X
রবিবার, ১৯ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১
সংসদে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

ফ্ল্যাট-প্লট দুটোই পাবেন এমপিরা

বাংলা টিব্রিউন রিপোর্ট
২০ জুন ২০১৬, ১৮:৩২আপডেট : ২০ জুন ২০১৬, ১৮:৪৬

সংসদ রাজধানীতে ফ্ল্যাট ও প্লট দুটোই পাবেন সংসদ সদস্যরা। সোমবার জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের সাধারণ আলোচনায় অংশ নিয়ে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এ কথা জানান।

মোশাররফ হোসেন বলেন, ২০১৮ সালের মধ্যে পূর্বাচল নতুন শহরের কাজ শেষ হবে। অধিক লোকের আবাসন সুবিধার জন্য পূর্বাচলে অংশীদারীত্বের ভিত্তিতে ৬২ হাজার অ্যাপার্টমেন্ট তৈরি করছি। ঝিলমিল আবাসিক প্রকল্পে ইতোমধ্যে ১১ হাজার অ্যাপার্টমেন্ট তৈরি করেছি। এই প্রকল্পও ২০১৭ সালে শেষ হবে। 

তিনি বলেন, উত্তরা আদর্শ প্রকল্পও ২০১৭ সালের মধ্যে সম্পন্ন করার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। এ প্রকল্পের আওতায় ইতোমধ্যে ১৫ হাজার ৩৩৬টি ফ্ল্যাট নির্মাণের কাজ শুরু করেছি। এর মধ্যে ৬ হাজার ৬৩৬টি ফ্ল্যাট নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে আছে। এখনও বিক্রি হয়নি এমন ফ্ল্যাট আছে মাত্র ৫০০-৬০০টি। 

সংসদ সদস্যদের জন্য স্বল্পমূল্য ও বিশেষ সুবিধায় অ্যাপার্টমেন্ট দেওয়ার জন্য প্রস্তাব দিলে উপস্থিত সদস্যরা মন্ত্রীর এ প্রস্তাবের প্রতিবাদ জানান।

পরে মন্ত্রী ঘোষণা দেন, অন্য একটি প্রকল্পের মাধ্যমে তাদের প্লট দেওয়ার ব্যবস্থা হচ্ছে।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার জি টু জি পদ্ধতিতে মালয়েশিয়ার সঙ্গে ৮ হাজার ৪৫১ অ্যাপার্টমেন্ট নির্মাণ করছে। এসব অ্যাপার্টমেন্টে ৪ বছরে অর্ধেক টাকা দিয়ে অ্যাপার্টমেন্ট নেওয়া যাবে। আর বাকি অর্ধেক ১৬ বছরে ৯ শতাংশ সার্ভিস চার্জ হারে পরিশোধ করতে পারবেন।

তিনি বলেন, ‘সংসদ সদস্য আমার কাছে জমি চাচ্ছেন। আমি মনে করি জমি না নিয়ে এই সুযোগ গ্রহণ করুন, অ্যাপার্টমেন্ট নিন।’  মন্ত্রীর এ প্রস্তাবে ‘নো নো’ বলে প্রতিবাদ করেন উপস্থিত সদসরা। এ সময় অবাক হয়ে কিছুক্ষণের জন্য কথা বলা বন্ধ রাখেন মন্ত্রী। পরে ডেপুটি স্পিকারের হস্তক্ষেপে আবারও বক্তৃতা শুরু করেন।

মন্ত্রী বলেন, অ্যাপার্টমেন্ট নেওয়ার পরেও আমি নতুন প্রকল্প নেওয়ার প্রস্তুতি নিচ্ছি। এ নিয়ে অনেক দূর এগিয়ে গেছে। এখানে প্রায় ২ হাজার ২০০ একর জমির ওপর নতুন প্রকল্প গ্রহণ করা হবে। অ্যাপার্টমেন্ট নেওয়ার পরও সেখানে আপনাদের প্লট দেওয়া হবে।

আরও পড়ুন- 

যারা নারী-শিশুদের পুড়িয়ে হত্যা করেছিল তারাই এ অস্ত্র এনেছে: ডিএমপি কমিশনার
তিন মাসেও অধরা তনুর খুনিরা

/পিএইচসি/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সংকট থেকে উত্তরণে তরুণদের এগিয়ে আসার আহ্বান মেননের
সংকট থেকে উত্তরণে তরুণদের এগিয়ে আসার আহ্বান মেননের
কানে ঝুলছে বাংলাদেশের দুল!
কান উৎসব ২০২৪কানে ঝুলছে বাংলাদেশের দুল!
ধোনি-জাদেজার লড়াই ছাপিয়ে প্লে অফে বেঙ্গালুরু
ধোনি-জাদেজার লড়াই ছাপিয়ে প্লে অফে বেঙ্গালুরু
হীরকজয়ন্তীর পর সংগঠনে মনোযোগ দেবে আ.লীগ
হীরকজয়ন্তীর পর সংগঠনে মনোযোগ দেবে আ.লীগ
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?