে সেখানে তাদের মারধর করা হয়, জামাকাপড় ছিড়ে ফেলা হয়। আমরা প্রায়শই এমন মারামারি দেখি, যেখানে দেশীয় অস্ত্র থেকে আগ্নেয়াস্ত্রর ব্যবহার দেখতে পাই। এর অবাধ ব্যবহারের চূড়ান্ত পরিণতি আজ সাংবাদিকদের উপর হামলা। আজকে প্রশ্ন রাখার সময় এসেছে ক্যাম্পাসে সন্ত্রাসীরা থাকবে নাকি সাধারণ শিক্ষার্থীরা থাকবে। এই হামলা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। ক্যাম্পাসে পূর্বেও একাধিকবার এমন সাংবাদিক নিপীড়নের ঘটনা ঘটেছে। আজকে সাংবাদিক থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থীরা কেউই এখানে নিরাপদ নয়।’

নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী কনোজ কান্তি রায় বলেন, ‘ক্যাম্পাসে শিক্ষার্থী নামধারী সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে মহড়া দেয়। কিন্তু প্রশাসন কোনও ব্যবস্থা নিচ্ছে না। ক্যাম্পাসকে অছাত্র ও সন্ত্রাসী মুক্ত করা হচ্ছে না।’

ইংরেজি বিভাগের শিক্ষার্থী আলিফ মাহমুদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়র সকল অপকর্মে ছাত্রলীগের নাম বার বার আসে। রাজনৈতিক ক্ষমতার ছত্রছায়ায় জাহাঙ্গীরনগরে ছাত্রলীগ বেপরোয়া হয়ে গেছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের পদধারীরা জুনিয়রের কান ফাটিয়ে দেয়। হলে হলে চলে ক্ষমতা প্রদর্শনের খেলা। ঠিক সে সময় পেশাগত দায়িত্ব পালন করতে গেলে সাংবাদিকদের উপর করা হয় নৃশংস আক্রমণ। যেখানে সাংবাদিকরা ক্যাম্পাসগুলাতে অনিরাপদ সেখানে সাধারণ শিক্ষার্থীদের অবস্থা কেমন তা আপনারা নিরূপণ করতে পারবেন সহজে।’

প্রসঙ্গত, রেস্টুরেন্টে বসা নিয়ে মারামারিকে কেন্দ্র করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গতকাল বুধবার (২২ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলার ভাসানী চত্বরে মহড়া দেয় শাখা ছাত্রলীগের মীর মশাররফ হোসেন হলের নেতাকর্মীরা। এসময় সংবাদ সংগ্রহকালে দুই সাংবাদিককে কয়েকজন ছাত্রলীগকর্মী লাঞ্ছিত করে।

/এমএস/
সম্পর্কিত
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
মাদক বহনের সময় দুর্ঘটনা, এরপর থেকে নষ্ট হচ্ছে জাবির ৬০ লাখ টাকার অ্যাম্বুলেন্সটি
জাবির ডিন নির্বাচন ১৫ মে
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!