X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

জাহাজ ভাঙা শিল্পকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে : শ্রম প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০১৭, ২২:১০আপডেট : ১৮ জুলাই ২০১৭, ২২:১০

শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, ‘শতভাগ ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর হিসেবে জাহাজ ভাঙা শিল্পকে সর্বোচ্চ নিরাপত্তা গুরুত্ব দিতে হবে।

মঙ্গলবার (১৮ জুলাই) চট্টগ্রামের একটি হোটেলে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজসহ (বিলস) কয়েকটি বেসরকারি সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী ‘নিরাপদ ও টেকসই জাহাজ ভাঙা শিল্পে হংকং কনভেনশন’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারের সমাপনী সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে বর্তমান সরকারকে শ্রমবান্ধব উল্লেখ করে শ্রমিক কল্যাণে গৃহীত বিভিন্ন কর্মসূচি তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান শ্রম আইন সংশোধন করে জাহাজ ভাঙা শিল্পের বিষয় এতে গুরুত্ব দিয়ে অন্তর্ভুক্ত করা হবে। শ্রমিকদের কল্যাণে পেনশন স্কিম চালুর পদক্ষেপ নেওয়া হবে।’

এ শিল্পে শ্রমিক সরবরাহকারী ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন অনিয়মের কথা শুনে মুজিবুল হক চুন্নু বলেন, ‘নিবন্ধন ছাড়া কোনও ঠিকাদারি প্রতিষ্ঠান ব্যবসা করতে পারবে না। অনিবন্ধিত প্রতিষ্ঠানের কাছ থেকে শিল্প মালিকরা শ্রমিক নিতে পারবেন না।’ এসব বিষয় শতভাগ নিশ্চিত করার জন্য তিনি চট্টগ্রামের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের কর্মকর্তাদের নির্দেশ দেন।

জাহাজ ভাঙা শিল্পে হংকং কনভেনশনকে বাস্তবসম্মত উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ হংকং কনভেনশনে স্বাক্ষরকারী দেশ। এ বিষয়ে সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে আলোচনা করা হবে।’

সেমিনারে অন্যান্যের মধ্যে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শক মো. সামছুজ্জামান ভূঁইয়া, বাংলাদেশ মেটাল ফেডারেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খান, ইন্ডাস্ট্রিয়াল গ্লোবাল ইউনিয়নের সহসভাপতি ও ভারতীয় শ্রমিক নেতা ভি.ভি রানে, ইন্ডাস্ট্রিয়াল গ্লোবাল ইউনিয়নের পরিচালক কান মুতসুযাকি, আঞ্চলিক সচিব অপুর্ভা কায়ওয়ার, বিলস এর নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমদ, শ্রমিক নেতা এ.এম নাজিম উদ্দিন, তপন দত্ত ও জাহাজ ভাঙা শিল্পের শ্রমিক সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

/এএম

সম্পর্কিত
সর্বশেষ খবর
দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার
দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার
ভিসা অব্যাহতি ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে মিশরের সঙ্গে ফলপ্রসূ আলোচনা
ভিসা অব্যাহতি ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে মিশরের সঙ্গে ফলপ্রসূ আলোচনা
বিএনপি নেতাদের কথা মাঠকর্মীরা শোনে না: ওবায়দুল কাদের
বিএনপি নেতাদের কথা মাঠকর্মীরা শোনে না: ওবায়দুল কাদের
কয়েকটি দেশেই আটকে আছে সম্ভাবনাময় শ্রমবাজার
কয়েকটি দেশেই আটকে আছে সম্ভাবনাময় শ্রমবাজার
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে