X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

শুরু হলো বিমানের হলিডেজ উইং

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০১৭, ০১:৪৬আপডেট : ৩০ মার্চ ২০১৭, ০১:৫০

 

বিমানের হলিডেজ উইং-এর উদ্বোধনী অনুষ্ঠান হলিডেজ উইং চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। দেশের পর্যটন শিল্পের বিকাশসহ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যটনকে উৎসাহিত করতে এ উদ্যোগ নিয়েছে বিমান। এই কর্মসূচির আওতায় নির্ধারিত গন্তব্যের বাইরেও বিশ্বের আরও ৯৬টি গন্তব্যে ভ্রমণ সুবিধা দেওয়া দেবে বিমান। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান।

মঙ্গলবার কুর্মিটোলায় বিমান প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে এই কর্মসূচির উদ্বোধন করেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ এম মোসাদ্দিক আহমেদ। মোসাদ্দিক আহমেদ বলেন, ‘হলিডেজ কর্মসূচির মাধ্যমে বিমানের সেবাকে নতুন দিগন্তে ছড়িয়ে দিতে চাই। বাংলাদেশ পর্যটনকে বিশ্বের মানচিত্রে তুলে ধরার লক্ষ্যে বিমান হলিডেজ বিশ্বের বিভিন্ন দেশের ভ্রমণ মেলায় অংশ নেবে। হলিডেজ প্রোগ্রামের আওতায় যাত্রীরা টিকিট কেনার পর চাহিদা অনুযায়ী বাসা থেকে এয়ারপোর্ট পর্যন্ত আসা-যাওয়ার সুবিধা পাবেন। এছাড়া হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার পর যাত্রীরা ডেডিকেটেড স্টাফের মাধ্যমে মিট অ্যান্ড অ্যাসিস্টটেন্স সার্ভিস পাবেন। এই প্রোগ্রামের আওতায় এয়ারপোর্ট হলিডে লাউঞ্জ ফুড ও বেভারেজ সুবিধা পাবেন। এ ছাড়া ভিসা প্রসেসিং সহায়তাও পাবেন।’

বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বলেন, ‘নানা রকম সুযোগ-সুবিধা দিয়ে বিমান হলিডে প্যাকেজ ডালি সাজানো হয়েছে। এই প্রোগ্রামের আওতায় একা ভ্রমণকারী শিশু এবং বৃদ্ধদের বিশেষ সহায়তা সুবিধা দেওয়া হবে।  যাত্রীরা ওয়ান স্টপ সার্ভিস হিসেবে সিম কার্ড, টপ-আপ সুবিধা, ব্যাগেজ লস্ট অ্যান্ড ফাউন্ড অ্যাসিস্টেন্স পাবেন। ভারত, থাইল্যান্ড ও মালয়েশিয়ার বিখ্যাত হাসপাতালগুলোয় বিমান হলিডের আওতায় যাত্রীরা  বিশেষ ছাড় পাবেন। বিশ্বের বিভিন্ন দেশের ৩ লাখ ৫০ হাজার হোটেল ও দেশের সব হোটেলে সর্বনিম্ন মূল্যে বুকিং সুবিধা দেওয়া হবে। দেশের ৬টি ব্যাংক মাসিক কিস্তিতে টিকিট ও হলিডেজ প্যাকেজ কেনার সুবিধা দেবে।’

/সিএ/ এমএনএইচ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ