X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩ ইউনিটের ভর্তি পরীক্ষা ফল প্রকাশ

জাবি প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫৩আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার জীববিজ্ঞান অনুষদ ভুক্ত ‘ডি’ ইউনিট, ব্যবসায়ী শিক্ষা অনুষদ ভুক্ত ‘ই’ ইউনিট ও আইবিএ-জেইউ এর ফলাফল প্রকাশিত হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপাচার্যের কাছে আনুষ্ঠানিকভাবে ফলাফল হস্তান্তর করেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মাফরুহী সাত্তার, ব্যবসা শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক নিগার সুলতানা ও আইবিএর পরিচালক অধ্যাপক আইরিন আক্তার।

এ সময় জীববিজ্ঞান অনুষদের ডিন মাফরুহী সাত্তার ডি ইউনিটের ফলাফলের একটি বিশ্লেষিত চিত্র তুলে ধরেন। এতে দেখা গেছে, এই ইউনিটে ছাত্রীদের পাসের হার প্রথম শিফটে ৪২.২১, দ্বিতীয় শিফটে ৪৫.৬০, তৃতীয় শিফটে ৩৯.১৭, চতুর্থ শিফটে ৩৮.৫৭  ও পঞ্চম শিফটে ৫৫.৫০ শতাংশ।

এ ছাড়াও ছাত্রদের পাসের হার প্রথম শিফটে ৩৮.০২, দ্বিতীয় শিফটে ৪৭.৪৪, তৃতীয় শিফটে ৪৩.০৪ ও চতুর্থ শিফটে ৩৮.২৩ শতাংশ। এবারে ছেলেদের সর্বমোট আবেদন জমা পড়েছিল ৩৯০৭৬টি। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৩৩৬৪৯ জন এবং পাশ করেছেন ১৪,০০৪ জন। সে হিসাবে গড় পাসের হার ৪১.৭০ শতাংশ।

আইবিএ-জেইউ এর ফলাফলের বিশ্লেষণ করেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আইরিন আক্তার। এতে দেখা যায় ছেলেদের পাসের হার ২৮.৫৪ শতাংশ এবং মেয়েদের ২৩.৬৬ শতাংশ। ছেলেদের জিপিএ সহ সর্বোচ্চ নম্বর ৭২.৮০ এবং মেয়েদের জিপিএ সহ ৭৪.৫৮। এবারে ছেলেদের মোট আবেদন সংখ্যা ২৮৩৪টি এবং পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ২১২২ জন। মেয়েদের মোট আবেদন সংখ্যা ১৮৫৪টি এবং পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১২৮৫ জন। ছেলে-মেয়েদের গড় উপস্থিতি ৭৩ শতাংশ। ছেলেদের ২৫৪ জন এবং মেয়েদের ২৫০ জনের মেধাতালিকা প্রকাশ করা হয়েছে।

এ ছাড়া ‘ই’ ইউনিটের ফলাফল উপাচার্যের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে বিস্তারিত তথ্য হাতে আসেনি বলে জানিয়েছেন ব্যবসা শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক নিগার সুলতানা।

এ সময় উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, ভর্তি পরীক্ষা একটি টিম ওয়ার্ক, আমরা স্বচ্ছতা ও অঙ্গীকার নিয়ে কাজ করছি। এতগুলো শিফটের ভর্তি পরীক্ষার ফলাফল এত দ্রুত তিন দিনের মধ্যে তৈরি করার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

/এফআর/
সম্পর্কিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেটে ফেলা হলো অর্ধশতাধিক গাছ, প্রতিবাদে বিক্ষোভ
শিক্ষার্থীদের তোপের মুখে আওয়ামীপন্থি ডিনের পদত্যাগ
পেছালো জাকসু নির্বাচন, নতুন তারিখ ঘোষণা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!