X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

শিক্ষার্থীদের দাবি মানছেন না মেস মালিকরা

হাবিপ্রবি প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২০, ২০:০২আপডেট : ১৯ এপ্রিল ২০২০, ২০:০৭
image

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দেশজুড়ে চলছে সাধারণ ছুটি। এতে কাজ না থাকায় চরম বিপাকে পড়েছেন অস্বচ্ছল ও দরিদ্র পরিবার থেকে আসা হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি)  শিক্ষার্থীরা। টিউশনি বন্ধ থাকায় এসব শিক্ষার্থীরা তাই শঙ্কায় প্রহর গুনছেন মেস ভাড়া পরিশোধ নিয়ে। বিশ্ববিদ্যালয়ের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকনির্ভর বিভিন্ন গ্রুপ ও সাংবাদিক সমিতির অফিশিয়াল গ্রুপে মেসভাড়া মওকুফের দাবি উত্থাপন করেছেন  হাবিপ্রবির শিক্ষার্থীরা। কিন্তু এ ব্যাপারে নেতিবাচক সাড়া দিয়েছেন মেস মালিকরা, উপরন্তু চাপ দিয়ে যাচ্ছেন মেস ভাড়ার পরিশোধের জন্য।

হাবিপ্রবি

খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের হল সংকট থাকায় অনাবাসিক শিক্ষাথীরা শহর ও বিশ্ববিদ্যালয়ের  আশেপাশে বিভিন্ন মেস ও ভাড়া বাসাবাড়িতে বসবাস করে আসছেন। শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ‘অনির্দিষ্টকালের জন্য বন্ধ ক্যাম্পাস। কবে খুলবে জানি না। ততদিন পর্যন্ত কি মেস ভাড়া বহন করতে হবে আমাদের?  মেসে না থেকেও যা পরিশোধ করতে হবে আমাদের।’ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফেসবুক গ্রুপে অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমাদের কারণে মেসগুলো চলে, বৈশ্বিক মহামারীর মতো এমন দুঃসময়ে সাধারণ শিক্ষার্থীদের  জিম্মি করে এভাবে টাকা নেওয়া একেবারেই অনুচিত ও অমানবিক। করোনার এ সময়টাতে  অস্বচ্ছল শিক্ষার্থীদের মেসভাড়া মওকুফ করা দরকার।’ 

নাম প্রকাশে অনিচ্ছুক ফিশারিজ  অনুষদের এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের জেলা লকডাউন ঘোষণা করেছেন জেলা প্রশাসন প্রায় একমাস আগে। দিনমজুর বাবার হাতে নেই কোনও কাজ। বাড়িতে থাকা সঞ্চয়ও প্রায় শেষের দিকে। পরিস্থিতি এমন হয়েছে কারোর কাছে হাতও পাততে পারি না। এদিকে বারবার ফোন দিচ্ছে মেস মালিক।’

কৃষি অনুষদের শিক্ষার্থী শহিদুল ইসলাম ফাহিম ফেসবুকে একটি গ্রুপ খোলেন, যার মাধ্যমে প্রায় অর্ধশতাধিক দরিদ্র শিক্ষার্থীদের কাছে উপহার সামগ্রী পৌঁছে দিয়েছেন। দরিদ্র শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক, অধ্যয়নরত ও প্রাক্তন শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠন। হাবিপ্রবি সাংবাদিক সমিতির উদ্যোগেও এ সহযোগিতা কার্যক্রম চলমান আছে।
এমন পরিস্থিতিতে শিক্ষক শিক্ষার্থীরা যখন অস্বচ্ছল শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়িয়েছেন, ঠিক সে মুহূর্তে মেস মালিকদের ভাষ্য জানতে মেস মালিক সমিতির সাধারণ সম্পাদক মামুন কে শিক্ষার্থীদের দাবির ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘একেবারে ছাড় দিতে রাজী নন কোনও মেস মালিক, তবে একান্ত প্রয়োজন যাদের, তাদের সাহায্য করা হবে।’
উক্ত বিষয়ে ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ বলেন, ‘আমরা ইতোমধ্যে অবগত হয়েছি শিক্ষার্থীদের এ সমস্যার বিষয়ে। আমরা ডিসি মহোদয়ের সঙ্গে একটা মিটিং করতে যাচ্ছি শীঘ্রই এবং সে আলোকে মেস মালিকদের এ ব্যাপারে নির্দেশনা দেওয়া হবে। আশা করি খুব দ্রুতই এ সমস্যার সমাধান হবে।’

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
রাজধানীতে খেলাফত মজলিসের বিক্ষোভ
রাজধানীতে খেলাফত মজলিসের বিক্ষোভ
প্রচণ্ড গরমে দই-ফলের এই ডেজার্ট বানিয়ে খান
প্রচণ্ড গরমে দই-ফলের এই ডেজার্ট বানিয়ে খান
গরুবোঝাই ভটভটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
গরুবোঝাই ভটভটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি