বিশ্ব ব্যাংকের অর্থায়নে মহাখালী ডিএনসিসি কোভিড-১৯ হাসপাতাল নির্মাণ প্রকল্পের সাবেক প্রকল্প পরিচালক ডা. মো. ইকবাল কবীর ও বেসরকারি প্রতিষ্ঠান এসআরএস ডিজাইন অ্যান্ড ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে ৩ কোটি ৩০ লাখ ৬১ হাজার ৮৫৪ টাকা আত্মসাতের চেষ্টার অভিযোগ আনা হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুদকের সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ এ তথ্য জানান।
মামলার অভিযোগে বলা হয়েছে, বিশ্ব ব্যাংকের অর্থায়নে মহাখালী ডিএনসিসি কোভিড-১৯ হাসপাতাল নির্মাণ প্রকল্পের সাবেক প্রকল্প পরিচালক ডা. মো. ইকবাল কবীর অনুমোদনকারী কর্তৃপক্ষের লিখিত অনুমোদন বা ওয়ার্ক অর্ডার ছাড়াই কেবল মৌখিক নির্দেশের মাধ্যমে এসআরএস ডিজাইন অ্যান্ড ফ্যাশন লিমিটেডকে হাসপাতালের ৬ষ্ঠ তলায় কাজ করার দায়িত্ব দেন। এই কাজের বিপরীতে প্রতিষ্ঠানটি বিল করেছিল ৪ কোটি ৩৫ হাজার ৪১৩ টাকা। বিলটি হাসপাতালের পরিচালক হয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের কাছেও পাঠানো হয়। কিন্তু নিরপেক্ষ প্রকৌশলীর মাধ্যমে যাচাই করার পর প্রকৃত কাজের মূল্য নির্ধারিত হয় মাত্র ৬৯ লাখ ৭৩ হাজার ৫৫৯ টাকা। ফলে ৩ কোটি ৩০ লাখ ৬১ হাজার ৮৫৪ টাকা অতিরিক্ত বিল দেওয়ার মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের চেষ্টা করা হয়েছে বলে দুদকের অনুসন্ধানে উঠে এসেছে।