X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

অধিকাংশ অপরাধই ইন্টারনেটকেন্দ্রিক হয়ে পড়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০১৭, ১৯:২৪আপডেট : ২৮ জুন ২০১৭, ১৯:২৭

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমানে অপরাধ অধিকাংশই ইন্টারনেটকেন্দ্রিক হয়ে পড়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ইন্টারনেটভিত্তিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে এ ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানান তিনি। এছাড়া, টেলিফোনে আড়িপাতা সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের কারিগরি ও অপারেশনাল হিসেবে আধুনিকায়নের জন্য বিশেষ প্রকল্প গ্রহণ করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
বুধবার (২৮ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকারদলীয় সংসদ সদস্য বজলুল হক হারুনের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘টেলিকমিউনিকেশন সংস্থার আধুনিকায়নের মাধ্যমে জঙ্গিদের সম্পর্কে আরও বেশি তথ্য-উপাত্ত সংগ্রহ করা সম্ভব হবে। এসব তথ্য সঠিক সময়ে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে জানালে তারা জঙ্গি দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।’
সংসদ সদস্য গোলাম রাব্বানীর প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জঙ্গি সংগঠনগুলোর অনলাইনভিত্তিক প্রচারণায় গোয়েন্দা সংস্থাগুলোর নজরদারি আরও বাড়ানো হবে। এ জাতীয় প্রচারণার মাধ্যমে যেন জনগণের মধ্যে জঙ্গিবাদী মতাদর্শের র্যা ডিক্যালাইজেশন না ঘটে, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর মাধ্যমে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।’
দেশে আটকে পড়া পাকিস্তানিদের সংখ্যা বিষয়ে সরকারদলীয় মামুনুর রশীদ কিরণের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘আটকে পড়া পাকিস্তানি নাগরিকদের বিষয়ে সম্প্রতি কোনও জনশুমারি না হওয়ায় বর্তমানে তাদের প্রকৃত সংখ্যা নিরুপণ করা সম্ভব নয়। তবে ১৯৯২ সালে সর্বশেষ পরিচালিত জরিপে তাদের সংখ্যা ছিল ২ লাখ ৩৭ হাজার ৪৪০ জন। বর্তমানে এ সংখ্যা প্রায় দ্বিগুণ হবে বলে অনুমান করা যায়। উচ্চ আদালতের আদেশের প্রেক্ষিতে ১৯৭১ সালের ২৫ মার্চের পরে জন্ম নেওয়া এক লাখ ৬০ হাজার উর্দুভাষাভাষী আটকে পড়াদের পাকিস্তানি নাগরিক হিসেবে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা হয় বলে জানা গেছে।’
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়ার এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিদেশে বাংলাদেশ দূতাবাসের নিজস্ব ভবন নির্মাণে বর্তমানে তিনটি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। সৌদি আরবের রিয়াদ, তুরস্কের আংকারা ও পাকিস্তানের ইসলামাবাদে এই তিনটি প্রকল্পের কাজ চলছে।’

আরও পড়ুন-

৫ লাখ টাকা পর্যন্ত আমানতে আবগারি শুল্ক দেড়শ’ টাকা

দুই বছরের জন্য ভ্যাট আইন স্থগিতের পরামর্শ প্রধানমন্ত্রীর

/ইএইচএস/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
থ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
এ সপ্তাহের ছবিথ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
অপতথ্য ও অর্ধসত্যের মাঝে মুক্ত গণমাধ্যমের চ্যালেঞ্জ
অপতথ্য ও অর্ধসত্যের মাঝে মুক্ত গণমাধ্যমের চ্যালেঞ্জ
নিখিল কৃষ্ণ মজুমদারের সাক্ষাৎকার
নিখিল কৃষ্ণ মজুমদারের সাক্ষাৎকার
মাজার জিয়ারত করতে গিয়ে লাশ হয়ে ফিরছেন একই পরিবারের ৪ জন
মাজার জিয়ারত করতে গিয়ে লাশ হয়ে ফিরছেন একই পরিবারের ৪ জন
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা