X
সোমবার, ১৩ মে ২০২৪
২৯ বৈশাখ ১৪৩১

জঙ্গিদের হাতের লেখায় 'জিহাদ'

উদিসা ইসলাম
২৮ জুলাই ২০১৬, ১৫:৩৩আপডেট : ২৮ জুলাই ২০১৬, ২৩:১৬




হাতে লেখা জিহাদের কথা রাজধানীর কল্যাণপুরে ৫ নম্বর সড়কের ছয়তলা ভবনের পঞ্চমতলায় জঙ্গি আস্তানায় জিহাদি বইসহ তাদের নিজেদের হাতের লেখায় জিহাদি কর্মকাণ্ডের বেশকিছু ডকুমেন্ট পাওয়া গেছে। তাদের ব্যবহৃত যেসব ব্যাগ পাওয়া গেছে, তাতে তারা বেশকিছু জায়গায় বিচরণ করতো বলেও সন্দেহ করা হচ্ছে।

ব্যাগে বই থাকার কারণে এ আস্তানাকে গোপন সভাস্থল হিসেবে ব্যবহার করা হতো বলেও মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, হাতের লেখা দেখে মনে হয়, সভা করে নিজেরা কোনও বিষয়ে বোঝাপড়ার জন্য যে লেখালেখি,সেটার নমুনা এটি।

 

উদ্ধারকৃত হাতে লেখা খাতা আস্তানা থেকে ক্যাম্ব্রিয়ান স্কুল ও কলেজের বেশকিছু লিফলেট ও কিছু টেস্ট পেপারও মিলেছে। ক্যাম্ব্রিয়ান স্কুলের লিফলেট জাতীয় কিছু থাকায় প্রশ্ন উঠেছে এদের সাথে সম্পর্ক নিয়েও।



ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের লিফলেট সূত্র জানায়, সেখানে তাদের ব্যবহার্য তেমন কিছু না পেলেও জিহাদি লেখা ও আইএসের পতাকাসহ বেশকিছু অস্ত্র ও গোলাবারুদ পাওয়া গেছে। সেদিনই ছয়টি বোমা নিষ্ক্রিয় করা হয়।

আইএসের পতাকা থাকার বিষয়ে জঙ্গিবাদ নিয়ে গবেষণা করছেন এমন একজন নির্ঝর মজুমদার বলেন, গুলশানের ঘটনায় আইএসের প্রধান নিউজ এজেন্সি আমাক,আইএসের ম্যাগাজিন দাবিক-এ প্রকাশিত ছবি ও কল্যাণপুরের ঘটনায় প্রকাশিত ছবিগুলোর মধ্যে উপকরণগত প্রচুর মিল লক্ষ্যণীয়।

 

কথিত আইএসের আদলে তৈরি পতাকা তিনি বলেন, আগে প্রকাশিত ছবিগুলোতে জঙ্গিদের ব্যবহৃত পোশাক, মাথার স্কার্ফ, পেছনের পতাকার ব্যাকগ্রাউন্ডের মিল পাওয়া যায়। এদের মধ্যে নিহত সাজাদ রউফ অর্ক আর নিবরাস মালয়েশিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকে পরিচিত এবং পরবর্তীতে বন্ধু বলে জানা গেছে। ফলে, আস্তানার জিনিসগুলোর সাথে গুলশানের জঙ্গিদের প্রত্যক্ষ যোগাযোগ এখন স্পষ্ট বলেই মনে হয়।

সেখানে আবু আকীবের অনূদিত বই উদ্ধার করেছে পুলিশ। আবু আকীব জান্নাতের বর্ণনা, জাহান্নামের বর্ণনা ও ইসলামের বেশকিছু বই অনুবাদ করেছেন।




জঙ্গিদের ব্যবহৃত বই খাতা নির্ঝর মজুমদার এ বিষয়ে বাংলা ট্রিবিউনকে বলেন, যে সাযুজ্য লক্ষ করা যায়, তাতে এটা অনুমান করা অমূলক নয় যে, এদের সাথে আগের ঘটনাগুলোতে নিহত ও জড়িত জঙ্গিদের প্রত্যক্ষ সম্পর্ক ছিল।

ছবি ও উদ্ধারকৃত ডকুমেন্ট বিশ্লেষণের মাধ্যমে আগের ঘটনাগুলোর সাথে কল্যাণপুরের জঙ্গিদের সম্পৃক্ততা কতদূর রয়েছে, সেগুলো খোঁজার জন্য এই ব্যাপারগুলো গুরুত্বপূর্ণ ঈঙ্গিত পাওয়া যাবে বলে মনে করেন তিনি।

উল্লেখ্য, গত সোমবার রাতে রাজধানীর কল্যাণপুরের জাহাজ বিল্ডিং নামে এক মেসবাড়িতে পুলিশের অভিযানে নয় জঙ্গি নিহত হন। অপারেশন স্টর্ম-২৬ নামে ঘণ্টাব্যাপী এ অভিযান চলে। জঙ্গি আস্তানায় বিস্ফোরক, অস্ত্র, কথিত আই্এসের আদলে তৈরি পতাকা, কাপড়, পাঞ্জাবি, অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, জঙ্গিরা বড় ধরনের নাশকতার পরিকল্পনা করেছিল। তাদের সেই প্রস্তুতি নস্যাৎ করে দেওয়া হয়েছে।

/ইউআই/এবি/

আরও পড়ুন


নিহত জঙ্গিরা বেসরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক
মর্গে লাশ দেখে গেলেন অর্কের পরিবার, নিশ্চিত হবেন ডিএনএ টেস্টের পরই

বিএনপির সঙ্গে জঙ্গিদের গোপন যোগসূত্র আছে কিনা দেখতে হবে: প্রধানমন্ত্রী

সম্পর্কিত
সর্বশেষ খবর
পা দিয়ে লিখেই ‘এ মাইনাস’ পেলো সিয়াম শেখ
পা দিয়ে লিখেই ‘এ মাইনাস’ পেলো সিয়াম শেখ
রোহিঙ্গা সংকট সমাধানের উপায় খুঁজতে আশ্রয় শিবিরে সংসদীয় স্থায়ী কমিটি
রোহিঙ্গা সংকট সমাধানের উপায় খুঁজতে আশ্রয় শিবিরে সংসদীয় স্থায়ী কমিটি
আইনের শাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা ব্যাপক: তথ্য প্রতিমন্ত্রী
আইনের শাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা ব্যাপক: তথ্য প্রতিমন্ত্রী
মানুষের কাছে সঠিক খবর পৌঁছে দিতে বাংলা ট্রিবিউনের প্রচেষ্টা প্রশংসনীয়: স্পিকার
মানুষের কাছে সঠিক খবর পৌঁছে দিতে বাংলা ট্রিবিউনের প্রচেষ্টা প্রশংসনীয়: স্পিকার
সর্বাধিক পঠিত
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে সুপারিশ আর কার্যকর নেই: শিক্ষামন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে সুপারিশ আর কার্যকর নেই: শিক্ষামন্ত্রী
পাস করা ছাত্রছাত্রীদের ডিপ্লোমায় ভর্তির আহ্বান শিক্ষামন্ত্রীর
পাস করা ছাত্রছাত্রীদের ডিপ্লোমায় ভর্তির আহ্বান শিক্ষামন্ত্রীর
বোন রেহানাকে নিয়ে নিক্সন চৌধুরীর বাসায় শেখ হাসিনা
বোন রেহানাকে নিয়ে নিক্সন চৌধুরীর বাসায় শেখ হাসিনা
ঈদের পর শনিবার স্কুল খোলা থাকছে না
ঈদের পর শনিবার স্কুল খোলা থাকছে না
মধ্যপ্রাচ্যে এরদোয়ানের দ্বৈত খেলা: ফিলিস্তিনের প্রশংসা করে ইসরায়েলকে সহায়তা
মধ্যপ্রাচ্যে এরদোয়ানের দ্বৈত খেলা: ফিলিস্তিনের প্রশংসা করে ইসরায়েলকে সহায়তা