X
বুধবার, ০৭ মে ২০২৫
২৪ বৈশাখ ১৪৩২

ছাত্রশিবিরের উপস্থিতির কারণে সভা বয়কট করলো ৫ বাম ছাত্র সংগঠন

ঢাবি প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৫৩আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৫৩

একুশে ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে ক্রিয়াশীল ক্যাম্পাসের ছাত্র সংগঠনগুলোর বৈঠকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উপস্থিতির প্রতিবাদ জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র জোট ভুক্ত ৫ সংগঠন।  

রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় অনুষ্ঠিত বৈঠকে নির্ধারিত আলোচনা শুরুর আগেই ইসলামী ছাত্র শিবিরের উপস্থিতি নিয়ে আপত্তি জানায় সংগঠনগুলো। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনও সদুত্তর দিতে না পারায় সভাস্থল ত্যাগ করেন বৈঠকে উপস্থিত সংগঠনগুলোর নেতারা।

গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সাধারণ সম্পাদক ফাহিম চৌধুরী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতবিনিময় সভায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে আমন্ত্রণের প্রতিবাদ জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র জোটভুক্ত সংগঠনসহ বৈঠকে উপস্থিত অধিকাংশ সংগঠন।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের অস্বচ্ছ, অগণতান্ত্রিক ও পক্ষপাতদুষ্ট ভূমিকার অভিযোগ তুলে বিবৃতে বলা হয়,  জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে বিশ্ববিদ্যালয়ে সমস্ত ক্রিয়াশীল, গণতান্ত্রিক শক্তির মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন বারংবার বিতর্কিত সংগঠন ‘ইসলামী ছাত্র শিবির’কে পুনর্বাসনের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিগত বৈঠকগুলোতে ইসলামী ছাত্র শিবিরকে কেন্দ্র করে সংগঠনগুলোর আপত্তি সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসন একুশে উদযাপন বৈঠকে এই বিতর্কিত সংগঠনকে আমন্ত্রণ জানিয়েছে। অথচ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল সংগঠনগুলো ’৭১, ’৯০ ও ’২৪-এর গণহত্যাকারী নিপীড়ক গোষ্ঠী ও এর দোসরদের বয়কট করে গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ বিনির্মাণের আহ্বান জানিয়েছিল।

অভ্যুত্থানের পরও ছাত্র শিবিরের প্রকাশনায় একাত্তরে গণমানুষের লড়াইকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়। সেই সংগঠনকে একুশে উদযাপনের বৈঠকে আমন্ত্রণ জানানো এদেশের মানুষের গণসংগ্রামের ইতিহাসের প্রতি তাচ্ছিল্য প্রদর্শনের শামিল। দীর্ঘদিন ছাত্রলীগের ছায়াতলে থাকা ছাত্র শিবিরের গুপ্ত রাজনীতি বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক সংস্কৃতির জন্য দূষণীয়। একইসঙ্গে দেশের শিক্ষাঙ্গনে শিবিরের দীর্ঘদিনের সন্ত্রাস, দখলদারিত্ব, রগ কাটার মাধ্যমে হত্যাকাণ্ডের হিংস্র ইতিহাসও এদেশের ছাত্রসমাজ ভুলে যায়নি। ছাত্র শিবিরের মতো একটি ধর্মীয় ফ্যাসিস্ট ও বিতর্কিত সংগঠনকে বারংবার বৈঠকে ডেকে এনে গুরুত্বপূর্ণ বৈঠকগুলোকে অকার্যকর করার দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

অবিলম্বে ছাত্রলীগ, ছাত্রশিবিরসহ সব পরাজিত শক্তির পুনর্বাসনের অপতৎপরতা বন্ধ করে গণতান্ত্রিক আলোচনার পরিবেশ নিশ্চিতের আহ্বান জানিয়েছেন গণতান্ত্রিক ছাত্র জোটের পক্ষ থেকে ছাত্র কাউন্সিলের এই নেতা।

এছাড়াও এই বিবৃতি সই করেছেন, বিপ্লবী ছাত্র মৈত্রী ও গণতান্ত্রিক ছাত্র জোটের সমন্বয়ক দিলীপ রায়, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি ছায়েদুল হক নিশান, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি রাগীব নাঈম, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি অঙ্কন চাকমা ও বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি তাওফিকা প্রিয়া। 

/এমকেএইচ/
সম্পর্কিত
বান্দরবানে গৃহবধূকে ধর্ষণের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
৫ মে: হেফাজতের ঘরোয়া মতবিনিময়, সড়কে কর্মসূচি শিবিরের
হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
সর্বশেষ খবর
বিজিএমইএ নির্বাচনের সম্মিলিত পরিষদের প্যানেল ঘোষণা, নেতৃত্বে কারা?
বিজিএমইএ নির্বাচনের সম্মিলিত পরিষদের প্যানেল ঘোষণা, নেতৃত্বে কারা?
সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে ভারত ও পাকিস্তান
সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে ভারত ও পাকিস্তান
এনআইডি তথ্য ফাঁসের ঘটনায় আনসার ভিডিপি ও ব্র্যাক ব্যাংক নজরদারিতে
এনআইডি তথ্য ফাঁসের ঘটনায় আনসার ভিডিপি ও ব্র্যাক ব্যাংক নজরদারিতে
মাদক মামলা: সম্রাটসহ ২ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু
মাদক মামলা: সম্রাটসহ ২ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু
সর্বাধিক পঠিত
সরকারি চাকরিজীবীদের জন্য আসছে নতুন আইন
সরকারি চাকরিজীবীদের জন্য আসছে নতুন আইন
ঈদুল আজহায় ছুটি ১০ দিন, দুই শনিবার খোলা থাকবে অফিস
ঈদুল আজহায় ছুটি ১০ দিন, দুই শনিবার খোলা থাকবে অফিস
সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের
সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের
বিশ্ববিদ্যালয়ের ওপর খবরদারি না করার আহ্বান ইউজিসির
বিশ্ববিদ্যালয়ের ওপর খবরদারি না করার আহ্বান ইউজিসির
শব্দচয়ন ‘অনাকাঙ্ক্ষিত’, হেফাজতের দুঃখপ্রকাশ
শব্দচয়ন ‘অনাকাঙ্ক্ষিত’, হেফাজতের দুঃখপ্রকাশ