X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনে কর্মপরিকল্পনা হচ্ছে : শ্রম প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০১৭, ২১:১১আপডেট : ১৭ জুলাই ২০১৭, ২১:১১

শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু আগামী ২০২১ সালের মধ্যে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনে সরকার কাজ করছে জানিয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, ‘কোন কোন ঝুঁকিপূর্ণ কাজে কতসংখ্যক শিশু শ্রমিক নিয়োজিত রয়েছে তা নিরুপনে জরিপ চালানো হয়েছে এবং ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনে কর্মপরিকল্পনা নির্ধারণের কাজ চলছে।’

সোমবার (১৭ জুলাই) রাজধানীর ডেইলি স্টার ভবনে বাংলাদেশ শিশু অধিকার ফোরাম আয়োজিত এসডিজির আলোকে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন সংক্রান্ত এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম স্বাক্ষরিত এক  সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গৃহকর্মকে ঝুঁকিপূর্ণ খাত হিসেবে ঘোষণার জন্য বিভিন্ন শ্রমিক সংগঠনের দাবির পরিপ্রেক্ষিতে শ্রম প্রতিমন্ত্রী বলেন, ‘সরকার ৩৮টি খাতকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে। এর বাইরে গৃহশ্রমকে বিশেষ গুরুত্ব দিয়ে আলাদাভাবে গৃহকর্মী সুরক্ষা নীতিমালা প্রণয়ন করেছে। পরবর্তী সময়ে গৃহকর্মী সুরক্ষা বিষয়ে আইন প্রণয়ন করা হবে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমাদের দেশের আর্থ সামাজিক অবস্থার উন্নতি হচ্ছে। সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে শিশুশ্রম আরও কমে আসবে। সরকার শ্রম আইন সংশোধন করেছে। এ সংশোধনীতে শিশুদের জন্য হালকা কাজের সুনির্দিষ্ট সংজ্ঞা নির্ধারিত করা হবে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে শ্রম আইন সংশোধনের জন্য ১৫ সদস্যের ত্রিপক্ষীয় টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে। ৩১ জুলাইয়ের মধ্যে এ কমিটি প্রতিবেদন দেবে।’

সেমিনারে শিশু অধিকার ফোরামের চেয়ারপারসন মো. এমরানুল হক চৌধূরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য মো. ইসরাফিল আলম, জেবুন্নেছা আফরোজা, কবি কাজী রোজী, কামরুন নাহার, মো. শামসুল আলম দুদু, হুসনা আরা লুৎফা, মো. নুরুল ইসলাম এবং মানুষের জন্য ফাউন্ডেশনের কো অর্ডিনেটর আবদুল্লাহ আল মামুন বক্তৃতা রাখেন।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া।
/এসআই/এএম

সম্পর্কিত
সর্বশেষ খবর
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ