X
মঙ্গলবার, ২১ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

‘বঙ্গবন্ধু বেঁচে থাকলে ২৫ বছর আগেই বাংলাদেশ উন্নত দেশ হতো’

বাংলা ট্রিবিউন ডেস্ক
১০ জানুয়ারি ২০১৭, ১৬:৩৯আপডেট : ১০ জানুয়ারি ২০১৭, ১৭:২১



প্রধানমন্ত্রী শেখ হাসিনা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে ২৫/৩০ বছর আগেই বাংলাদেশ উন্নত দেশ হতো বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিন।

মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শেখ হাসিনা বলেন, ‘জাতির পিতার ডাকে সারা দিয়ে দেশের মানুষ অস্ত্র হাতে নিয়ে নয় মাস যুদ্ধ করে দেশকে শত্রুমুক্ত করেছিল। ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণের নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করেছিল এ দেশের জনগণ। ৩২ নম্বরের বাসা থেকে বঙ্গবন্ধু যেসব নির্দেশ দিতেন, তা জনগণ মেনে নিতো। কিন্তু ১৯৭১ সালের ২৫ মার্চ হানাদার বাহিনী এদেশে গণহত্যা শুরু করে। ২৬ মার্চ বঙ্গবন্ধু দেশের স্বাধীনতার ঘোষণা করে দেশকে শত্রুমুক্ত করার আহ্বান জানান। তার ডাকেই সাড়া দিয়ে যুদ্ধ করে এদেশের মানুষ দেশকে স্বাধীন করে। এই মাঠেই হানাদার বাহিনী আত্মসমর্পণ করেছিল।’

তিনি আরও বলেন, ‘পাকিস্তান হানাদার বাহিনী জাতির পিতাকে গ্রেফতার করে হত্যা করতে চেয়েছিল। কিন্তু জনগণের চাপে তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল তারা। পরে ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু মুক্তি পেয়ে প্রথমে সোহরাওয়ার্দী উদ্যানে এসেছিলেন। আমরা সাবাই সেদিন এখানে এসেছিলাম।’

প্রধানমন্ত্রী বলেন, এই উদ্যানেই বঙ্গবন্ধু কীভাবে একটি স্বাধীন দেশকে উন্নত দেশে পরিণত করা যায়, তার পরিকল্পনা ঘোষণা করেছিলেন। তিনি ভাষণে বলেছিলেন, ‘আমার দেশের প্রতিটি মানুষ খাদ্য, আশ্রয় পাবেন, উন্নত জীবন পাবেন , এই আমার স্বপ্ন।’

তিনি আরও  বলেন, ‘সদ্য স্বাধীন ও বিধ্বস্ত একটি বাংলাদেশের মানুষ জাতির পিতার নেতৃত্বে নতুন করে বাঁচতে শিখেছিল। যখন মানুষ দেশকে উন্নত করতে কাজ শুরু করে, তখন বঙ্গবন্ধুকে নির্মমভাবে  স্বপরিবারে হত্যা করা হয়। আমি আর ছোট বোন বিদেশে অবস্থান করায় বেঁচে গিয়েছিলাম। বঙ্গবন্ধুর মৃত্যুর পর  দেশে হত্যা, ক্যু ও সংবিধান লঙ্ঘন করে ক্ষমতায় যাওয়ার প্রতিযোগিতা শুরু হয়। মুক্তিযুদ্ধে যারাই গণহত্যা করেছিল, মা-বোনের সম্ভ্রম নষ্ট করেছিল,তারাই এদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করেছিল। বঙ্গবন্ধু যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছিলেন। কিন্তু ১৫ আগস্টের পর সেই যুদ্ধাপরাধীদের মুক্তি দেওয়া হয়। আর সেসব স্বাধীনতাবিরোধী, যুদ্ধাপরাধীদের মন্ত্রী ও উপদেষ্টা বানানো হয়। ফলে বাংলাদেশে জাতির পিতার নেতৃত্বে যে উন্নয়ন শুরু হয়েছিল তা থমকে যায়।’

শেখ হাসিনা বলেন, ‘জিয়াউর রহমান প্রতিরাতে কারফিউ জারি করে দেশ চালাতো। মানুষ স্বাধীনভাবে চলার অধিকার হারিয়ে ফেলে। মেধাবী ছাত্রদের হাতে অস্ত্র ও অর্থ তুলে দিয়ে পেটোয়া  বাহিনী তৈরি করে, তাদের রাজনৈতিক অভিলাষ চরিতার্থ করে। এভাবে দেশের সব ধ্বংসের দিকে নিয়ে যায়। ১৯৭৫ সালের পর যারাই ক্ষমতায় এসেছে তারা নিজেদের স্বার্থ রক্ষা, অর্থবিত্ত বানিয়েছে। দেশের মানুষকে কিছুই দেয়নি। জাতিকে মাথা উঁচু করতে দেয়নি। কারণ তারা বাংলাদেশে থাকলেও পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করতো।  ইতিহাস থেকে তারা বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার চেষ্টা করে। মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার চেষ্টা করে। বাংলার মানুষ কখনও অন্যায় মেনে নেয়নি। ফলে তাদের উদ্দেশ্য সফল হয়নি।’

তিনি আরও বলেন, ‘দেশ স্বাধীন হওয়ার ২১ বছর পর আওয়ামী লীগ সরকার গঠন করে। সেই সময় থেকে আমরা দেশের আর্থ-সামাজিক উন্নয়নের কাজ শুরু করি। প্রতিটি মানুষের মুখে অন্ন তুলে দিতে সক্ষম হয়েছি। যারা হতদরিদ্র তাদের মুখে খাবার তুলে দিতে সক্ষম হয়েছি।’

/এসএনএইচ/ এপিএইচ/
আরও পড়ুন: নির্বাচনকালীন সরকার গঠনের প্রস্তাব জামায়াতের

সম্পর্কিত
সর্বশেষ খবর
২০ ঘণ্টা পর মুক্ত সৈয়দপুরের সেই উপজেলা চেয়ারম্যান প্রার্থী
২০ ঘণ্টা পর মুক্ত সৈয়দপুরের সেই উপজেলা চেয়ারম্যান প্রার্থী
স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করে চলেছে রকমারি ডট কম
স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করে চলেছে রকমারি ডট কম
বিছানায় পড়ে ছিল স্ত্রীর লাশ, ঘরের আড়ায় ঝুলছিলেন স্বামী
বিছানায় পড়ে ছিল স্ত্রীর লাশ, ঘরের আড়ায় ঝুলছিলেন স্বামী
রাদওয়ান মুজিব সিদ্দিক ববির জন্মদিন আজ
রাদওয়ান মুজিব সিদ্দিক ববির জন্মদিন আজ
সর্বাধিক পঠিত
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
প্রধানমন্ত্রীর নির্দেশ, জানালেন ওবায়দুল কাদেরঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
এ আর রাহমানের মুখে লালন ফকির থেকে শেখ হাসিনা...
কান উৎসব ২০২৪এ আর রাহমানের মুখে লালন ফকির থেকে শেখ হাসিনা...
ইরানের প্রেসিডেন্ট নিহতের ঘটনায় বিশ্বজুড়ে শোকের ছায়া
ইরানের প্রেসিডেন্ট নিহতের ঘটনায় বিশ্বজুড়ে শোকের ছায়া