X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

শাহজাদপুরে দখলদার স্থাপনা উচ্ছেদ শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০১৭, ১১:৪৯আপডেট : ২৩ এপ্রিল ২০১৭, ১১:৫৩

 

শাহজাদপুরে দখলদার স্থাপনা উচ্ছেদ শুরু গুলশানের শাহজাদপুর থেকে উত্তর দিকে মরিয়ম টাওয়ার পর্যন্ত সড়কের দখলদার স্থাপনা উচ্ছেদ শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। রবিবার সকালে এ উচ্ছেদ কার্যক্রম উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও ডিএনসিসির মেয়ার আনিসুল হক।

গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন বলেন, ‘মরিয়ম টাওয়ার-২ এর সামনে থেকে উত্তর দিকে ভারতীয় হাইকমিশনের সামনের সড়কের সঙ্গে সংযুক্ত করার জন্য নতুন একটি সড়ক নির্মাণ করা হবে। ৫০ ফুট প্রস্থের এ সড়কের নির্মাণ কাজ আজ থেকে শুরু হলো। সড়কের জন্য যেসব জমির মালিক ক্ষতিগ্রস্থ হয়েছেন তাদের উপর্যুক্ত ক্ষতিপূরণ দেওয়া হবে।’

শাহজাদপুরে দখলদার স্থাপনা উচ্ছেদ শুরু এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্মাণাধীন সড়কের এক প্রান্তে মরিয়ম টাওয়ার-১ নামের একটি ভবন পড়েছে। বিএনপি আমলে গুলশান লেকের কথা চিন্তা না করেই এই ভবনের অনুমোদন দেওয়া হয়। যা এখন লেকের জন্য বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে। বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। তবে আদালত বললে এ টাওয়ার সরিয়ে ফেলা হবে।’

উচ্ছেদ অনুষ্ঠানে মেয়র আনিসুল হক বলেন, ‘সড়কের জমি নিয়ে আদালতে মামলা ছিল। স্থানীয় জমি মালিকরা মামলাটি করেছিলেন। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী মামলা নিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলার দায়িত্ব দেন আমাকে। সে অনুযায়ী আমি সবার সঙ্গে কথা বলি। আলাপ-আলোচনার পর তারা মামলা তুলে নেন। এতে সড়কটি নির্মাণের পথ উন্মুক্ত হয়।’

শাহজাদপুরে দখলদার স্থাপনা উচ্ছেদ শুরু উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন- স্থানীয় সংসদস সদস্য একেএম রহমত উল্লাহ, রাজউক চেয়ারম্যান বজলুল করীম চৌধুরী, সদস্য প্রকৌশলী আব্দুর রহমান, প্রধান প্রকৌশলী রায়হানুল ফেরদৌস ও আনোয়ার হোসেন প্রমুখ।

আগামী তিন মাসের মধ্যে রাস্তা নির্মাণের কাজ শেষ হবে বলে রাজউক কর্মকর্তারা জানিয়েছেন।

/ওএফ/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ