X
শুক্রবার, ১১ জুলাই ২০২৫
২৬ আষাঢ় ১৪৩২

জবিতে শিক্ষক ও বাগছাস নেতাদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ

জবি প্রতিবেদক
১০ জুলাই ২০২৫, ২১:০৭আপডেট : ১০ জুলাই ২০২৫, ২১:০৭

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রলীগের নেতা দাবি করে এক শিক্ষার্থীকে আটককে কেন্দ্র করে শিক্ষক এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) নেতাদের ওপর হামলার অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এঘটনায় দুই শিক্ষককে লাঞ্ছিত ও বাগছাসের তিন নেতা আহত হয়েছেন বলে জানা গেছে। 

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনের নিচে এই ঘটনা ঘটে।

প্রতক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র রফিক বিন সাদেক রেসাদের বিরুদ্ধে ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগ এনে ছাত্রদলের নেতাকর্মীরা দুপুরে তাকে বিভাগে আটকে রাখে। একপর্যায়ে তাকে মারধর শুরু করলে বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক ড. এ কে এম রিফাত হাসান এবং সহকারী প্রক্টর মো. শফিকুল ইসলাম এগিয়ে এলে তাদের লাঞ্ছিত করেন ছাত্রদলের কর্মীরা। তখন বাগছাসের কয়েকজন নেতাকর্মী ঘটনাস্থলে গেলে তারাও হামলার শিকার হন।

অভিযোগ উঠেছে, শাখা বাগছাস আহ্বায়ক ফসাল মুরাদ, মুখ্য সংগঠক ফেরদৌস শেখ ও যুগ্ম-আহ্বায়ক ফারুককে ছাত্রলীগ ট্যাগ দিয়ে তাদের ওপরও হামলা ও মারধর শুরু করে ছাত্রদলের নেতাকর্মীরা। এমধ্যে ফেরদৌস হাসান জুলাই-আগস্ট আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছিলেন বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা। বর্তমানে ফয়সাল মুরাদ ও ফেরদৌস শেখ ঢাকা মেডিক্যাল হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন আছেন। 

ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ বলেন, ‘ছাত্রদল ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে এসে ছাত্রলীগ ধরার নামে শিক্ষক, জুলাই আন্দোলনের আহত শিক্ষার্থীদের অপদস্থ করেছে, তাদের গায়ে আঘাত করেছে। এমনকি তারা গেট ভেঙে ডিপার্টমেন্টে হামলার চেষ্টা করেছে, যারা তাদের সঙ্গে কথা বলতে গিয়েছে, তাদের ছাত্রলীগ ট্যাগ দিয়ে দিয়েছে।’

ভুক্তভোগী ফয়সাল মুরাদ বলেন, ‘গণতান্ত্রিক ছাত্রসংসদের যুগ্ম আহ্বায়ক ফারুকের ওপর সাজিদ ভবনের নিচে ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান ও শামসুল আরেফিনের নেতৃত্বে হামলা হয়। আমি তাদের বোঝানোর চেষ্টা করি, ফারুক একজন জুলাই আন্দোলনের কর্মী এবং ১৯ জুলাই তার মাথায় গুরুতর আঘাত লেগেছিল। কিন্তু আমার অনুরোধ অগ্রাহ্য করে তারা ফারুককে মারধর চালায়। পরে আমাকেও ছাত্রলীগ ট্যাগ দিয়ে হামলার শিকার হতে হয়। শামসুল আরেফিনের নেতৃত্বে আমার ওপর কিলঘুষি চালানো হয়।’

তিনি আরও বলেন, ‘এরা মূলত অছাত্র। তারা জবি ছাত্রদলের ব্যানারে সন্ত্রাস কায়েম করছে। তারা আমার এবং আমার সহযোদ্ধাদের ওপর ট্র্যাকিং করে হামলা করেছে। জুলাইয়ের গুলিবিদ্ধ ফেরদৌস হাসানকে ঘিরে পিটিয়েছে। শিক্ষকরা রক্ষা করতে এলে তারাও আক্রমণের শিকার হন।’

অপর ভুক্তভোগী ফেরদৌস শেখ বলেন, ‘ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন ও যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসানের নেতৃত্বে আমাদের কর্মীদের ওপর হামলা চালানো হয়। আমাদের শিক্ষকরা রক্ষা করতে আসলে তারাও মারধরের শিকার হন। আমি সরকারের ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দ্রুত বিচার দাবি করছি।’

এবিষয়ে আহত শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা পরে কথা বলবেন বলে জানান।

অন্যদিকে জবি শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন পাল্টা দাবি করেন, ‘ছাত্রলীগের সন্ত্রাসীরা ক্যাম্পাসে ঢুকে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছিল। তারা ফেসবুকে পোস্ট দিয়েই এসব ঘটনার ইঙ্গিত দিয়েছিল। যখন আমরা তাদের শনাক্ত করে জিজ্ঞাসাবাদ করতে যাই, তখন উল্টো আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে অপপ্রচার চালানো হয়।’

ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ তাজাম্মুল হক বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শিক্ষক সমিতির সভাপতির মাধ্যমে বিষয়টি আপাতত মীমাংসার পথে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে।’

এদিকে এ ঘটনায় ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মো. গিয়াস উদ্দিন সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিটিতে শিক্ষক সমিতির সভাপতি ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ অধ্যাপক ড. মো. মোশাররাফ হোসেনকে আহ্বায়ক এবং ডেপুটি রেজিস্ট্রার (সংস্থাপন) এ কে এম আব্দুল্লাহ আল মামুনকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও  ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন, মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইমরানুল হক, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক।

/ইউএস/
সম্পর্কিত
ফল পুনর্নিরীক্ষণের আবেদন ১৭ জুলাই পর্যন্ত
কোভিড হাসপাতাল নির্মাণে দুর্নীতি৬৯ লাখ টাকার কাজের খরচ ধরা হয়েছে ৪ কোটি, দুজনের বিরুদ্ধে দুদকের মামলা
বেবিচকের পরিচালক মুসা জঙ্গিকে প্রত্যাহার
সর্বশেষ খবর
বিপর্যয় নয়, এবারের ফল বর্তমান বাস্তবতা
বিপর্যয় নয়, এবারের ফল বর্তমান বাস্তবতা
সাবালেঙ্কাকে চমকে দিয়ে ফাইনালে আনিসিমোভা, প্রতিপক্ষ শিয়াটেক
সাবালেঙ্কাকে চমকে দিয়ে ফাইনালে আনিসিমোভা, প্রতিপক্ষ শিয়াটেক
চীন সফরে জামায়াতের প্রতিনিধিদল
চীন সফরে জামায়াতের প্রতিনিধিদল
মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে বাণিজ্য উপদেষ্টার সাক্ষাৎ
মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে বাণিজ্য উপদেষ্টার সাক্ষাৎ
সর্বাধিক পঠিত
ধর্ম অবমাননার অভিযোগ সরকারি চাকরিজীবীকে ওএসডি
ধর্ম অবমাননার অভিযোগ সরকারি চাকরিজীবীকে ওএসডি
আবার আন্দোলনে যাচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা
আবার আন্দোলনে যাচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা
দোষ স্বীকার করে ট্রাইব‍্যুনালে যা বললেন ‘রাজসাক্ষী’ সাবেক আইজিপি মামুন
দোষ স্বীকার করে ট্রাইব‍্যুনালে যা বললেন ‘রাজসাক্ষী’ সাবেক আইজিপি মামুন
ফরিদপুরে আ.লীগ কার্যালয়ের ধ্বংসস্তূপের ওপর নির্মাণ হচ্ছে জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ
ফরিদপুরে আ.লীগ কার্যালয়ের ধ্বংসস্তূপের ওপর নির্মাণ হচ্ছে জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ
আসামি থেকে রাজসাক্ষী: সুবিধা-অসুবিধা
আসামি থেকে রাজসাক্ষী: সুবিধা-অসুবিধা