X
শনিবার, ১৫ মার্চ ২০২৫
১ চৈত্র ১৪৩১

‘যা হওয়ার হোক, আমরা হল ছাড়বো না’

কুবি প্রতিনিধি
১৭ জুলাই ২০২৪, ১৫:০৭আপডেট : ১৭ জুলাই ২০২৪, ১৫:১১

সিন্ডিকেটের জরুরি সভা ডেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) বন্ধ ঘোষণা করে বুধবার (১৭ জুলাই) বিকাল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়া নির্দেশ দিয়েছে প্রশাসন। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সিদ্ধান্ত নাকচ করে দিয়েছেন শিক্ষার্থীরা। তারা হল ছাড়ছেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন।

বুধবার দুপুর ১২টায় সিন্ডিকেটের সিদ্ধান্তের পর শিক্ষার্থীরা প্রশাসনের এ নির্দেশ নাকচ করে ‘হল আমরা ছাড়বো না’ স্লোগানে মিছিল নিয়ে ক্যাম্পাসে বের হন। এই প্রতিবেদন লেখার আগ পর্যন্ত শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী ফরহাদ কাউসার বলেন, ছাত্রদের আন্দোলনকে নস্যাৎ করার জন্য উদ্দ্যেশ্যেপ্রণোদিতভাবে বিশ্ববিদ্যালয় বন্ধ এবং হল ছাড়ার যে নির্দেশনা আসছে তা আমরা ছাত্র সমাজ প্রত্যাখ্যান করছি। আমরা হলেই থাকবো এবং আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবো।

হল ছাড়ার নির্দেশনা প্রত্যাখ্যান নিয়ে বিশ্ববিদ্যালয়ের ১৫তম আবর্তন ও শেখ হাসিনা হলের আবাসিক শিক্ষার্থী মারজান আক্তার বলেন, চলমান পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ ধরনের একটি সিদ্ধান্ত কোনোভাবেই যৌক্তিক না। আমরা কোনোভাবেই হল ছাড়ার নির্দেশ মানছি না। যা কিছু হয়ে যাক- হল ত্যাগ করবো না।

এ বিষয়ে  বিশ্ববিদ্যালয়ের ১৩তম আবর্তনের প্রত্নতত্ত্ব বিভাগ ও নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের আবাসিক শিক্ষার্থী তানজিনা আক্তার বলেন, প্রশাসনের এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাই। আমরা আর নিষ্পেষিত হয়ে থাকবো না। যা হওয়ার হোক, আমরা আবাসিক শিক্ষার্থীরা আমাদের হল ছাড়বো না। প্রশাসনের এ নিয়ে আরও কোনও বক্তব্য থাকলে তারা আসুক আমরা প্রশাসনিক ভবনের সামনে আছি। সামনাসামনি কথা হবে, এসি রুমে বসে আর কোনও সিদ্ধান্ত দেওয়ার বা গ্রহণ করার সময় নেই।

পাঁচ হলের প্রভোস্টদের সঙ্গে কথা বললে তারা জানান, এটা সিন্ডিকেটের সিদ্ধান্ত। আমরা তাদের পক্ষ হয়ে হলের শিক্ষার্থীদের জানিয়ে দিয়েছি।

/এফআর/
সম্পর্কিত
ধর্ষণের বিচারের দাবিতে উত্তাল দেশের শিক্ষাঙ্গন
হিযবুত তাহরীর সংশ্লিষ্টতার অভিযোগে কুবির দুই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
হিযবুত তাহরীর সঙ্গে যুক্ত সন্দেহে কুবি শিক্ষার্থীকে তুলে নিয়ে গেছে র‍্যাব
সর্বশেষ খবর
দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতকে অবাঞ্ছিত ঘোষণা করলো যুক্তরাষ্ট্র
দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতকে অবাঞ্ছিত ঘোষণা করলো যুক্তরাষ্ট্র
পাকিস্তান থেকে এলো ২৬ হাজার মেট্রিক টন আতপ চাল
পাকিস্তান থেকে এলো ২৬ হাজার মেট্রিক টন আতপ চাল
সালিশে ধর্ষণচেষ্টার ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ
সালিশে ধর্ষণচেষ্টার ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ
সুপার ওভারে শূন্য রানের বিশ্বরেকর্ড বাহরাইনের
সুপার ওভারে শূন্য রানের বিশ্বরেকর্ড বাহরাইনের
সর্বাধিক পঠিত
পরিবারসহ কূটনীতিক হারুনের পাসপোর্ট বাতিল
পরিবারসহ কূটনীতিক হারুনের পাসপোর্ট বাতিল
কক্সবাজার যেতে পারেননি সেই প্রকৌশলী, ব্রিফ করলেন বেবিচক চেয়ারম্যান
কক্সবাজার যেতে পারেননি সেই প্রকৌশলী, ব্রিফ করলেন বেবিচক চেয়ারম্যান
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে চায়ের দোকানে বিতর্ক, বিএনপি কর্মী গুলিবিদ্ধ
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে চায়ের দোকানে বিতর্ক, বিএনপি কর্মী গুলিবিদ্ধ
বিপুল পরিমাণ নগদ টাকাসহ আটক সেই প্রকৌশলী ছাড়া পেলেন মুচলেকায়
বিপুল পরিমাণ নগদ টাকাসহ আটক সেই প্রকৌশলী ছাড়া পেলেন মুচলেকায়
একসঙ্গে নাচলেন তারা...
একসঙ্গে নাচলেন তারা...