X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দেবে ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস

তানভীর আহমেদ, লন্ডন
১৮ নভেম্বর ২০১৬, ০৯:৩৮আপডেট : ১৮ নভেম্বর ২০১৬, ০৯:৩৮

ওয়েলসে পড়ার সুযোগ ব্রিটেনের ওয়েলসে পড়তে আসা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তি ও কাজের সুযোগ সৃষ্টি করার উদ্যোগ নিয়েছে ওয়েলস বাংলাদেশ চেম্বার অব কমার্স। ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলসের সঙ্গে পার্টনারশিপ প্রোগ্রামের আওতায় এই সুযোগ পাবেন বাংলাদেশি শিক্ষার্থীরা।

বাংলাদেশের যেসব শিক্ষার্থী ব্রিটেনে পড়তে আসেন তাদের অধিকাংশই লন্ডনের উচ্চ টিউশন ফি'র কারণে সমস্যায় পড়েন। তাছাড়া লন্ডনে পার্ট টাইম কাজ খুঁজতে গিয়েও নানা অসুবিধার সম্মুখীন হয়ে থাকেন ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা। ওয়েলস বাংলাদেশ চেম্বার অব কমার্সের চেয়ারম্যান দিলাবর এ হুসাইন বলেন, ‘বাংলাদেশ থেকে আসা ব্রিটেনে পড়তে আসলে অধিকাংশ শিক্ষার্থীই লন্ডন বা ইংল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে ভর্তির ইচ্ছা পোষণ করেন। কিন্তু তারা যদি ওয়েলসের বিশ্ববিদ্যালয় পছন্দ করে তাহলে অপেক্ষাকৃত কম টিউশন ফি'তে ব্রিটেইনের ডিগ্রি অর্জন করতে পারবেন।’ ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস

তিনি আরও জানান, ব্রিটেনে পড়তে এসে শিক্ষার্থীরা বাড়ি ও পার্ট টাইম চাকরি খুঁজতে গিয়ে যেসব বিড়ম্বনার মুখমুখি হয়ে থাকেন, ওয়েলস বাংলাদেশ চেম্বার অব কমার্সের শক্তিশালী বিজনেস নেটওয়ার্কের মাধ্যমে তারা এধরণের প্রাথমিক অসুবিধা কাটিয়ে উঠতে পারবেন।’ 

ওয়েলস বাংলাদেশ চেম্বারের সেক্রেটারি মাহবুব নূর ম্যাবস বলেন, ‘চেম্বারের যে সব ব্যবসায়ী উদ্যোক্তা রয়েছেন তাদের সঙ্গে শিক্ষার্থীদের নেটওয়ার্কিং ইভেন্টের মাধ্যমে শিক্ষার্থীরা ইউকে, ইউরোপ ও দুবাইয়ের ব্যবসায়ী উদ্যোক্তাদের সঙ্গেও পরিচিত হওয়ার সুযোগ পাবেন। পরবর্তীতে যা শিক্ষার্থীদের কাজের সুযোগ সৃষ্টি করবে।’ ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস

ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলসের রিজিওনাল ম্যানেজার রেজাউল করিম জানিয়েছেন, বাংলাদেশ থেকে ওয়েলসে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বছরে ২ হাজার ৫শ পাউন্ড করে তিন বছরে ৭ হাজার ৫শ পাউন্ড স্কলারশিপ পাওয়ার সুযোগ রয়েছে। স্নাতকোত্তর পর্যায়ে ইন্টারন্যাশাল শিক্ষার্থীদের জন্যও এই বিশ্ববিদ্যালয়ে বৃত্তির সুযোগ রয়েছে।

ওয়েলসের রাজধানী কার্ডিফের ইউনিভার্সিটি হলে অনুষ্ঠিত বিজনেস নেটওয়ার্কিং অনুষ্ঠানে বাংলাদেশ থেকে ওয়েলসে পড়তে আসা শিক্ষার্থীরা ছাড়াও উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসের ইন্টারন্যাশনাল রিক্রু্টমেন্ট অ্যান্ড অ্যাডমিশন হেড  ববি মেহতা ও ওয়েলস বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রতিনিধিরা।

আরও পড়ুন- 

যেভাবে ভিটেমাটি হারাচ্ছেন সাঁওতালরা
গ্রাহক ভোগান্তি লাঘবে মোবাইল ফোনের ‘প্যাকেজ’ কমানোর পরিকল্পনা

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
উত্তরা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
উত্তরা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
চট্টগ্রামে লরি চাপায় মৃত্যু বেড়ে তিন
চট্টগ্রামে লরি চাপায় মৃত্যু বেড়ে তিন
রাজধানীতে রিকশাচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
রাজধানীতে রিকশাচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
স্ত্রীর সঙ্গে ঝগড়া, স্বামীর লাশ উদ্ধার
স্ত্রীর সঙ্গে ঝগড়া, স্বামীর লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?