X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

চবিতে ছাত্রী ধর্ষণচেষ্টা, অভিযুক্ত শিক্ষকের বিচার দাবিতে বিক্ষোভ

চবি প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:০৩আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:০৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) রসায়ন বিভাগের এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। বুধবার (৩১ জানুয়ারি) যৌন হয়রানির শিকার এক ছাত্রী বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লিখিত অভিযোগ দেওয়ার পর বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিচার দাবিতে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছে বিভাগটির শিক্ষার্থীরা। এ সময় তারা অভিযুক্ত শিক্ষকের স্থায়ী বহিষ্কারের দাবি জানান।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এর আগে, দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এবং বেলা ১১টায় নিজ বিভাগ চত্বরেও অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের অভিযুক্ত শিক্ষকের পোস্টার-সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

প্ল্যাকার্ডগুলোতে দেখা যায়, ‘যৌন নিপীড়কের স্থায়ী বহিষ্কার চাই’, ‘অস্থায়ী শাস্তি আর নয়, স্থায়ী সমাধান চাই’, ‘বিশ্ববিদ্যালয়ে যৌন হেনস্তাকারী কেন, প্রশাসন জবাব চাই’, ‘আমার বোন লাঞ্ছিত কেন, প্রশাসন জবাব চাই’ ইত্যাদি।

রসায়ন বিভাগের সভাপতি অধ্যাপক ড. দেবাশিষ পালিত বলেন, ‘আমরা আজ বেলা সাড়ে ১১টায় অ্যাকাডেমিক কমিটির সকল শিক্ষক মিলে বিষয়টা নিয়ে আলোচনায় বসেছি। কিন্তু আমাদের একটা সীমাবদ্ধতা আছে। আমাদের সবকিছুর অভিভাবক হচ্ছেন উপাচার্য মহোদয়। উনি বড় সিদ্ধান্তগুলো নিয়ে থাকেন। তবে আমরা আজ সিদ্ধান্ত নিয়েছি, যত দিন পর্যন্ত তদন্তের কাজ শেষ না হয় তত দিন অভিযুক্ত শিক্ষক সকল অ্যাকাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকবেন।’

চবি প্রক্টর নুরুল আজিম শিকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজকে ভুক্তভোগী ছাত্রী এবং অভিযুক্ত শিক্ষককে ডাকা হয়েছে। এ সময় তাদের সাক্ষাৎকার নেওয়া হয়। এ ছাড়া ছাত্রীটির কয়েক জন সহপাঠীর কাছ থেকেও সাক্ষাৎকার নেওয়া হয়েছে। অভিযোগ কমিটির যিনি আহ্বায়ক তার সঙ্গে আমার কথা হয়েছে। উনি বলেছেন, যেহেতু ঘটনা রসায়ন বিভাগের; তাই আমরা আগামী রবিবার বিভাগে গিয়ে সাক্ষ্যপ্রমাণ নিয়ে রিপোর্ট জমা দেবো।’

অভিযুক্ত শিক্ষকের বিচার দাবিতে সোচ্চার শিক্ষার্থীরা

এর আগে, ধর্ষণচেষ্টার অভিযোগে বুধবার উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দেন বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী। লিখিত অভিযোগে ওই শিক্ষার্থী উল্লেখ করেন, ‘আমি জৈব রসায়ন শাখায় মাস্টার্সে অধ্যয়নরত এবং মাস্টার্সের থিসিস করছি। আমার সুপারভাইজার কর্তৃক আমি যৌন হয়রানি ও নিপীড়নের শিকার হই। থিসিস শুরুর পর থেকে আমার সঙ্গে তিনি বিভিন্ন রকম যৌন হয়রানিমূলক আচরণ করেন। জোর করে হাত চেপে ধরা, শরীরের বিভিন্ন অংশে অতর্কিত ও জোরপূর্বক স্পর্শ করা, অসংগত ও অনুপযুক্ত শব্দের ব্যবহার করা। কেমিক্যাল আনাসহ বিভিন্ন বাহানায় আমাকে তার রুমে ডেকে নিয়ে তিনি জোরপূর্বক জাপটে ধরতেন। গত ৬ জানুয়ারি আনুমানিক সকাল ১০টা ১০ মিনিটে আমাকে একা পেয়ে তিনি ল্যাবে প্রবেশ করেন। তার অনেক ঠান্ডা লাগছে এই কথা বলে আমাকে আবার জড়িয়ে ধরেন। এমতাবস্থায় আমি তাকে ধাক্কা মেরে নিজেকে ছাড়িয়ে নিই এবং তৎক্ষণাৎ আমার ল্যাবমেটের কাছে এসে কোনোরকমে বেঁচে যাই। তারপর আমি ও আমার ল্যাবের বাকি মেয়েরা মিলে ল্যাবে আর একা না যাওয়ার সিদ্ধান্ত নিই।’

অভিযোগে ওই শিক্ষার্থী আরও লেখেন, ‘গত ১৩ জানুয়ারি আনুমানিক বেলা ১২টা নাগাদ তিনি আমাকে কেমিক্যাল দেওয়ার বাহানা করে রুমে ডেকে নিয়ে দরজা বন্ধ করে ধর্ষণের চেষ্টা করেন। ফ্রিজ থেকে কেমিক্যাল বের করা অবস্থায় পেছন থেকে জড়িয়ে ধরেন, তার হাত ও ঠোঁট দিয়ে আমার গোপনাঙ্গে স্পর্শ করেন এবং শরীরের বিভিন্ন স্থানে অনাকাঙ্ক্ষিত স্পর্শ করেন। আমি তাকে ধাক্কা মেরে রুম থেকে বের হওয়ার চেষ্টা করলে তিনি দরজা বন্ধ করে আমাকে ধর্ষণের চেষ্টা করেন। আমি ধস্তাধস্তি করে ওনার রুম থেকে আত্মরক্ষা করে পালিয়ে বাঁচতে সক্ষম হই। আমি তৎক্ষণাৎ বিষয়টি আমার ল্যাবের বাকি দুজন মেয়েকে (নাম প্রকাশে অনিচ্ছুক) অবগত করি। প্রসঙ্গত, ইতোপূর্বে তারাও এমন অনাকাঙ্ক্ষিত আচরণের শিকার হয়েছেন।’

ঘটনার বর্ণনায় ওই শিক্ষার্থী লেখেন, ‘পরবর্তী দিন তিনি আমাকে ও আমার ল্যাবমেট বাকি দুজনকে রুমে ডেকে নিয়ে বিভিন্নভাবে হুমকি-ধমকি দেন বিষয়টি কারও কাছে প্রকাশ না করার জন্য। তার সঙ্গে মধ্যস্থতায় আসার জন্য আমাদের তিন জনকে প্রায় ২৫ মিনিটের বেশি সময় ধরে জোরপূর্বক তার রুমে আটকে রাখেন। আমরা বের হতে চাইলে তিনি রুমের দরজা আগলে দাঁড়িয়ে থাকেন এবং আমাদের বলেন যে, কোনও ধরনের মধ্যস্থতা ছাড়া তিনি আমাদের তার রুম থেকে বের হতে দেবেন না। আমি খুব অসুস্থ বোধ করায় আমার ল্যাবমেটরা ওনাকে বারবার রুম হতে বের হতে দেওয়ার অনুরোধ করা সত্ত্বেও তিনি আমাদের বের হতে দেননি। আমার সঙ্গে ঘটে যাওয়া এই জঘন্যতম ঘটনার কারণে আমি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি। তাই আমার দৈনন্দিন ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়েছে। এমতাবস্থায় আমি আমার থিসিস ল্যাবে নিরাপত্তাহীনতায় ভুগছি এবং এই ল্যাবে পরবর্তী থিসিস কার্যক্রম চালিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব না।’

এ প্রসঙ্গে অভিযুক্ত ওই অধ্যাপক বলেন, ‘এই রকম তো কিছু হয়নি। এ ঘটনা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমাকে এভাবে কেন মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করা হচ্ছে জানি না। এরা তো আমার বাসায়ও আসা-যাওয়া করে। আমি একজন বয়স্ক লোক। মূলত রিসার্চ ঠিকমতো না করলে আমি একটু বকাবকি করি। আবার শিখিয়েও দিই। কয়েক দিন ধরে আমার মনে হচ্ছিল, আমার বকাবকির কারণে তাদের কেউ কেউ একটু অসন্তুষ্ট। আমি ও আমার ওয়াইফ এটা জানতে চেয়েছিলাম। সে এখানে সব সময় কাজ করে তার মা-বাবা এটা নাকি পছন্দ করে না। নির্বাচনের দিন (৭ জানুয়ারি) তারা আমার বাসায় এসে রান্নাবান্না করে খাওয়াদাওয়া করেছে। তারা মিথ্যা অভিযোগ দিয়েছে।’

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের যৌন নির্যাতন নিরোধ সেলের আহ্বায়ক অধ্যাপক ড. জরিন আখতার বলেন, ‘আমরা এ বিষয়ে অভিযোগ পেয়েছি। যৌন নির্যাতন নিরোধ সেলের সদস্যরা বৈঠকে বসে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।’

/কেএইচটি/
সম্পর্কিত
কেন ধর্ষণের মতো অপরাধে জড়াচ্ছে কিশোররা?
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
সর্বশেষ খবর
ভারতকে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া সূচি করেছে পাকিস্তান
ভারতকে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া সূচি করেছে পাকিস্তান
ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
টিপু-প্রীতি হত্যা: আ.লীগ নেতাসহ ৩৩ জনের বিচার শুরু
টিপু-প্রীতি হত্যা: আ.লীগ নেতাসহ ৩৩ জনের বিচার শুরু
ঘনঘন শ্যাম্পু ব্যবহারে চুল রুক্ষ হয়ে যাচ্ছে? জেনে নিন সমাধান
ঘনঘন শ্যাম্পু ব্যবহারে চুল রুক্ষ হয়ে যাচ্ছে? জেনে নিন সমাধান
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড