X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

আলেমদের ফতোয়ায় সন্তুষ্ট ভারত

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৯ জুন ২০১৬, ২১:১৪আপডেট : ১৯ জুন ২০১৬, ২১:৪৬

সুষমা স্বরাজ বাংলাদেশের আলেমদের জঙ্গিবাদবিরোধী ফতোয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে বলা হয়েছে, বাংলাদেশে অত্যাচারিত হিন্দু-বৌদ্ধদের জন্য ভারতের দরজা খোলা, তবে মুসলমানদের জন্য নয়।
রবিবার দিল্লিতে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বাৎসরিক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
বাংলাদেশ সরকার যেভাবে সংখ্যালঘুদের ওপর আক্রমণ মোকাবিলা করতে চাচ্ছে তাতে পূর্ণ সমর্থনের কথা জানান তিনি।
সুষমা স্বরাজ বলেন, ‘এটা অত্যন্ত খুশির খবর যে, বাংলাদেশের ইসলাম ধর্মীয় নেতারা রীতিমতো ফতোয়া দিয়ে এই ধরনের হামলাকে ইসলামবিরোধী বলে বর্ণনা করেছেন এবং লক্ষাধিক ধর্মীয় নেতা তাতে সইও করেছেন।’
তিনি বলেন, ‘এটা স্বীকার করতেই হবে যে, শেখ হাসিনা সরকার এই হামলাকারীদের বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ নিচ্ছে এবং ইতোমধ্যে বাংলাদেশজুড়ে ৩ হাজারেরও বেশি সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।’
উল্লেখ্য, সাত দিনের বিশেষ অভিযানে প্রায় ১৫ হাজার সন্দেহভাজন গ্রেফতার হলেও তিনি সে সংখ্যা ‘তিন হাজার’ বলে উল্লেখ করেন।



তিনি প্রতিবেশী দেশে নির্যাতিত সংখ্যালঘুদের জন্য ভারতের দরজা সব সময়ই খোলা থাকবে বললেও মুসলমানদের কথা এড়িয়ে গেছেন।

সুষমা বলেন, ‘আমরা নির্যাতিত সংখ্যালঘুদের কথা যখন বলছি, তার মধ্যে কিন্তু হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন এরা সবাই পড়েন। নির্যাতিত সংখ্যালঘু বলতে আমরা শুধু হিন্দুদের কথাই বলছি না। ফলে ভারত যখন শরণার্থীদের জন্য নীতিমালা প্রস্তুত করছে, তখন কিন্তু সেটা আমাদের আশেপাশের প্রতিবেশী দেশ থেকে আসা নির্যাতিত সংখ্যালঘুদের কথা মাথায় রেখেই বানানো হচ্ছে।’

সুষমার সাংবাদ সম্মেলনের অনেক অংশজুড়েই ছিল বাংলাদেশ প্রসঙ্গ। তিনি স্পষ্টভাবেই জানান, বাংলাদেশে হিন্দুদের ওপর সাম্প্রতিক নানা হামলার ঘটনায় ভারত সরকার বিচলিত।

তিনি বলেন, ‘এই হামলাগুলো যেমন দুর্ভাগ্যজনক, তেমনি ভারতের জন্য পীড়াদায়কও বটে।’

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা হাসিনা সরকারের ব্যর্থতা হিসেবে ভারত দেখতে রাজি নয়, উল্লেখ করে তিনি বলেন, ‘দুই দেশের সর্বোচ্চ স্তরে এ বিষয়ে নিয়মিত কথাবার্তা হচ্ছে। বাংলাদেশ সরকার এই হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে কোনও চেষ্টার ত্রুটি রাখছে না। শেখ হাসিনা সত্যিই খুব কঠোর পদক্ষেপ নিচ্ছেন।’ সূত্র: বিবিসি


এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সমঅধিকার পার্টিকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ
বাংলাদেশ সমঅধিকার পার্টিকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ
শান্তিবাড়িতে জামদানি প্রদর্শনী
শান্তিবাড়িতে জামদানি প্রদর্শনী
নির্বাচন হলেই তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন: টুকু
নির্বাচন হলেই তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন: টুকু
জাতীয় সনদ দ্রুত বাস্তবায়ন হোক: সালাহ উদ্দিন
জাতীয় সনদ দ্রুত বাস্তবায়ন হোক: সালাহ উদ্দিন
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘দেশের ৩২টি বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে’
‘দেশের ৩২টি বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে’