X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

বর্ণিল আয়োজনে জাবিতে প্রজাপতি মেলা অনুষ্ঠিত

জাবি প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২৩, ১৯:০৪আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ১৯:০৪

বর্ণিল আয়োজনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হলো ‘প্রজাপতি মেলা-২০২৩’। ‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ স্লোগানে শুক্রবার (২৪ নভেম্বর) সকালে এবারের মেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম।

এ সময় উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের জীব বৈচিত্র্য রক্ষা এবং ভৌত অবকাঠামোগত উন্নয়নের সমন্বয় করে মাস্টারপ্ল্যান তৈরি করা হচ্ছে। এই মাস্টারপ্ল্যান নিয়ে বিশ্ববিদ্যালয়ের অংশীজনদের সঙ্গে আলাপও করা হবে। প্রজাপতি মেলায় প্রজাপতির আদলে যে সকল প্রদর্শনী হচ্ছে তা শিশুদের মনেও বিশেষ জায়গা করে নিয়েছে। প্রকৃতির সুষ্ঠু পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে।’

মেলার আহ্বায়ক ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনোয়ার হোসেন বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কমছে প্রজাপতির সংখ্যা। এখন ক্যাম্পাসে মাত্র ৫৭ প্রজাতির প্রজাপতির দেখা মেলে। এই প্রজাপতি সংরক্ষণে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। তার রঙিন ডানায় সংরক্ষণের অঙ্গীকার নিয়েই আমাদের কাজ করতে হবে।’

মেলার উদ্বোধনে অতিথিরা

এ সময় অন্যান্য বক্তারা প্রজাপতি সংরক্ষণের ওপর জোর দেন। এছাড়া জনসাধারণের মাঝে প্রজাপতি সংরক্ষণে সচেতনতা বৃদ্ধিতে ভবিষ্যতে আরও বড় পরিসরে এই মেলা আয়োজনের অঙ্গীকার করেন।

এদিকে দিনব্যাপী আয়োজন উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা ভিড় জমান মেলায়। দুই সন্তান নিয়ে রাজধানীর উত্তরা থেকে মেলায় ঘুরতে আসা ওয়াহিদা আক্তার বলেন, ‘বিভিন্ন মাধ্যমে মেলার কথা জানতে পেরে সন্তানদের নিয়ে ছুটে এসেছি। ঢাকা শহরে চিত্তবিনোদনের তেমন একটা জায়গা নেই। আজ মেলায় প্রজাপতি, পাপেট শো, গান, ছবি আঁকা দেখে আনন্দিত।’

শিশুদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে মেলা

এবারের আসরে পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক আনোয়ারুল ইসলামকে বাটারফ্লাই অ্যাওয়ার্ড-২০২৩ প্রদান করা হয়। প্রজাপতি নিয়ে গবেষণা কর্মের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী মো. জহির রায়হানকে বাটারফ্লাই ইয়াং ইনথুসিয়াস্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়। এছাড়া প্রথমবারের মতো মেলায় তিনজন সাংবাদিককে ‘বাটারফ্লাই মিডিয়া অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন- প্রিন্টে আমিনুর রহমান, অনলাইন মাধ্যমে বাংলা ট্রিবিউনের জাবি প্রতিনিধি ওয়াজহাতুল ইসলাম এবং টেলিভিশন মাধ্যমে যমুনা টিভির সাভার প্রতিনিধি মাহফুজুর রহমান নিপু।

দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে ছিল শিশু-কিশোরদের জন্য প্রজাপতি বিষয়ক ছবি আঁকা প্রতিযোগিতা। বিশ্ববিদ্যালয়ের ছবি চত্বর ও জহির রায়হান অডিটোরিয়ামে আয়োজন করা হয় প্রজাপতির আলোকচিত্র প্রদর্শনী। এছাড়া অন্যান্য আয়োজনের মধ্যে ছিল প্রজাপতির আদলে ঘুড়ি উড্ডয়ন, বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা, প্রজাপতি চেনা প্রতিযোগিতা, প্রজাপতি বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শনী ও পুরস্কার বিতরণ।

/আরআইজে/
সম্পর্কিত
জাকসুর তফশিল ঘোষণা, ভোট গ্রহণ ৩১ জুলাই
নিহত ছাত্রলীগ নেতাকেও বহিষ্কার করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা আজ
সর্বশেষ খবর
আ.লীগকে নিষিদ্ধ করায় গরু ‘কোরবানি’ করলেন রফিকুল ইসলাম মাদানী
আ.লীগকে নিষিদ্ধ করায় গরু ‘কোরবানি’ করলেন রফিকুল ইসলাম মাদানী
রাশিয়ার সঙ্গে আলোচনার আগে যুদ্ধবিরতি নিশ্চিত করতে বললেন জেলেনস্কি
রাশিয়ার সঙ্গে আলোচনার আগে যুদ্ধবিরতি নিশ্চিত করতে বললেন জেলেনস্কি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
আমের এই আচার বানিয়ে ফেলা যায় তেল ছাড়াই
আমের এই আচার বানিয়ে ফেলা যায় তেল ছাড়াই
সর্বাধিক পঠিত
আরও কমলো স্বর্ণের দাম
আরও কমলো স্বর্ণের দাম
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ