X
রবিবার, ১৯ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

এমপিরা প্লট পাচ্ছেন না!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০১৬, ২১:১৫আপডেট : ২২ জুন ২০১৬, ২১:৪৭

মঙ্গলবারই এমপিদের প্লট দেওয়ার ঘোষণা দিয়েছিলেন মোশাররফ হোসেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সোমবার জাতীয় সংসদে এমপিদের নামে ফ্ল্যাটের পাশাপাশি প্লট বরাদ্দের ঘোষণা দেন। কিন্তু একদিন পর বুধবার মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে বলা হয়েছে- ‘সংসদ সদস্যরা আগ্রহী হলেও তাদের জন্য কোনও প্লট বরাদ্দ দেওয়ার সুযোগ নেই।’
বুধবার মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার স. ম. গোলাম কিবরিয়ার পাঠানো ইমেইল বার্তায় বলা হয়েছে, ‘গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়াধীন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ঢাকা শহরে কয়েকটি পরিকল্পিত আবাসিক এলাকা গড়ে তুলেছে। এসব এলাকায় বর্তমানে কোনও আবাসিক প্লট বিক্রি অবশিষ্ট নেই।

অপরদিকে স্বল্প পরিমাণ জমিতে অধিক লোকের বসবাসের সুযোগ সৃষ্টির জন্য উত্তরা তৃতীয় পর্বের ১৮ নম্বর সেক্টর, পূর্বাচল ও ঝিলমিল আবাসিক এলাকায় প্রায় এক লাখ ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে। এসব ফ্ল্যাট সর্বসাধারণের মধ্যে সহনীয় মূল্যে বিক্রি করা হবে।
ফ্ল্যাট বিক্রির ক্ষেত্রে সংসদ সদস্যদের জন্য বিশেষ কোনও সুবিধা বা কোটা রাখা হয়নি। সব শর্ত পূরণ করে যে কোনও সংসদ সদস্য সাধারণ জনগণের মতই এসব ফ্ল্যাট কিনতে পারবেন। যেহেতু এসব ফ্ল্যাট জনগণের মধ্যে বিক্রি করা হচ্ছে, সে হিসেবেই গণপূর্তমন্ত্রী সংসদ সদস্যদেরকে ফ্ল্যাট কেনার জন্য বলেছেন। বিশেষ কোনও সুবিধা বা কোটার আওতায় তারা ফ্ল্যাট পাবেন না।’
বার্তায় আরও বলা হয়, ‘রাজউকের চলমান পরিকল্পিত আবাসিক প্রকল্পে বর্তমানে কোনও অবিক্রিত আবাসিক প্লট নেই। ফলে সংসদ সদস্যরা প্লট কেনায় আগ্রহী হলেও তাদের জন্য কোনও প্লট বরাদ্দ প্রদানের সুযোগ নেই। ভবিষ্যতে রাজউক কোনও আবাসিক এলাকার প্রকল্প গ্রহণ করলে সেখানে সাধারণ জনগণের মত সংসদ সদস্যরাও আবেদন করতে পারবেন। শর্তাবলী পূরণ সাপেক্ষে তারা প্লট গ্রহণের সুযোগ পাবেন। সে ক্ষেত্রে সংসদ সদস্যদের জন্য বিশেষ কোনও সুবিধা রাখা হয় না।

সব শেষে বলা হয়, ‘পূর্বাচল প্রকল্পের শর্তে ঢাকা শহরের আবাসিক ফ্ল্যাটের মালিকরা প্লটের জন্য আবেদন করার সুযোগ পেয়েছিলেন। ফলে ভবিষ্যতে আবাসিক প্লট প্রকল্পে অনুরূপ সুযোগ রাখা হলে, তা শুধু সংসদ সদস্যদের জন্য নয়, সাধারণ জনগণও সে সুযোগ পাবেন। প্রকাশিত সংবাদে ধারণা হয় যে, বিশেষ ব্যবস্থায় সংসদ সদস্যদেরকে প্লট ও ফ্লট বারদ্দ দেওয়া হবে, যা কোনওভাই সঠিক নয় এবং বিভ্রান্তিকর।’

ওএফ/এজে

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের পরিশ্রম ও আত্মত্যাগে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল হয়েছে: আইজিপি
পুলিশের পরিশ্রম ও আত্মত্যাগে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল হয়েছে: আইজিপি
সংকট থেকে উত্তরণে তরুণদের এগিয়ে আসার আহ্বান মেননের
সংকট থেকে উত্তরণে তরুণদের এগিয়ে আসার আহ্বান মেননের
কানে ঝুলছে বাংলাদেশের দুল!
কান উৎসব ২০২৪কানে ঝুলছে বাংলাদেশের দুল!
ধোনি-জাদেজার লড়াই ছাপিয়ে প্লে অফে বেঙ্গালুরু
ধোনি-জাদেজার লড়াই ছাপিয়ে প্লে অফে বেঙ্গালুরু
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?