X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

‘কওমি সিলেবাস শিক্ষার তাৎপর্য রক্ষা করছে কি?’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০১৭, ১২:২৫আপডেট : ২৯ এপ্রিল ২০১৭, ১২:৪৮

ফিরোজ আহমেদ ধর্মীয় শিক্ষার সমালোচনা করা হচ্ছে এমন নয়। কিন্তু শিক্ষার একটা তাৎপর্য থাকে সেটি কওমি পাঠ্যক্রম রক্ষা হচ্ছে কিনা সেই প্রশ্ন জরুরি। বাংলা ট্রিবিউন আয়োজিত ‘কওমি পাঠ্যক্রম ও যুগের চাহিদা’ শীর্ষক বৈঠকিতে গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক ফিরোজ আহমেদ এ কথা বলেন। তিনি মনে করেন দেওবন্ধের মাধ্যমে কওমি মাদ্রাসাগুলো তাদের কার্যক্রম শুরু করলেও তাদের জায়গা ক্রমাগত সংকুচিত করেছে তারা নিজেরাই।

আলোচনায় ফিরোজ আহমেদ বলেন, একসময় পকিস্তানের শিক্ষানীতি এমনভাবে করা হয়েছিল যাতে করে পশ্চিম পাকিস্তানে সেক্যুলার ও পূর্ব পাকিস্তানের শিক্সার্থীরা মাদ্রাসায় পড়ে। আবার পূর্ব পাকিস্তানর সেক্যুলার পরিবারগুলো সন্তান পাঠাবেন করাচিতে।

তিনি বলেন, ধর্মীয় শিক্ষার সমালোচনা নয়,  শিক্ষার তাৎপর্য থাকে সেখান থেকে বিচ্ছিন্ন করাই লক্ষ্য কিনা সেটা ভাবতে হবে। আফগান মুজাহিদদের তৈরি করতে কি ধরনের প্রক্রিয়া অবলম্বন করা হয়েছিল এবং বাংলাদেশের একটি অংশের মাদ্রাসা সংশ্লিষ্টরা যে প্রভাবিত হয়েছে নানা সময়ে সে বিষয়ে আলোচনা উত্থাপন করেন তিনি। তিনি বলেন, জিহাদি মনোভাবে তৈরি করতে আফগানিস্তানে অর্থ বিনিয়োগ করা হয়। আফগান মুজাহিদদের জন্য এমন সিলেবাস করা হয়েছিল।

কওমি মাদ্রাসার সনদের সরকারিভাবে স্বীকৃতির ঘোষণাসহ নানা বিষয় নিয়ে আলোচনা চলছে বাংলা ট্রিবিউন বৈঠকিতে। মিথিলা ফারজানার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিয়েছেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের অধ্যাপক ড. সলিমুল্লাহ খান, জামিয়া আরাবিয়্যা দারুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা ওয়ালী উল্লাহ আরমান, বাংলা ট্রিবিউনের জ্যেষ্ঠ প্রতিবেদক সালমান তারেক শাকিল ও বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল।

বৈঠকিটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে টেলিভিশন চ্যানেল ৭১ এ। এ সম্পর্কিত যেকোনও সংবাদ পড়ুন www.banglatribune.com এ। বৈঠকিটি চলবে বেলা ১টা পর্যন্ত।

/ইউআই/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ