X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

শিশুর বিকাশে ৬১ হাজার ৮০০ জনকে প্রশিক্ষণ দেবে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০১৭, ০৫:১১আপডেট : ০৫ জুন ২০১৭, ০৫:৩৭

মেহের আফরোজ চুমকি শূন্য থেকে পাঁচ বছরের মধ্যে ৮০ শতাংশ শিশুর বিকাশ হয়। তাই  সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে গর্ভবতী হওয়ার পর পরই শিশুর যত্ন নিতে হবে। গর্ভ থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুর বিকাশে জীবন দক্ষতা প্রশিক্ষণ  কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। রবিবার (৪ জুন) রাজধানীর কাওরান বাজারে বিকেএমইএ মিলয়নায়তনে বিকেএমইএ এর ৩০ কর্মকর্তার প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন তিনি।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপ সচিব বেগম রায়না আহমেদের সঞ্চলানায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএমইএ’র সভাপতি একেএম সেলিম ওসমান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, সূচনা ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক প্রাণ গোপাল দত্ত এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদা শারমীন বেনু প্রমূখ।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ‘ভ্রুণ থেকে মানব শিশুর বিকাশ শুরু হয়। গর্ভবর্তী মায়ের যথাযথ যত্নের ওপর নির্ভর করে সুস্থ্য শিশুর জন্ম। মা-বাবা যদি কিছু নিয়ম ও অভ্যাস সম্পর্কে জানে তা হলে অনেক ক্ষেত্রেই শিশুকে অটিজমসহ অনেক জঠিল সমস্যা থেকে রক্ষা করা যায়।

প্রতিমন্ত্রী জানান, এ লক্ষ্য বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে সূচনা ফাউন্ডেশনের সহযোগিতায় প্রায় ৬১ হাজার ৮০০ বাবা-মাকে প্রশিক্ষণ দেওয়া হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি বিকেএমইেএ’র সভাপতি সেলিম ওসমান বলেন, ‘একজন সুনাগরিক তৈরিতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বিকেএমইকে যে সুযোগ করে দিয়েছে তা অত্যন্ত প্রশংসার। বিকেএমই যত কাজ করেছে, তার মধ্যে বাংলাদেশের সুনাগরিক গড়তে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় যে কাজ দিয়েছে, তা শ্রেষ্ঠতম কাজ।

মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম বলেন, কিছু নিয়ম-কানুন মেনে চললে এবং গর্ভবর্তী মাকে যথাযথ যত্ন নিতে পারলে অনেক ক্ষেত্রেই জন্মগতভাবে শিশুর প্রতিবন্ধী হওয়া রোধ করা যায়। এই নিয়ম-কানুন বাবা-মাকে জানানোর জন্য  মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়  এই প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছে।

অধ্যাপক প্রাণ গোপাল দত্ত বলেন, ‘যেহেতু ভ্রুণ থেকে  মানব শিশুর  বিকাশ শুরু হয় এবং আমরা সুস্থ্য শিশুর জন্ম আশা করি। তাই আমাদের গর্ভবর্তী মায়েদের প্রতি বিশেষ যত্ননিতে হবে। এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্দেশ্য হলো—মানব ভ্রুণ তৈরি হওয়ার পর  থেকে পাঁচ বছর পর্যন্ত মা ও শিশুর যত্নের বিষয়ে সচেতন করা।

/এসআই/এসএমএ/



সম্পর্কিত
সর্বশেষ খবর
ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে গিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ
ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে গিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ
শান্ত-লিটনদের ব্যাটিং দেখে ভয় হচ্ছে বিসিবি সভাপতির
শান্ত-লিটনদের ব্যাটিং দেখে ভয় হচ্ছে বিসিবি সভাপতির
প্লে অফের দিন বেছে নিতে দুই ক্লাবকে চিঠি
প্লে অফের দিন বেছে নিতে দুই ক্লাবকে চিঠি
সিদ্ধান্তের অপেক্ষায় রাজনৈতিক মামলা
অরাজনৈতিক মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশসিদ্ধান্তের অপেক্ষায় রাজনৈতিক মামলা
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র