X
বুধবার, ১৫ মে ২০২৪
১ জ্যৈষ্ঠ ১৪৩১
রিশা হত্যাকাণ্ড

মন্ত্রী যদি বিচার চায়, আমরা কার কাছে যাব!

জাকিয়া আহমেদ
৩০ আগস্ট ২০১৬, ০৬:০৯আপডেট : ৩০ আগস্ট ২০১৬, ০৯:৫৭
image

‘তিনি মন্ত্রী মানুষ, তিনি আমাদের আশ্বাস দেবেন কিন্তু সরকারের একজন মন্ত্রী যদি আমাদের মতো এসে বিচার দাবি করেন, তাহলে আমরা কোথায় যাব, কার কাছে বিচার চাইব?’ ক্ষোভের সঙ্গে বাংলা ট্রিবিউনকে কথাগুলো বলেন উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ-এর অভিভাবক ফোরামের সদস্য সচিব আঞ্জুমান আরা। এদিকে, রিশার হত্যাকারী ওবায়দুলকে ধরিয়ে দিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকেও আহবান জানানো হয়েছে।

উইলস লিটন ফ্লাওয়ার স্কুলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

উল্লেখ্য, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ-এর অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুরাইয়া আক্তার রিশা হত্যাকাণ্ডের ঘটনায় ২৯ আগস্ট (সোমবার) শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উপস্থিত হন স্কুল প্রাঙ্গনে। সেখানে তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমি এ বিষয়ে যোগাযোগ করে এসেছি। আমিও এই হত্যার বিচার চাই। অবিলম্বে ঘাতক ওবায়দুলকে গ্রেফতার করে কাঠগড়ায় দেখতে চাই।’ তিনি আরও বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছি, সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান ও পরিবারের দাবি – খুনির বিচার। এটা অবিলম্বে কার্যকর করতে হবে। তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

মন্ত্রীর এ বক্তব্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় স্কুল প্রাঙ্গনে। আঞ্জুমান আরা বলেন, ‘তার কাছে আশ্বাস চেয়েছিলাম। শিক্ষামন্ত্রী সরকারের একজন প্রভাবশালী ব্যক্তি, তার মুখে আমাদের মতো সাধারণ মানুষের মতো বিচার চাওয়ার কথা শোভা পায় না।’

মানববন্ধন

এদিকে, রিশার হত্যাকারী ওবায়দুল খানকে ধরিয়ে দিতে তথ্য দেওয়ার আহবান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মেট্রোপলিটন পুলিশের পোর্টাল ডিএমপি নিউজের ওয়েবসাইটে বলা হয়েছে, ‘থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশও তাকে ধরার জন্য অভিযান অব্যাহত রেখেছে। কেউ যদি ওবায়দুলের বর্তমান অবস্থান জেনে থাকেন, তাহলে মেট্রোপলিটন পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজের ইনবক্সে তথ্য দিতে অনুরোধ করা হলো। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অফিসিয়াল ফেসবুক ঠিকানা, facebook.com/dmpdhaka/’

ওবায়দুলকে ধরিয়ে দিতে জনগণের প্রতি আহবান জানিয়েছেন শিক্ষামন্ত্রীও। তিনি বলেন, ‘ঘাতক ওবায়দুলের ছবি গণমাধ্যমে এসেছে। সে এখন আর অপরিচিত নয়। তাকে যে যেখানে দেখবেন, সেখানেই আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দিয়ে তাকে ধরিয়ে দেবেন।’

সহপাঠীরা রিশা হত্যার বিচার দাবি করছে

স্কুল প্রাঙ্গনে উপস্থিত নিহত রিশার বাবা মো. রমজান হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রিশার হত্যাকারীকে ধরিয়ে দেওয়ার দায়িত্ব যদি মন্ত্রী গণমানুষের হাতে দিয়ে দেন, তাহলে সরকারের কাজ কী?’ সরকারের দায়িত্ব না নেওয়ার বিষয়টিকেও প্রশ্নবিদ্ধ করেন তিনি। ‘আমি মেয়ে হারিয়েছি, কিন্তু এ হত্যাকাণ্ডের জন্য কি কেবল আমরাই দায়িত্ব পালন করবো, এটা কি শুধুমাত্র আমাদেরই দায়িত্ব?’ বলে ক্ষোভ প্রকাশ করেন রমজান হোসেন।  

রিশার ঘাতক ওবায়দুল খানের বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

রিশার স্কুলের দুজন সিনিয়র শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যা করার সব তো আমরাই করছি সেই ঘটনার দিন থেকে। ওবায়দুলের ছবি গণমাধ্যমে এসেছে, তারপরও কেন তাকে গ্রেফতার করা যাচ্ছে না? ওবায়দুল কি পুলিশের চেয়েও শক্তিশালী?’ অপরাধীদের বিচারের আওতায় না আনতে পারার বিষয়টিকে তুলে ধরে তারা বলেছে, ‘তনু হত্যার বিচার যদি হতো, তাহলে আজকে আমাদের রিশাকে হারাতে হতো না, অপরাধীরা বারবার পার পেয়ে যায় বলেই পুনরায় অপরাধ সংঘটিত হয়।’

আইসিইউতে রিশা

প্রসঙ্গত, বুধবার (২৪ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের সামনেই একটি টেইলার্সের কাটিং মাস্টার ওবায়দুল খান ছুরিকাঘাত করে রিশাকে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চারদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে রবিবার (২৮ আগস্ট) রিশা মারা যায়।

আরও পড়ুন: ছুরিকাহত রিশার সঙ্গে যে আচরণ ছিল স্কুল কর্তৃপক্ষের

/এসএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নিগারদের সঙ্গে ডোনাল্ড লুর ‘ক্রিকেট আড্ডা’
নিগারদের সঙ্গে ডোনাল্ড লুর ‘ক্রিকেট আড্ডা’
আকাশ কালি দাসকে ‘পাখিবন্ধু’ পদক দিলো অ্যাপস
আকাশ কালি দাসকে ‘পাখিবন্ধু’ পদক দিলো অ্যাপস
আশঙ্কাজনক অবস্থা স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর
আশঙ্কাজনক অবস্থা স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর
ফের হিট অ্যালার্ট জারি
ফের হিট অ্যালার্ট জারি
সর্বাধিক পঠিত
নিজের বাসায় পরীক্ষা নিয়েছিলেন কর কর্মকর্তা!
নিয়োগ বাণিজ্য করে কোটি টাকা আত্মসাৎনিজের বাসায় পরীক্ষা নিয়েছিলেন কর কর্মকর্তা!
একীভূত হতে পারে কেউ পাস না করা শিক্ষাপ্রতিষ্ঠান
একীভূত হতে পারে কেউ পাস না করা শিক্ষাপ্রতিষ্ঠান
যে কারণে রাজশাহীর তিন প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী ফেল
যে কারণে রাজশাহীর তিন প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী ফেল
ঢাকায় চলবে না ব্যাটারিচালিত রিকশা
ঢাকায় চলবে না ব্যাটারিচালিত রিকশা
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ