X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

ব্যাচেলরদের পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০১৬, ২২:১২আপডেট : ০৫ আগস্ট ২০১৬, ২২:২৪

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাচেলরদের কাছে বাসা ভাড়া না দেওয়ার ঢালাও সিদ্ধান্ত থেকে সরে আসতে বাড়িওয়ালাদের অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। শুক্রবার নিজের ফেসবুক পেজে এক মন্তব্যে (স্ট্যাটাস) এই অনুরোধ জানান তিনি।
শাহরিয়ার আলম ফেসবুকে লিখেছেন, ‘এই ঢাকা শহরে মাথা গোঁজার ঠাঁই খুঁজতে আমাকেও অনেক হয়রানি সহ্য করতে হয়েছে। বাড়িওয়ালাদের উদ্দেশে অনুরোধ, ঢালাওভাবে ব্যাচেলরদের বাড়ি ভাড়া দেওয়া বন্ধ করবেন না। জঙ্গি সন্দেহে যদি এটা করেন, তাহলে মনে রাখবেন বিবাহিত মানুষও জঙ্গির খাতায় নাম লিখিয়েছে, সম্ভবত শিশুসহ! কেউ আপনাদের হয়রানি করবে না, যদি আপনারা সব তথ্য সংগ্রহ করে নিকটস্থ থানায় দিয়ে থাকেন। এই তথ্য সংগ্রহ সর্বক্ষেত্রেই প্রযোজ্য।’
দেশে সাম্প্রতিক সন্ত্রাসী ও জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাচেলরদের বাসায় পুলিশের তল্লাশি বেড়েছে। এ অবস্থায় ‘হয়রানি’ এড়াতে অনেক বাড়িওয়ালাই ব্যাচেলরদের বাসা ভাড়া না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তের কারণে বিড়ম্বনায় পড়েছেন অনেক ব্যাচেলর। এ অবস্থায় ব্যাচেলরদের পক্ষে দাঁড়ালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
ফেসবুকে তার এই পোস্টের জন্য অনেকেই ধন্যবাদ জানিয়েছেন। কেউ কেউ বলছেন, সরকারিভাবে ব্যবস্থা নিতে। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পোস্টে টিআই হিমেল নামের একজন লিখেছেন, ‘পুলিশি ঝামেলা এড়াতেই বাড়ির মালিকরা এটা করছেন প্রতিমন্ত্রী। তাই সরকারি হস্তক্ষেপ থাকলে ভালো হয়।’
ব্যাচেলরদের-পক্ষে-ফেসবুকে-পররাষ্ট্র-প্রতিমন্ত্রীর--স্ট্যাটাস প্রতিমন্ত্রীর এই পোস্টে এক ঘণ্টার মধ্যেই এক হাজারের বেশি মানুষ লাইক দিয়েছেন। শতাধিক মানুষ তার এই পোস্ট শেয়ার করেছেন। হুমায়ুন এ আবরার নামের একজন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পোস্ট শেয়ার করে লিখেছেন, ‘মূর্খ বালক, পথ তো তোমার শেষ হয়নি...চলো, এগিয়ে যাই। একটু সাহস পাইলাম আর অনেকখানি শক্তি পেলাম। যেখানে খোদ প্রতিমন্ত্রী মহোদয় পর্যন্ত ভুগিয়াছেন আর আমি তো...মনে হইতাছে ভবিষ্যৎ উজ্জ্বল; আর ফকফকা (যদি বাড়িওয়ালা আর প্রশাসন হেল্প করে) আল্লাহ রাব্বুল আলামিন নির্ভেজাল ব্যাচেলরদের সহায় হউন।’

এদিকে ব্যাচেলরদের আবাসন-ভোগান্তির প্রতিবাদে একটি বালিশসহ জাতীয় প্রেসক্লাবের সামনে আগামী ১১ আগস্ট ‘প্রতীকী প্রতিবাদ অবস্থান কর্মসূচি’ পালন করবে ভাড়াটিয়া পরিষদ।

আরও পড়তে পারেন: গুলশান হামলার পর নেপালিদের বাসা ছাড়তে বলা হয়েছিল

/সিএ/এআরএল/-আপ এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১৬
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১৬
চট্টগ্রাম ডিআইজি অফিসের সামনে বিক্ষোভ, পটিয়ায় অবরোধকারীদের সঙ্গে কথা বলছে সেনাবাহিনী
চট্টগ্রাম ডিআইজি অফিসের সামনে বিক্ষোভ, পটিয়ায় অবরোধকারীদের সঙ্গে কথা বলছে সেনাবাহিনী
৫ আগস্ট সাধারণ ছুটির প্রজ্ঞাপন জারি
৫ আগস্ট সাধারণ ছুটির প্রজ্ঞাপন জারি
ইউক্রেনে কিছু অস্ত্রের সরবরাহ স্থগিত করলো যুক্তরাষ্ট্র
ইউক্রেনে কিছু অস্ত্রের সরবরাহ স্থগিত করলো যুক্তরাষ্ট্র
সর্বাধিক পঠিত
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
ঢাকা সিটি কলেজক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি