X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

পুলিশের হামলায় আহত সিদ্দিকুরকে দেখতে হাসপাতালে শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০১৭, ১৮:৪৯আপডেট : ২৩ জুলাই ২০১৭, ১৯:২৫

আহত সিদ্দিকুরকে দেখতে হাসপাতালে শিক্ষামন্ত্রী

পরীক্ষার রুটিনসহ তারিখ ঘোষণার দাবিতে আন্দোলন করতে গিয়ে পুলিশের অ্যাকশনে আহত সরকারি তিতুমীর কলেজের ছাত্র মো. সিদ্দিকুর রহমানকে দেখতে গেলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

রবিবার বিকালে রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন সিদ্দিকুরকে তিনি দেখতে যান।

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ আফরাজুর রহমান বাংলা ট্রিবিউকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মন্ত্রী সিদ্দিকুরের শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন এবং তার খোঁজখবর নেন। এ সময় তিনি সিদ্দিকুরের মা ও ভাইয়ের সঙ্গেও কথা বলেন  এবং তাদের সান্ত্বনা দেন।

এছাড়া শিক্ষামন্ত্রী তার চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। এ সময় ডাক্তাররা জানান, সিদ্দিকুরের চিকিৎসার ব্যাপারে কর্তৃপক্ষ সর্বোচ্চ যত্মবান রয়েছে। আজ দু’বার মেডিক্যাল বোর্ড গঠন করে সিদ্দিকুরের চিকিৎসার ব্যাপারে আলোচনা হয়েছে বলেও মন্ত্রীকে অবহিত করেন চিকিৎসকরা।

উল্লেখ্য, পরীক্ষার রুটিন ও তারিখ ঘোষণার দাবিতে রাজধানীর ৭টি অনার্স কলেজের শিক্ষার্থীরা গত বৃহস্পতিবার শাহবাগে সমাবেশ করে। এ সময় পুলিশ তাদের ওপর লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। সেখানে টিয়ার সেলের আঘাতে মারাত্মক আহত হন সরকারি তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমান। পরে তাকে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে নেওয়া হলে চিকিৎসকরা তার দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা প্রকাশ করেন। এরপরই সহপাঠীরা তার সব দায়িত্ব সরকারকে বহনের দাবি তোলেন।

/আরএআর/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ