X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

'পাকিস্তান আর খালেদা একই সুরে কথা বলে'

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:০২আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:০৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

পাকিস্তানের ষড়যন্ত্র এখনও শেষ হয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘পাকিস্তানিদেরষড়যন্ত্র এখনও শেষ হয়নি। ২৫ মার্চের গণহত্যা নিয়ে পাকিস্তানিরা অপপ্রচার চালাচ্ছে। বিএনপি নেত্রী খালেদা জিয়াও একই সুরে কথা বলছেন।’ ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি নেওয়ার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘একুশে পদক ২০১৭’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ইঙ্গিত করে বলেন, ‘বিএনপি নেত্রী খালেদা জিয়া কিছুদিন আগে বলেছিলেন ৩০ লাখ মানুষ শহীদ হননি। এটার সংখ্যা নাকি ঠিক না। এর থেকে লজ্জার আর কী হতে পারে? এর থেকে জঘন্য কথা আর কিছু হতে পারে না। আমি জানি না পাকিস্তানের এই অপপ্রচার এবং তারই এই বক্তব্যের কোনও যোগসূত্র আছে কিনা। মনে হচ্ছে তারা যেন একই সুরে কথা বলার চেষ্টা করছেন। এটা শহীদের রক্তের সঙ্গে বেঈমানি করা এবং শহীদদের প্রতি অবমাননা করা ছাড়া আর কিছুই না।’

প্রধানমন্ত্রী বলেন, ‘কত বড় গণহত্যা হয়েছিল তার চিহ্ন আছে সারাদেশে। বাংলাদেশে এমন কোনও পরিবার নেই, যে পরিবারে কেউ জীবন দেন নাই। গ্রামের পর গ্রাম আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে তারা। এটা সবার জানা। কাজেই সেটা নিয়ে প্রশ্ন করা বাঙালি জাতির প্রতি চরম অবমাননা।’  

অনুষ্ঠানে ১৭ জনকে একুশে পদক তুলে দেওয়া হয়। প্রত্যেককে দুই লাখ টাকার চেক, স্বর্ণ পদক এবং একটি করে সম্মাননাপত্র তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর।  

/পিএইচসি/এসটি/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে