সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা নেই। ফলে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয় ক্যাম্পাসে। এতে চলাচলে ভোগান্তিতে পড়তে হয় শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের।
খোঁজ নিয়ে জানা যায়, গত ১৩ জুন দিবাগত রাতে ভারি বর্ষণ শুরু হয়। এতে রাস্তাসহ বিশ্ববিদ্যালয় ও প্রশাসনিক ভবনের সামনে জলাবদ্ধতার সৃষ্টি হয়। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে থাকা ড্রেনগুলো লতাপাতা ও আগাছায় ভরে গেছে। ফলে ড্রেনগুলো দিয়ে দ্রুত পানি নামতে পারছে না।
শিক্ষার্থীরা জানান, বৃষ্টি হলেই রাস্তাসহ সব জায়গা প্লাবিত হয়ে যায়। ক্লাস ও টার্মটেস্ট পরীক্ষা রয়েছে। হাঁটু সমান কাপড় উঁচু করে ক্লাসে যেতে হচ্ছে। প্রশাসনের এ বিষয়টি দ্রুত সমাধান করা উচিৎ।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. শহিদুর রহমান বলেন, ‘সিলেট বৃষ্টি প্রবণ এলাকা, এখানে প্রতিবছরই অতিবৃষ্টি হয়। এর প্রভাব ক্যাম্পাসেও পড়ে। তবে বিগত কয়েক বছরে এর প্রভাব বেড়েছে। তাছাড়া পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থাও নেই, এ কারণে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এখানে কালভার্ট ও ড্রেনেজ ব্যবস্থা বাড়ানো দরকার। অন্যথায় দীর্ঘমেয়াদী সমস্যা তৈরি হতে পারে।’
পরিকল্পনা ও উন্নয়ন দফতরের ভারপ্রাপ্ত পরিচালক এ কে এম ফেরদৌস বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয়ভাবে ড্রেনেজ নির্মাণে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তবে যতটুকু আমি জানি এখন পর্যন্ত কোনও বরাদ্দ নেই। তবে এ বিষয়ে ইঞ্জিনিয়ারিং দফতর বা রেজিস্ট্রার ভালো জানেন।’
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান বলেন, ‘অনেকগুলো ভবনের কাজ চলছে, এতে মাটি ভরাট হচ্ছে বিভিন্ন জায়গায়। চাইলেই দ্রুত সমাধান সম্ভব নয়, তবে পর্যবেক্ষণ করে সংশ্লিষ্ট দফতরে কথা বলে দ্রুতই স্থায়ী সমাধানের পদক্ষেপ নেওয়া হবে।’