X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

বিনা বিচারে বন্দি ৭ জনকে ২৬ জানুয়ারি হাইকোর্টে হাজিরের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০১৭, ১৬:৩৮আপডেট : ২৪ জানুয়ারি ২০১৭, ১৬:৪৩

হাইকোর্ট বিনা বিচারে কাশিমপুর কারাগারে এক যুগেরও বেশি সময় ধরে বন্দি থাকা সাত জনকে ২৬ জানুয়ারি হাইকোর্টে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে ২৪ জানুয়ারি তাদের হাজিরের দিন ধার্য থাকলেও আদালতের আদেশ কারাকর্তৃপক্ষের কাছে না পৌঁছানোয় নতুন এ দিন নির্ধারণ করা হয়েছে।
বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন।
ওই সাত জন হলেন- কুষ্টিয়ার রাসেল শেখ, রাজধানীর বাড্ডার সাইদুর রহমান, মতিঝিলের মাসুদ, কেরানীগঞ্জের রাজীব হোসেন, গাজীপুরের বোর্ড বাজারের বাবু,  ব্রাহ্মণবাড়িয়ার পারভেজ ও নেত্রকোনার গারো তরুণ লিটন।তারা সবাই বিভিন্ন মামলায় এক যুগেরও বেশি সময় ধরে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দি রয়েছেন।
একটি বেসরকারি টিভি চ্যানেল ওই সাত জনকে নিয়ে প্রতিবেদন প্রচার করলে সুপ্রিম কোর্টের লিগ্যাল এইড কমিটির প্যানেল আইনজীবী বেহেশতী মারজান তা আদালতে উপস্থাপন করেন। এরপর আদালত আদেশ দেন।
কারাবন্দিদের মধ্যে কুষ্টিয়া সদরের আইয়ুব শেখের ছেলে রাসেল শেখ কাফরুল থানার একটি মামলায় ২০০৪ সালের ১১ ডিসেম্বর থেকে কারাগারে রয়েছেন।ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৩ এ তাকে এ পর্যন্ত ৫৫ কার্যদিবস হাজির করা হয়েছে।

বাড্ডার আদর্শনগরের তাইবুর রহমানের ছেলে সাইদুর রহমান নারী নির্যাতনের একটি মামলায় ২০০৫ সালের ৬ সেপ্টেম্বর থেকে কারাগারে রয়েছেন। মামলাটি ঢাকার নারী ও শিশু আদালত-৪ এ বিচারাধীন। ব্রাহ্মণবাড়িয়ার পৈরতলার চান মিয়ার ছেলে মো. পারভেজ কোতোয়ালি থানায় নারী নির্যাতনের একটি মামলায় ২০০৪ সালের ২ জুলাই থেকে কারাগারে রয়েছেন। ঢাকার নারী ও শিশু আদালত-৩ এ বিচারাধীন এ মামলায় পারভেজকে ৪২ কার্যদিবস হাজির করা হয়েছে। নারী নির্যাতনের আরেক মামলায় গাজীপুরের জয়দেবপুরের বোর্ড বাজার এলাকার শাহাবুদ্দিনের ছেলে বাবু ২০০৩ সালের ১১ ডিসেম্বর থেকে কারাগারে রয়েছেন। ঢাকার নারী ও শিশু আদালত-৩  এ বিচারাধীন এ মামলায় বাবুকে ৪৪ কার্যদিবস হাজির করা হয়।

কেরাণীগঞ্জের ইমানদিপুরের মাহবুব আলমের ছেলে রাজীব হোসেন খিলগাঁও থানার একটি মামলায় ২০০৩ সালের ৬ ডিসেম্বর থেকে কারাগারে রয়েছেন। এ মামলায় এখনও পর্যন্ত ৪৪ কার্যদিবস হাজির করা হয়েছে তাকে।এদিকে মতিঝিলের ওবায়দুর রহমানের ছেলে মাসুদ শ্যামপুর থানার একটি মামলায় ২০০৩ সালের ১ এপ্রিল থেকে কারাগারে রয়েছেন। নেত্রকোনার কমলাকান্দার চেংগিনি এলাকার প্রসেন সাংমার ছেলে লিটন উত্তরা থানার একটি মামলায় ২০০৫ সালের ২৩ জানুয়ারি থেকে কারাগারে রয়েছেন। ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে-৮ এ তাকে ৫৮ কার্যদিবস হাজির করা হয়। 

/ইউআই /এপিএইচ/

আরও পড়ুন: সানি কারাগারে, জামিন আবেদন নাকচ

সম্পর্কিত
সর্বশেষ খবর
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ