X
শনিবার, ১০ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

‘কল্যাণপুরে নিহত ৯ জঙ্গির একজন ছিল লিবিয়ায়’

আমানুর রহমান রনি
০২ আগস্ট ২০১৬, ১১:১৪আপডেট : ০২ আগস্ট ২০১৬, ১২:১১

আবু নাঈম হাকিম কল্যাণপুর জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে নিহত ৯ জঙ্গির মধ্যে একজন লিবিয়াতে ছিল। তার নাম আবু নাঈম হাকিম। তবে সেখানে সে কোনও আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছিল কিনা তা জানা যায়নি। অপর আটজন বিদেশে দেশে ছিল কিনা তাও খুঁজে দেখছে পুলিশ।

সোমবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘কল্যাণপুরে নিহত ৯ জঙ্গি একজন নাঈম। তার বাড়ি টাঙ্গাইলে। ২০০৯ সালে সে লিবিয়াতে ছিল। তার আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সঙ্গে কোনও সম্পর্ক আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। অপর আটজঙ্গি কোনও দেশে গিয়েছিল কিনা তা এখনও জানা যায়নি। তবে তাদের বিষয়েও খোঁজ খবর নেওয়া হচ্ছে।’

২৫ জুলাই রাতে কল্যাণপুরের ৫ নম্বর সড়কের ৫৩ নম্বর ‘তাজ মঞ্জিলে’ অভিযান চালিয়ে একটি জঙ্গি আস্তানার সন্ধান পায় পুলিশ। জঙ্গিরা পুলিশকে প্রতিরোধ করলে ২৬ জুলাই ভোর ৫টা ৫১ মিনিটে পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াতের নেতৃত্বে এক ঘণ্টার অভিযান চালানো হয়। এতে আস্তানায় ৯ জঙ্গি নিহত হয়। এছাড়া, পালিয়ে যাওয়ার সময় রাকিবুল হাসান ওরফে রিগ্যান নামে একজনকে আহত অবস্থায় গ্রেফতার করে পুলিশ। অন্য একজন পালিয়ে যায়।

নিহত ৯ জঙ্গির মধ্যে ৮ জনের পরিচয় নিশ্চিত হয়েছে পুলিশ। তারা হলো দিনাজপুরের আব্দুল্লাহ ওরফে মোতালেব, টাঙ্গাইলের আবু হাকিম ওরফে নাঈম, ঢাকা ধানমণ্ডির তাজ-উল-রাশিক, গুলশানের আকিফুজ্জামান, সাতক্ষীরা মতিয়ার রহমান, নোয়াখালীর জোবায়ের হোসেন, ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার সাজাদ রউফ ওরফে অর্ক ও রংপুরের রায়হান কবির ওরফে তারেক। নিহত অপর একজনের পরিচয় এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।

পুলিশ জানিয়েছে, নাঈমের বাড়ি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল গ্রামে। ২০১১ সালে সে লিবিয়া থেকে দেশে ফেরত এসে টাঙ্গাইলে একটি মাদ্রাসা চালু করে। কিন্তু সেখানে তার সন্দেহভাজন শিক্ষা ব্যবস্থা দেখে স্থানীয়রা তাকে এলাকা থেকে বিতাড়িত করে। এরপর ২০১৩ সালে সে বাড়ি থেকে চলে যায়। পটুয়াখালীর কলাপাড়াতে সে আত্মগোপনে থেকেই জঙ্গি কার্যক্রম চালিয়েছে।

মনিরুল ইসলাম বলেন, ‘নাঈম লিবিয়াতে কোনও জঙ্গি সংগঠনের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পটুয়াখালীতে কি কাজ করত, কাদের সঙ্গে তার সম্পর্ক ছিল, সেখানে বসে কোথায় কোথায় বৈঠক করত, এসব বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।’

আরও পড়ুন: হাসনাত করিম-তাহমিদ নাগালের মধ্যেই আছেন, প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করা হবে: মনিরুল

/এআরআর/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
চলচ্চিত্র পরিচালক সমিতির নেতৃত্বে দুই শাহীন!
চলচ্চিত্র পরিচালক সমিতির নেতৃত্বে দুই শাহীন!
শনিবার সারা দেশে গণজমায়েতের ডাক হাসনাতের
শনিবার সারা দেশে গণজমায়েতের ডাক হাসনাতের
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৭ কিলোমিটার যানজট
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৭ কিলোমিটার যানজট
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের