X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

প্রত্যক্ষদর্শীর বর্ণনায় লালবাগে রেস্তোরাঁয় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০১৭, ২১:০১আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ২২:৪৯

সিলিন্ডার বিস্ফোরণের পর লালবাগ থানার চার রাস্তার মোড়ে মানুষের জটলা অন্য দিনের মতোই শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকালেও রাজধানীর লালবাগ থানার চার রাস্তার মোড়ে জনসমাগম ছিল। পথে ছিল ব্যস্ত মানুষদের চলাফেরা, রিকশা, গাড়ি, যানজট সবই ছিল বরাবরের মতো। পথের মোড়ের ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথের সামনে এসে দাঁড়ালেন ধানমণ্ডি নিউ মডেল কলেজের বিবিএ শিক্ষার্থী পান্না।

টাকা গুণে ব্যাগে ভরছেন, হঠাৎই ঝনঝন শব্দে বুথের কাচ চুরমার করে গোলার মতো ভেতরে ঢুকলো একটা গ্যাস সিলিন্ডারের অংশ। এরপরে পান্নার আর কিছু মনে নেই। বাংলা ট্রিবিউনের কাছে এই ঘটনার বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী রিকশাচালক আব্দুল্লাহ। তিনি জানান, পাফিম মিনি চাইনিজ রেস্টুরেন্ট গ্যাস সিলিন্ডার ফেটে তার একটা অংশ উড়ে এসে বুথে লাগে। এতে বুথের সব কাচ ভেঙে ও সিলিন্ডারের অংশ লেগে গুরুতর আহত হন পান্না।

রিকশাচালক আব্দুল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি রেস্টুরেন্টের সামনে দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ বিস্ফোরণের শব্দ পাই। কিছু বুঝে ওঠার আগেই কাচ এসে আমার পায়ে বিঁধে। এ সময় আমি রিকশা থেকে পড়ে যাই। পরে রিকশার নিচে আশ্রয় নিই।’

আব্দুল্লাহ আরও বলেন, ‘সিলিন্ডার বিস্ফোরণের শব্দ পাওয়ার পরই দেখি রেস্টুরেন্টের উল্টো পাশে ব্যাংকের এটিএম বুথে গিয়ে সেটি জোরে আঘাত করেছে। তখন বুথে একটি মেয়ে ছিল। তিনি মারাত্মক আহত হয়েছেন।’

অভি নামে আরেক প্রত্যক্ষদর্শীর কাছ থেকে জানা যায়, পাফিম রেস্টুরেন্টের ভেতরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর এটিএম বুথ ছাড়াও এর বিপরীত দিকে অবস্থিত একটি ভবনের দুই ও তিন তলার বিভিন্ন ফ্ল্যাটের জানালার কাচ ভেঙে যায়। রাস্তায় বিদ্যুতের ট্রান্সফরমারও বিস্ফোরণ হয়েছে।

পাফিম মিনি চাইনিজ রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পান্না, পাশের মিষ্টির দোকান মিঠাইয়ের দুই কর্মচারি ৯ জন আহত হয়েছেন। তাদের সবাইকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়। আহতদের মধ্যে সাত জনের শ্বাসনালী পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

ঢামেক হাসপাতালের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল বাংলা ট্রিবিউনকে জানান, পান্নার শরীরের ২৪ শতাংশ পুড়ে গেছে। এ ছাড়া আহতদের মধ্যে রিকশাচালক আবুলের শরীরের ৮৫ শতাংশ, সবুজের ২০ শতাংশ, মারুফের ১৮ শতাংশ, রিকশা যাত্রী মকবুলের ১৮ শতাংশ, সাব্বিরের ১৫ শতাংশ, ৫০ বছর বয়সী রিকশাচালক সুনামউদ্দিনের ১৮ শতাংশ পুড়ে গেছে। রেস্তোরাঁর আশপাশে থাকা রিকশাচালক আব্দুল্লাহ আর ফয়সাল নামে একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।

/এআরআর//আরজে/জেএইচ/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিজিটাল থেকে স্মার্ট হওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: স্পিকার
ডিজিটাল থেকে স্মার্ট হওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: স্পিকার
মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ২ জন আহত
মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ২ জন আহত
ইউনিয়ন পরিষদেও প্রশাসক নিয়োগের বিধান হচ্ছে
ইউনিয়ন পরিষদেও প্রশাসক নিয়োগের বিধান হচ্ছে
মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট তৈরির নির্দেশ
মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট তৈরির নির্দেশ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার