X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

শাবির কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রেডিও অ্যাপ্লিকেশন ‘সাস্টকাস্ট’

শাবি প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২০, ০০:১৪আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২০, ০০:১৬

কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রেডিও অ্যাপ্লিকেশন নিয়ে প্রথমবারের মতো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘সাস্টকাস্ট’ এর যাত্রা শুরু হয়েছে। বিজ্ঞান চর্চায় বিশ্ববিদ্যালয়ের একদল তরুণ মেধাবী শিক্ষার্থীদের প্রচেষ্টায় বেটা ভার্সন উন্মুক্ত করার মাধ্যমে এ অ্যাপ্লিকেশন যাত্রা শুরু করেছে।
অ্যাপ্লিকেশনটির পরিচালনায় টিম লিডার হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও রোবোসাস্ট এর সাবেক সাধারণ সম্পাদক সোহান মির্জা। এছাড়া দলের অন্য সদস্যরা হলেন প্রযুক্তি টিমে সিএসই বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইশতিয়াক শিহাব ও নাজিয়া তাসনিম এবং প্রোডাকশন ম্যানেজমেন্ট টিমে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী এনামুল হক, সামিউল হাসান ও তানভীর মাহতাব তন্ময়।
রেডিও অ্যাপ্লিকেশনটি চালুর এ তথ্য জানিয়েছেন ‘সাস্টকাস্ট’ এর দলনেতা সোহান মির্জা। তিনি জানান, ‘শুক্রবার রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের অন্যতম বিজ্ঞান বিষয়ক সংগঠন রোবোসাস্ট এর ফেসবুক পেইজ থেকে এই রেডিও অ্যাপ্লিকেশনটির উদ্বোধন করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যলয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহকারী অধ্যাপক ও সাস্টকাস্ট এর উপদেষ্টা বিশ্বপ্রিয় চক্রবর্তী এবং অন্যান্য সদস্যরা।

শাবির কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রেডিও অ্যাপ্লিকেশন ‘সাস্টকাস্ট’
সোহান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ, বিজ্ঞানভিত্তিক সংগঠন ‘রোবোসাস্ট’ ও বিজ্ঞান চর্চায় একদল তরুণ মেধাবী শিক্ষার্থীদের দল ‘টিম মিয়াও’ এর সমন্বিত প্রচেষ্টায় এ অ্যাপ্লিকেশনটি তৈরি করা হয়েছে। যেখানে ২০১৬ থেকে এই অ্যাপ্লিকেশন নিয়ে কাজ শুরু করি আমরা। তবে বর্তমানে গুগল প্লে স্টোরে এ অ্যাপ্লিকেশনের বেটা ভার্সন ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়।’
সাস্টকাস্ট দলের অন্যতম সদস্য ও রোবোসাস্ট এর সাধারণ সম্পাদক এনামুল হক বলেন, আগে থেকে বিভিন্ন ক্যাম্পাসে রেডিও অ্যাপ্লিকেশন চালু থাকলেও তা ম্যানুয়ালি পরিচালিত হতো। তবে আমরা এ অ্যাপ্লিকেশনে কৃত্রিম বুদ্ধিমত্তায় পরিচালনা করতে বিভিন্ন ফিচার যোগ করেছি। এ অ্যাপ্লিকেশনটিতে ‘প্লে দ্য স্ট্রিম’ এবং ‘প্লে দ্যা নিউজ’ নামে দুটি ফিচার সংযুক্ত করা হয়েছে। যার মাধ্যমে শিক্ষার্থীরা গান ও আন্তর্জাতিক সংবাদ শুনতে পারবেন। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে এর সকল কার্যক্রম ও অনুষ্ঠানের সময়সূচি নির্ধারণের মাধ্যমে পরিচালিত হবে।  ভবিষ্যতে এ অ্যাপ্লিকেশনে আরও কিছু নতুন সদস্য সংযুক্ত করার মাধ্যমে নতুন নতুন আইডিয়াও ফিচার সংযুক্ত করার মাধ্যমে এটি পরিচালিত হবে। অ্যাপ্লিকেশনটি শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী ব্যবহার করতে পারবেন। এতে ইমেল আইডি, পাসওয়ার্ড, ফোন নাম্বার ও ডিপার্টমেন্ট সিলেক্ট করার মাধ্যমে সাইন ইন করতে হবে। বিশ্ববিদ্যালয়েরে বাইরের কেউ আপাতত এটি ব্যবহার করতে পারবে না। শিডিউল্ড প্রোগ্রামসহ ক্যাম্পাসের শিক্ষক-শিক্ষার্থী ও সাংস্কৃতিক সংগঠনগুলো চাইলে তাদের বিভিন্ন প্রোগ্রাম হোস্ট করা কিংবা লাইভ প্রোগ্রাম পরিচালনা করতে পারবে বলে জানান এনামুল হক।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
ফরেন সার্ভিস একাডেমিতে ‘জেনোসাইড কর্নার’ বন্ধ থাকায় সাবেক পররাষ্ট্রমন্ত্রীর অসন্তোষ
ফরেন সার্ভিস একাডেমিতে ‘জেনোসাইড কর্নার’ বন্ধ থাকায় সাবেক পররাষ্ট্রমন্ত্রীর অসন্তোষ
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়