X
সোমবার, ১৭ মার্চ ২০২৫
৩ চৈত্র ১৪৩১

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩ ইউনিটের ভর্তি পরীক্ষা ফল প্রকাশ

জাবি প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫৩আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার জীববিজ্ঞান অনুষদ ভুক্ত ‘ডি’ ইউনিট, ব্যবসায়ী শিক্ষা অনুষদ ভুক্ত ‘ই’ ইউনিট ও আইবিএ-জেইউ এর ফলাফল প্রকাশিত হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপাচার্যের কাছে আনুষ্ঠানিকভাবে ফলাফল হস্তান্তর করেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মাফরুহী সাত্তার, ব্যবসা শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক নিগার সুলতানা ও আইবিএর পরিচালক অধ্যাপক আইরিন আক্তার।

এ সময় জীববিজ্ঞান অনুষদের ডিন মাফরুহী সাত্তার ডি ইউনিটের ফলাফলের একটি বিশ্লেষিত চিত্র তুলে ধরেন। এতে দেখা গেছে, এই ইউনিটে ছাত্রীদের পাসের হার প্রথম শিফটে ৪২.২১, দ্বিতীয় শিফটে ৪৫.৬০, তৃতীয় শিফটে ৩৯.১৭, চতুর্থ শিফটে ৩৮.৫৭  ও পঞ্চম শিফটে ৫৫.৫০ শতাংশ।

এ ছাড়াও ছাত্রদের পাসের হার প্রথম শিফটে ৩৮.০২, দ্বিতীয় শিফটে ৪৭.৪৪, তৃতীয় শিফটে ৪৩.০৪ ও চতুর্থ শিফটে ৩৮.২৩ শতাংশ। এবারে ছেলেদের সর্বমোট আবেদন জমা পড়েছিল ৩৯০৭৬টি। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৩৩৬৪৯ জন এবং পাশ করেছেন ১৪,০০৪ জন। সে হিসাবে গড় পাসের হার ৪১.৭০ শতাংশ।

আইবিএ-জেইউ এর ফলাফলের বিশ্লেষণ করেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আইরিন আক্তার। এতে দেখা যায় ছেলেদের পাসের হার ২৮.৫৪ শতাংশ এবং মেয়েদের ২৩.৬৬ শতাংশ। ছেলেদের জিপিএ সহ সর্বোচ্চ নম্বর ৭২.৮০ এবং মেয়েদের জিপিএ সহ ৭৪.৫৮। এবারে ছেলেদের মোট আবেদন সংখ্যা ২৮৩৪টি এবং পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ২১২২ জন। মেয়েদের মোট আবেদন সংখ্যা ১৮৫৪টি এবং পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১২৮৫ জন। ছেলে-মেয়েদের গড় উপস্থিতি ৭৩ শতাংশ। ছেলেদের ২৫৪ জন এবং মেয়েদের ২৫০ জনের মেধাতালিকা প্রকাশ করা হয়েছে।

এ ছাড়া ‘ই’ ইউনিটের ফলাফল উপাচার্যের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে বিস্তারিত তথ্য হাতে আসেনি বলে জানিয়েছেন ব্যবসা শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক নিগার সুলতানা।

এ সময় উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, ভর্তি পরীক্ষা একটি টিম ওয়ার্ক, আমরা স্বচ্ছতা ও অঙ্গীকার নিয়ে কাজ করছি। এতগুলো শিফটের ভর্তি পরীক্ষার ফলাফল এত দ্রুত তিন দিনের মধ্যে তৈরি করার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

/এফআর/
সম্পর্কিত
জাবিতে ধর্ষকের বিচারের দাবিতে মশাল মিছিল, মহাসড়ক অবরোধ
ধর্ষণের বিচার দাবিতে মধ্যরাতে জাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
সর্বশেষ খবর
তাইওয়ানের কাছে সামরিক মহড়া বিচ্ছিন্নতাবাদের শাস্তি: চীন
তাইওয়ানের কাছে সামরিক মহড়া বিচ্ছিন্নতাবাদের শাস্তি: চীন
খেটে খাওয়া মানুষের শাসনব্যবস্থা কায়েম করতে হবে: জোনায়েদ সাকি
খেটে খাওয়া মানুষের শাসনব্যবস্থা কায়েম করতে হবে: জোনায়েদ সাকি
ধর্ষণে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতারের দাবিতে লিফলেট বিতরণ
ধর্ষণে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতারের দাবিতে লিফলেট বিতরণ
ছাত্রলীগ নেতার পক্ষে আদালতে দাঁড়ালেন বিএনপি-জামায়াতের ২৫ আইনজীবী
ছাত্রলীগ নেতার পক্ষে আদালতে দাঁড়ালেন বিএনপি-জামায়াতের ২৫ আইনজীবী
সর্বাধিক পঠিত
জাতিসংঘ মহাসচিবের সফরে এক ঢিলে তিন পাখি
জাতিসংঘ মহাসচিবের সফরে এক ঢিলে তিন পাখি
ফুল কিনতে যাওয়া তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুই ছাত্রদল নেতাসহ আটক ৪
ফুল কিনতে যাওয়া তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুই ছাত্রদল নেতাসহ আটক ৪
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র: এনডিটিভিকে মার্কিন গোয়েন্দা প্রধান
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র: এনডিটিভিকে মার্কিন গোয়েন্দা প্রধান
সোমবার বেবিচক কর্মচারীদের বিক্ষোভ
সোমবার বেবিচক কর্মচারীদের বিক্ষোভ
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল