X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

জাবিতে সাংবাদিক হেনস্তার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

জাবি প্রতিনিধি
২৪ মার্চ ২০২৩, ১৩:১২আপডেট : ২৬ মার্চ ২০২৩, ১৬:৫৪

সংবাদ সংগ্রহকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কর্মরত সাংবাদিকদের হেনস্তার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংশপ্তকের পাদদেশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আশফার রহমান নবীন বলেন, ‘দুই হলের সংঘর্ষে সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে গেলে সেখানে তাদের মারধর করা হয়, জামাকাপড় ছিড়ে ফেলা হয়। আমরা প্রায়শই এমন মারামারি দেখি, যেখানে দেশীয় অস্ত্র থেকে আগ্নেয়াস্ত্রর ব্যবহার দেখতে পাই। এর অবাধ ব্যবহারের চূড়ান্ত পরিণতি আজ সাংবাদিকদের উপর হামলা। আজকে প্রশ্ন রাখার সময় এসেছে ক্যাম্পাসে সন্ত্রাসীরা থাকবে নাকি সাধারণ শিক্ষার্থীরা থাকবে। এই হামলা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। ক্যাম্পাসে পূর্বেও একাধিকবার এমন সাংবাদিক নিপীড়নের ঘটনা ঘটেছে। আজকে সাংবাদিক থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থীরা কেউই এখানে নিরাপদ নয়।’

নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী কনোজ কান্তি রায় বলেন, ‘ক্যাম্পাসে শিক্ষার্থী নামধারী সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে মহড়া দেয়। কিন্তু প্রশাসন কোনও ব্যবস্থা নিচ্ছে না। ক্যাম্পাসকে অছাত্র ও সন্ত্রাসী মুক্ত করা হচ্ছে না।’

ইংরেজি বিভাগের শিক্ষার্থী আলিফ মাহমুদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়র সকল অপকর্মে ছাত্রলীগের নাম বার বার আসে। রাজনৈতিক ক্ষমতার ছত্রছায়ায় জাহাঙ্গীরনগরে ছাত্রলীগ বেপরোয়া হয়ে গেছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের পদধারীরা জুনিয়রের কান ফাটিয়ে দেয়। হলে হলে চলে ক্ষমতা প্রদর্শনের খেলা। ঠিক সে সময় পেশাগত দায়িত্ব পালন করতে গেলে সাংবাদিকদের উপর করা হয় নৃশংস আক্রমণ। যেখানে সাংবাদিকরা ক্যাম্পাসগুলাতে অনিরাপদ সেখানে সাধারণ শিক্ষার্থীদের অবস্থা কেমন তা আপনারা নিরূপণ করতে পারবেন সহজে।’

প্রসঙ্গত, রেস্টুরেন্টে বসা নিয়ে মারামারিকে কেন্দ্র করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গতকাল বুধবার (২২ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলার ভাসানী চত্বরে মহড়া দেয় শাখা ছাত্রলীগের মীর মশাররফ হোসেন হলের নেতাকর্মীরা। এসময় সংবাদ সংগ্রহকালে দুই সাংবাদিককে কয়েকজন ছাত্রলীগকর্মী লাঞ্ছিত করে।

/এমএস/
সম্পর্কিত
জাকসুর তফশিল ঘোষণা, ভোট গ্রহণ ৩১ জুলাই
নিহত ছাত্রলীগ নেতাকেও বহিষ্কার করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা আজ
সর্বশেষ খবর
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নৌ পথে ঈদযাত্রা ও পশুবাহী নৌযান নিরাপত্তায় কাজ করছে পুলিশ: অতিরিক্ত আইজিপি
নৌ পথে ঈদযাত্রা ও পশুবাহী নৌযান নিরাপত্তায় কাজ করছে পুলিশ: অতিরিক্ত আইজিপি
থাইল্যান্ডে গেছেন মির্জা ফখরুল
থাইল্যান্ডে গেছেন মির্জা ফখরুল
যুক্তরাজ্যের নতুন অভিবাসন নীতির তীব্র সমালোচনা: নার্স, বিশ্ববিদ্যালয় ও এমপিদের শঙ্কা
যুক্তরাজ্যের নতুন অভিবাসন নীতির তীব্র সমালোচনা: নার্স, বিশ্ববিদ্যালয় ও এমপিদের শঙ্কা
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি