X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

মহাকাশ থেকে যেমন দেখা যায় রাতের বাংলাদেশ

বাংলা ট্রিবিউন ডেস্ক
২১ এপ্রিল ২০১৭, ১৯:৪০আপডেট : ২১ এপ্রিল ২০১৭, ১৯:৪৩

রাতের বাংলাদেশ ২০১২ সালে তোলা নাসার ছবি মেঘমুক্ত রাতের আকাশে আতশবাজির রোশনাই অনেকেরই মন কাড়ে। গাঢ় অন্ধকারে চোখ ধাঁধানো আলোর জ্বল জ্বল থাকার দৃশ্যটা অসাধারণ। কেমন হয় যদি রাতের বাংলাদেশের এমন ছবি দেখা যেত! আর তা যদি পাওয়া যায় পুরো একটি দশকের প্রতিটি দিনের!

অসম্ভব মনে হলেও এমন ছবি পাওয়া এখন সম্ভব। আর এটা সম্ভব করেছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার বিজ্ঞানীরা। রাতে পৃথিবী কেমন দেখা যায় তা নিয়ে সম্প্রতি একটি মানচিত্র প্রকাশ করেছে। তাতেই পাওয়া যাচ্ছে, মহাকাশ থেকে দেখা রাতের বাংলাদেশের অসাধারণ ছবি।

নাসা প্রকাশিত রাতের পৃথিবীর স্যাটেলাইট ছবি ‘নাইট লাইটস’ হিসেবে পরিচিতি। প্রতিটি দশকে একবার নাসা এ ছবি প্রকাশ করে থাকে। পৃথিবীজুড়ে মানুষের আবাসের গতি-প্রকৃতির ধারণা পাওয়া যায় এসব ছবিতে। অতীতের রাতের ছবির সঙ্গে বর্তমান বা কাছাকাছি সময়ের ছবি মিলিয়ে বুঝতে পারা যায়, এক দশক আগে কেমন ছিল মানুষের বসতি।

রাতের বাংলাদেশ ২০১৬ সালের ডিসেম্বরে তোলা নাসার ছবি

যেমন- এবার নাসার প্রকাশিত রাতের পৃথিবীর ছবিতে ২০১৬ সালের মাস ও তারিখ অনুসারে ছবি পাওয়া যাচ্ছে। এখন চাইলে যেকেউ ২০১২ সালের রাতের ছবি মিলিয়ে দেখে নিতে পারেন কেমন পরিবর্তন হয়েছে।

২০১৬ সালের রাতের ইউরোপ

এখন পর্যন্ত এক দশকে একবার এমন ছবি প্রকাশ করলেও নাসার বিজ্ঞানীরা পরিকল্পনা করছেন আগামীতে তা আরও দ্রুত প্রকাশ করার জন্য। বিজ্ঞানীরা ভাবছেন, বার্ষিক বা মাসিক কিংবা দৈনিক এ ছবি প্রকাশ করার কথা। নাসা বিজ্ঞানীরা এটা করতে সফল হলে তা আবহাওয়ার পূর্বাভাস, প্রাকৃতিক দুর্যোগে দ্রুত পদক্ষেপ এবং যুদ্ধের ক্ষয়ক্ষতিও এড়ানোর সুযোগ তৈরি হতে পারে।

নাসার নাইট লাইটস ছবিতে আমেরিকা মহাদেশ

নাসার গোদার্দ স্পেস ফ্লাইট সেন্টারের বিজ্ঞানী মিগুয়েল রোমানের নেতৃত্বে একটি গবেষণা দল এই বিষয়টি নিয়ে কাজ করছে। তারা একটি নতুন সফটওয়ার ও অ্যালগরিদম উন্নয়নের কাজ করছেন যা দিয়ে সর্বোচ্চ মানের ছবি পাওয়া যাবে। চলতি বছরের শেষের দিকে রোমানের টিম আশা করছেন বিশ্ববাসীকে এমন ছবি দিতে পারবেন, যা হবে অনেক স্পষ্ট ও সহজেই কাজে লাগানো যাবে। সূত্র: নাসার ওয়েবসাইট।

/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
দিনাজপুরে ইউপি নির্বাচনে সংঘর্ষ, পুলিশের গুলিতে চেয়ারম্যান প্রার্থীর চাচা নিহত
দিনাজপুরে ইউপি নির্বাচনে সংঘর্ষ, পুলিশের গুলিতে চেয়ারম্যান প্রার্থীর চাচা নিহত
বাংলাদেশের ব্যাটারদের কাঠগড়ায় দাঁড় করালেন রাবেয়া
বাংলাদেশের ব্যাটারদের কাঠগড়ায় দাঁড় করালেন রাবেয়া
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ