X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

জাবি'র ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

জাবি প্রতিনিধি
১৫ অক্টোবর ২০১৭, ১৯:৫৩আপডেট : ১৫ অক্টোবর ২০১৭, ২০:১৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের তত্ত্বাবধায়নে সাভারের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) প্রণব কুমার ঘোষ এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত রাকিবুল হাসান ঢাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ও বিজয় একাত্তর হলের আবাসিক ছাত্র। তার বাড়ি রাজধানীর দক্ষিণখানের আশকোনায়। 

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরী সজল জানান, রবিবার সকাল ৯টায় সমাজবিজ্ঞান অনুষদের (বি ইউনিট) প্রথম শিফটের ভর্তি পরীক্ষা চলাকালে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে তাকে আটক করেন দায়িত্বরত কক্ষ পরিদর্শক। সে জয়নাল আবেদীন নামের এক ভর্তিচ্ছুর প্রবেশপত্রের ছবি পরিবর্তন করে ’প্রক্সি’ হিসেবে পরীক্ষায় অংশ গ্রহণ করে। যার ভর্তি পরীক্ষার রোল নং ২১৫৪১৯।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) প্রণব কুমার ঘোষ বলেন, ‘দণ্ডপ্রাপ্ত রাকিবুল ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনা অমান্য করেছে। তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন,‘রাকিবুলের সঙ্গে আরও তিন সহযোগী জালিয়াতির উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ে আসে। তাদের মধ্যে রাকিবুলকে আটক করা হলেও বাকিরা পালিয়ে যায়। তারা সবাই একটি বড় জালিয়াতি চক্রের সদস্য। হট্টগোল বাঁধিয়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। তাদের খুঁজে বের করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।’ 

এদিকে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাকিবুল জানায়, জয়নাল আবেদীন নামের ওই ভর্তিচ্ছুকে জাহাঙ্গীরগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাইয়ে দিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ শেষ করা কামরুজ্জামান লিজু নামের একজনের সঙ্গে ৩ লাখ টাকার চুক্তি হয়।  ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের বিনিময়ে রাকিবুলকে ২ লাখ টাকা দিতে চেয়েছিল লিজু। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা জানান, দণ্ডপ্রাপ্ত রাকিবুলকে আশুলিয়া পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

 

/এমডিপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ