X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলে ধূমপান করলে আইনি ব্যবস্থা নেওয়ার নোটিশ

ইবি প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২৫, ২৩:১৯আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ২৩:১৯

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শেখ রাসেল হলে ধূমপান ও মাদক সেবন করা যাবে না বলে বিজ্ঞপ্তি টাঙানো হয়েছে। এতে বলা হয়েছে, এ আদেশে অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ।

মঙ্গলবার শেখ রাসেল হলের প্রভোস্ট অধ্যাপক মো. আব্দুল কাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শেখ রাসেল হল সংশ্লিষ্ট আবাসিক ছাত্রদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, হলের ব্যক্তিগত রুমে বা হল গেটের অভ্যন্তরে ধূমপান ও কোনও প্রকার মাদক সেবন করা যাবে না। শিক্ষার্থীদের এ আদেশ মেনে চলার নির্দেশ দেওয়া হলো। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তবে হল কর্তৃপক্ষের এ আদেশ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পক্ষে-বিপক্ষে নানা আলোচনা হচ্ছে। অনেকে হল কর্তৃপক্ষের এ আদেশকে ইতিবাচক হিসেবে নিয়েছেন। আবার কেউ কেউ ধূমপানের মতো ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করাকে ‘জোর করে দাদাগিরি ফলানোর’ শামিল মনে করছেন। তবে তারা মাদক সেবনের বিষয়ে কড়া পদক্ষেপকে ভালো উদ্যোগ হিসেবে দেখছেন। 

এ বিষয়ে শেখ রাসেল হলের প্রভোস্ট অধ্যাপক মো. আব্দুল কাদের বলেন, ‘হলের ছাত্রদের সঙ্গে সোমবার মতবিনিময় করেছিলাম। তারা অভিযোগ করেছিলেন, হলের কক্ষে একজন ধূমপান করলে আরেকজনের সমস্যা হয়। সে জন্য এ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এটা সচেতনমূলক। যেন একজনের কারণে আরেকজনের কোনও ক্ষতি না হয়।’

ক্যাম্পাস সূত্রে জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের জন্য পাঁচটি হল রয়েছে। শেখ রাসেল হলে এমন বিজ্ঞপ্তি দেওয়া হলেও বাকি চারটি হলে বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। 

শেখ রাসেল হলের আবাসিক শিক্ষার্থী অর্ণব হাসান বলেন, ‘ধূমপানের কারণে কারও যেন কোনও ক্ষতি না হয়, সে ব্যাপারে সচেতন হতে হবে। প্রকাশ্যে সবার সামনে বা কক্ষের ভেতরে একজন পড়াশোনা করছে, ঠিক তার পাশেই আরেকজন ধূমপান করছে, এতে ক্ষতি হচ্ছে। হয়তো বড় ভাই করছেন, সেজন্য কিছু বলতে পারে না। তবে কারও ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ কারও কাম্য নয়।’

/এএম/
সম্পর্কিত
আনন্দ শোভাযাত্রায় না আসায় শিক্ষার্থীদের খাবার বন্ধ করলেন ইবি প্রভোস্ট
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার দাবি তরুণ চিকিৎসকদের
এনবিআর-আত্মা প্রাকবাজেট আলোচনা       সিগারেটে মূল্যস্তর কমিয়ে তিনটি করার প্রস্তাব
সর্বশেষ খবর
‘আমাদের শিরোপা স্বপ্ন নেই বললেই চলে’
‘আমাদের শিরোপা স্বপ্ন নেই বললেই চলে’
গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
১২ দফা দাবিতে অভিভাবক ঐক্য ফোরামের মানববন্ধন
১২ দফা দাবিতে অভিভাবক ঐক্য ফোরামের মানববন্ধন
মৌসুমী ভুলে যেতে চান, তিনি ‘মৌসুমী’ ছিলেন!
মৌসুমী ভুলে যেতে চান, তিনি ‘মৌসুমী’ ছিলেন!
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে