X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ইউটার্ন তুরস্কের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০১৬, ২৩:০১আপডেট : ১৬ আগস্ট ২০১৬, ২৩:৩৭


তুরস্কের রাষ্ট্রদূত দেউরিম ওজতুর্ক বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ইউটার্ন নিয়েছে তুরস্ক। তারা এখন বলছে, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে সে দেশের হস্তক্ষেপের কোনো ইচ্ছে নেই। অথচ এর আগে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিতদের ফাঁসির বিরোধিতা করে বিবৃতি দিয়েছিল দেশটি।

মঙ্গলবার (১৬ আগস্ট) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তুরস্কের রাষ্ট্রদূত এমন মনোভাবই ব্যক্ত করেন।

ঢাকায় নিযুক্ত ওই দেশের রাষ্ট্রদূত দেউরিম ওজতুর্ক বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের কোনও ইচ্ছা তুরস্কের নেই। সংবাদসম্মেলনে যুদ্ধাপরাধীদের বিচার ও ফাঁসি না করা সম্পর্কে তার দেশ থেকে বিভিন্ন সময়ে আসা অনুরোধের বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে জবাবে তিনি এ সব কথা বলেন।

ওজতুর্ক বলেন, আমরা মৃত্যুদণ্ডের বিরোধী। এজন্যই আমরা বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিচার বিষয়ে বিবৃতি দিয়েছিলাম।

তুরস্কে গত ১৫ জুলাই একটি ব্যর্থ সামরিক অভ্যুত্থানের বিষয়ে জানানোর জন্য এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

জামায়াতে ইসলামীর প্রতি তুরস্কের সহানুভূতি আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পর্ক রাখার ক্ষেত্রে আমাদের (তুরস্কের কূটনীতিকদের) কোনও বৈষম্য নেই। আমার সঙ্গে জামায়াতের কোনও সম্পর্ক নেই। কিন্তু যতক্ষণ পর্যন্ত জামায়াত একটি আইনগত বৈধ দল, ততক্ষণ পর্যন্ত তাদের সঙ্গে সম্পর্ক রাখার ক্ষেত্রে কোনও বৈষম্য নেই।

বাংলাদেশে কর্মরত তুরস্কের তিন কূটনীতিককে দেশে ডেকে পাঠানোর বিষয়ে জানতে চাইলে রাষ্ট্রদূত দেউরিম ওজতুর্ক বলেন, তাদের মধ্যে একজন তুরস্কে ফেরত গেছেন। বাকি দুইজন কোথায় সে বিষয়ে তারা কিছু জানেন না। ওজতুর্ক বলেন, আমরা সন্দেহ করছি, এই তিন কূটনীতিক ব্যর্থ অভ্যুত্থানের সঙ্গে জড়িত। কিন্তু তাদের বিরুদ্ধে কোনও অভিযোগ আনা হয়নি। তাদের শুধু তুরস্কে ডেকে পাঠানো হয়েছে।

/এসএসজেড/এফএস/টিএন/এবি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেখ হাসিনার লড়াইয়ের গল্প বিশ্বের কাছে তুলে ধরতে হবে: তথ্য প্রতিমন্ত্রী
শেখ হাসিনার লড়াইয়ের গল্প বিশ্বের কাছে তুলে ধরতে হবে: তথ্য প্রতিমন্ত্রী
পাঞ্জাবকে হারিয়ে শীর্ষ দুইয়ে থাকার আশা বাঁচিয়ে রাখলো হায়দরাবাদ
পাঞ্জাবকে হারিয়ে শীর্ষ দুইয়ে থাকার আশা বাঁচিয়ে রাখলো হায়দরাবাদ
প্রচণ্ড গরমে এক স্কুলের ২২ ছাত্রী অসুস্থ
প্রচণ্ড গরমে এক স্কুলের ২২ ছাত্রী অসুস্থ
ছাত্রদের সঙ্গে বিকৃত যৌনাচারের অভিযোগে শিক্ষক গ্রেফতার
ছাত্রদের সঙ্গে বিকৃত যৌনাচারের অভিযোগে শিক্ষক গ্রেফতার
সর্বাধিক পঠিত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক