X
রবিবার, ০৪ মে ২০২৫
২১ বৈশাখ ১৪৩২

নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃত্বে ইমাম-নোমান 

নোবিপ্রবি প্রতিনিধি 
২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৯:০৭আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৯:০৭

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (নোবিপ্রবিসাস) নবগঠিত কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে জয়ী হয়েছেন মানবজমিন পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোহাম্মদ ইমাম হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আমাদের সময় পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আব্দুল্লাহ আল নোমান। 

নোবিপ্রবিসাসের সদস্যদের অংশগ্রহণে সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় নির্বাচন শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলে। এতে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ.এফ.এম আরিফুর রহমান, সহকারী কমিশনার পদে যথাক্রমে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইন্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মো. আবদুল কাদের এবং আইন বিভাগের প্রভাষক সাজ্জাদুল করিম। 

নির্বাচিত অন্যরা হলেন- সহসভাপতি দৈনিক মানবকণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. ফাহাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আরটিভি প্রতিনিধি মো. রিয়াদুল ইসলাম, দফতর সম্পাদক দৈনিক নয়া শতাব্দী পত্রিকার প্রতিনিধি নাহিদুল ইসলাম, পাঠাগার ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার প্রতিনিধি আব্দুল্লাহ আল নোমান, কোষাধ্যক্ষ বাংলা ট্রিবিউনের প্রতিনিধি মুদ্দাচ্ছির আহমদ নাসিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক পরিবর্তনের প্রতিনিধি আব্দুল্লাহ আল তৌহিদ। 

এ ছাড়া কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকাটাইমস২৪-এর প্রতিনিধি মো. নিয়াজ উদ্দিন, দৈনিক ভোরের ডাকের প্রতিনিধি মো. হোসাইন ও মুক্তকলম প্রতিনিধি ফাইজা আফরোজ প্রমি। 

সদস্যদের ভোটে নতুন নির্বাচিত সভাপতি মোহাম্মদ ইমাম হোসেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, নোবিপ্রবি সাংবাদিক সমিতি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একটি আস্থার জায়গা। সেই আস্থা ধরে রাখতে ভবিষ্যতে আমরা একতাবদ্ধ হয়ে কাজ করে যাবো। 

সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, সাংবাদিক সমিতির সদস্যদের ভালোবাসায় আমি সিক্ত। অন্যায়ের বিরুদ্ধে নোবিপ্রবি সাংবাদিক সমিতি সবসময় সবার আগে থাকবে। এই সংগঠন সবসময় বিশ্ববিদ্যালয়ের কল্যাণে কাজ করে যাবে বলে আমি আশা রাখি।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম ভবনের দোতলায় প্রক্টর অফিসে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হয়। দুপুর ২টায় প্রধান নির্বাচন কমিশনার এ.এফ.এম আরিফুর রহমান নির্বাচনের ফল ঘোষণা করেন।

/এএম/
সম্পর্কিত
বগুড়ায় দুই সাংবাদিকদের ওপর হামলা: নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা গ্রেফতার
গণমাধ্যমকে ‘মব হুমকি’, যা বললেন প্রেস সচিব
মুক্ত গণমাধ্যম দিবস‘কর্মীদের আর্থিক নিরাপত্তা ছাড়া গণমাধ্যম স্বাধীন হবে না’
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৫)
হারের শঙ্কা উড়িয়ে রিয়ালকে সাত পয়েন্ট পেছনে ফেললো বার্সা
হারের শঙ্কা উড়িয়ে রিয়ালকে সাত পয়েন্ট পেছনে ফেললো বার্সা
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
রাস্তায় কলেজছাত্রীকে ইভটিজিং, গ্রেফতার ২
রাস্তায় কলেজছাত্রীকে ইভটিজিং, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!