X
বুধবার, ১৪ মে ২০২৫
৩১ বৈশাখ ১৪৩২

ক্ষমতাধর নারীর তালিকায় আরও ওপরে শেখ হাসিনা

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৭ জুন ২০১৬, ০২:০২আপডেট : ০৭ জুন ২০১৬, ০২:০৪

বিশ্বের ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় আরও ওপরের দিকে ওঠে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রভিত্তিক ফোর্বস ম্যাগাজিনের করা এ বছরের তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর অবস্থান ৩৬ নম্বরে। গতবার এ তালিকায় প্রধানমন্ত্রীর অবস্থান ছিল ৫৯তম।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে ফোর্বস ম্যাগাজিনে বলা হয়েছে, ২০০৯ সাল থেকে বিশ্বের অষ্টম জনবহুল (জনসংখ্যা ১৬ কোটি ২০ লাখ) দেশটির নেতৃত্ব দিচ্ছেন তিনি। শেখ হাসিনা ১৯৮১ সাল থেকে আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন। তার বাবা শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জাতির জনক, যিনি ১৯৭৫ সালে হত্যাকাণ্ডের শিকার হন বলেও উল্লেখ করা হয়েছে।

এছাড়া সাম্প্রতিক সময়ে বাংলাদেশে চলমান গুপ্তহত্যার বিষয়টি উল্লেখ করে ফোবর্সে আরও বলা হয়, সম্প্রতি বাংলাদেশে যেসব ‘হেইট ক্রাইম’ ঘটেছে তা মোকাবেলা করার ক্ষমতা শেখ হাসিনার আছে এবং তার সেই ক্ষমতা প্রয়োগ করা উচিৎ। এসব হামলার বিষয়ে শেখ হাসিনার সরকারের নীরবতা এবং এসব ঘটনার সঙ্গে ইসলামী চরমপন্থিরা জড়িত নয় দাবি করার বিষয়টিও সমালোচিত হয়েছে।

সোমবার প্রকাশিত সাময়িকীটির ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় রাষ্ট্র বা সরকার প্রধান রয়েছেন ১১ জন। এর মধ্যে আছেন রাণী এলিজাবেথও। তালিকায় এবারও বিশ্বের শীর্ষ ক্ষমতাধর নারী জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মরকেল। দ্বিতীয় অবস্থান ধরে রেখেছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।

ফোবর্স ম্যাগাজিনে শেখ হাসিনা তালিকায় এবার তৃতীয় স্থানে উঠে এসেছেন গতবার চতুর্থ স্থানে থাকা যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের প্রধান জ্যানেট ইয়েলেন। আর মাইক্রোসফটের মালিক বিল গেইটসের স্ত্রী মেলিন্ডা গেইটস এবার একধাপ পিছিয়ে রয়েছেন চতুর্থ স্থানে। জেনারেল মটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা মেরি টেরেসা বাররা পঞ্চম এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিস্টিনা ল্যাগার্দে আছেন ষষ্ঠ অবস্থানে।

শীর্ষ দশের মধ্যে ঠাঁই পাননি যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মিশেল ওবামা, এবার তার অবস্থান ১৩তম । তালিকায় ১২তম স্থানে রয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জেয়েন হাই।

মার্কিন সাময়িকীটির এ বছরের তালিকায় ফার্স্ট লেডি থেকে শুরু করে আছেন আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান ও বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা। বিনোদন জগতের ব্যক্তিরাও বাদ পড়েননি তালিকা থেকে।

/এমও/এমএসএম /

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ
‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ
নিখোঁজের একদিন পর পুকুর থেকে দুই মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার
নিখোঁজের একদিন পর পুকুর থেকে দুই মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার
জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনকে ঐতিহাসিক দলিল হিসেবে সংরক্ষণ বিষয়ে রুল
জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনকে ঐতিহাসিক দলিল হিসেবে সংরক্ষণ বিষয়ে রুল
ড. মুহাম্মদ ইউনূসকে ডি-লিট ডিগ্রি দিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
ড. মুহাম্মদ ইউনূসকে ডি-লিট ডিগ্রি দিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
সর্বাধিক পঠিত
বিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা
সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগবিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা
রাতে চিয়া বীজ খেলে এই ৬ উপকার পাবেন
রাতে চিয়া বীজ খেলে এই ৬ উপকার পাবেন
বাড়লো স্বর্ণের দাম, বুধবার থেকে কার্যকর
বাড়লো স্বর্ণের দাম, বুধবার থেকে কার্যকর
রাজধানীতে ৩০০ লিমিটেডের যাত্রা শুরু
রাজধানীতে ৩০০ লিমিটেডের যাত্রা শুরু
শেখ হাসিনাকে অবসরে গান শোনাতেন মমতাজ: পাবলিক প্রসিকিউটর
শেখ হাসিনাকে অবসরে গান শোনাতেন মমতাজ: পাবলিক প্রসিকিউটর