X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

‘চিকিৎসা ব্যয় এখনও সাধারণ মানুষের নাগালের বাইরে’

গণবি প্রতিনিধি
১৩ মার্চ ২০১৬, ১৭:০৫আপডেট : ১৩ মার্চ ২০১৬, ১৭:৫১

‘চিকিৎসা ব্যয় এখনও সাধারণ মানুষের নাগালের বাইরে’ স্বাস্থ্য খাতে বাংলাদেশের অনেক উন্নতি হলেও চিকিৎসা ব্যয় এখনও গ্রামের সাধারণ মানুষের নাগালের বাইরে বলে মনে করছেন বক্তারা।
গণ বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপি বিভাগ আয়োজিত এক অভিজ্ঞতা বিনিময় সভায় বক্তরা এ কথা বলেন।
নবীন শিক্ষার্থীদের মাসব্যাপী অরিয়েন্টেশন শেষে গত শনিবার ‘এক মাস গ্রামে থেকে যা দেখেছি, যা শিখেছি শীর্র্ষক এ অভিজ্ঞতা বিনিময় সভার আয়োজন করে গণ বিশ্ববিদ্যালয়।
সভায় বক্তরা বলেন, চিকিৎসা ব্যয় সাধারণ মানুষের নাগালের মধ্যে না থাকায় বেশিরভাগ মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত। তাই চিকিৎসকদের গ্রামে গিয়ে কাজ করার মানসিকতা তৈরিতে  বিশ্ববিদ্যালয়কে আরও কাজ করতে হবে।
অনুষ্ঠানের প্রধান আলোচক তত্বাধবায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন,একজন ভাল চিকিৎসক হতে হলে শুধু চিকিৎসা শাস্ত্রই নয়, গ্রামের মানুষের আর্থ সামাজিক অবস্থা সম্পর্কে জ্ঞান থাকতে হবে। তা না হলে সাধারণ মানুষের অবস্থান থেকে কোনও ভাবেই ভাল চিকিৎসা দেওয়া সম্ভব না।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্বব্যাংকের সিনিয়র স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বুসরা বিনতে আলম বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে একজন চিকিৎসক তৈরিতে সরকারকে লাখ লাখ টাকা ব্যয় করতে হয়। তাই দেশের প্রতি দায়বদ্ধতা থেকে চিকিৎসকদের গ্রামের মানুষের সেবা করা উচিত।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মেসবাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- বিশ্ব স্বাস্থ্য সংস্থার হেলথ্ সিস্টেমের টিম লিডার ডা. ভেলেরিয়া ডি অলিভেরিয়া ক্রুজ, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদ, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক পারভীন সুলতানা বানু প্রমুখ।

‘চিকিৎসা ব্যয় এখনও সাধারণ মানুষের নাগালের বাইরে’
সম্প্রতি ভোলা জেলার চরফ্যাশন, ফেনীর সোনাগাজী ও দিনাজপুরের কাহারুল এলাকার প্রত্যন্ত অঞ্চল পরিদর্শন করে গণ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা বিভাগ ও ফিজিওথেরাপি বিভাগের শিক্ষার্থীরা। মাসব্যাপী অরিয়েন্টেশন সময়ে শিক্ষাথীরা এসব এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্য ব্যবস্থাসহ অন্যান্য মৌলিক বিষয়াবলী পর্যবেক্ষণ করেন।

/এসি-এমটি/এসএনএইচ/

সম্পর্কিত
তনু হত্যার বিচার দাবিতে গণবিতে মোমবাতি প্রজ্জ্বলন
গণবি ছাত্র সংসদের অভিষেক ৪ এপ্রিল
গণবি’র ভর্তি পরীক্ষা ১৫ এপ্রিল
সর্বশেষ খবর
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
ইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
ক্লাব বিশ্বকাপইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল