X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

চলচ্চিত্রে ধর্ষণের দৃশ্য নিষিদ্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০১৭, ১৭:০২আপডেট : ০৩ এপ্রিল ২০১৭, ১৭:১৮

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসির ওয়েব সাইট থেকে নেওয়া) ‘বাংলাদেশ চলচ্চিত্র নীতিমালা-২০১৭’-এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ। সুস্থ ধারার চলচ্চিত্র নির্মাণ করতে ২০টি উদ্দেশ্য সামনে রেখে এ আইন করা হয়েছে। নতুন নীতিমালা অনুমোদনের ফলে চলচ্চিত্রে ধর্ষণের ছবি বা দৃশ্য দেখানো যাবে না। নারী ও শিশুদের প্রতি সহিংসতা বাড়ে, এমন দৃশ্যসহ সংলাপে কুরুচিপূর্ণ শব্দ নিষিদ্ধ করা করা হয়েছে এই আইনে। সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ  সচিব বলেন, ‘খসড়া আইনে বলা হয়েছে, চলচ্চিত্রে মুক্তিযুদ্ধের আসল চেতনার প্রতিফলন, ভাষা ও সংস্কৃতির প্রতিফলন, দেশপ্রেমের প্রয়াস থাকতে হবে। এছাড়া সব ধর্মের প্রতি শ্রদ্ধা প্রদর্শন, ধর্ষণের ছবি বা দৃশ্য না দেখানো, নারী ও শিশুদের প্রতি সহিংসতা বাড়ে এমন ধরনের দৃশ্য না দেখানো, সংলাপে কুরুচিপূর্ণ শব্দ বাদ দেওয়ার বিধান রাখা হয়েছে।’

চলচ্চিত্র আমদানি-রফতানির জন্য তথ্য মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে ১১ সদস্যের একটি কমিটি গঠনের বিধানের উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এছাড়া ১৫ সদস্যের জাতীয় পরামর্শক কমিটি গঠনসহ বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড নামের সেন্সর শব্দের পরিবর্তে সার্টিফিকেশন সিস্টেম করা এবং যৌথ নির্মাণ উৎসাহিত করা হবে। এছাড়া প্রত্যেক জেলায় তথ্য ভবন নির্মাণ করা হবে, যেখানে একটি সিনেপ্লেক্স থাকবে। এ সিনেপ্লেক্সে চলচ্চিত্র প্রদর্শিত হবে।’

 আরও পড়ুন: মন্ত্রিসভার অনুমোদন পেলো ঢাকা-খুলনা-কলকাতা রুট

/এসআই/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে গিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ
ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে গিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ
শান্ত-লিটনদের ব্যাটিং দেখে ভয় হচ্ছে বিসিবি সভাপতির
শান্ত-লিটনদের ব্যাটিং দেখে ভয় হচ্ছে বিসিবি সভাপতির
প্লে অফের দিন বেছে নিতে দুই ক্লাবকে চিঠি
প্লে অফের দিন বেছে নিতে দুই ক্লাবকে চিঠি
সিদ্ধান্তের অপেক্ষায় রাজনৈতিক মামলা
অরাজনৈতিক মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশসিদ্ধান্তের অপেক্ষায় রাজনৈতিক মামলা
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র