X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

তত্ত্বাবধায়ক সরকার নয়, সুষ্ঠু নির্বাচন চান এরশাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০১৭, ১৮:২৯আপডেট : ২৪ আগস্ট ২০১৭, ১৮:৩৪

  হুসেইন মুহম্মদ এরশাদ

‘তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই না। কোনও তত্ত্ববধায়ক সরকার আমাদের সঙ্গে সুবিচার করেনি। তত্ত্বাবধায়ক নয়, আমরা চাই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। গ্রহণযোগ্য নির্বাচন হলে জাতীয় পার্টি ক্ষমতায় যাবে।’ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বৃহস্পতিবার (২৪ আগস্ট) এ কথা বলেন। ক্ষমতায় গিয়ে দেশে প্রাদেশিক সরকার গঠন করার কথাও বলেছেন তিনি।
সাবেক স্বাস্থ্যসচিব এমএম নিয়াজ উদ্দিনের জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর গুলশানের ইমানুয়েলস কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেছেন এরশাদ।
সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রীর বিশেষ দূতের দায়িত্বপ্রাপ্ত এই নেতা আরও বলেন, ‘রাজধানী ঢাকা বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। গ্রামে-গঞ্জে খাবারের অভাব। পত্রিকার পাতা খুললেই খুন আর গুমের সংবাদ। মানুষ শান্তি চায়, পরিবর্তন চায়। জাতীয় পার্টিই পারে মানুষকে মুক্তি দিতে।’
জাতীয় পার্টিতে নতুন যোগ দেওয়া নিয়াজ উদ্দিনকে স্বাগত জানিয়ে এরশাদ বলেন, ‘আজকে আমাদের জন্য বিশেষ দিন। তার এই যোগদান জাতীয় পার্টিকে শক্তিশালী করেছে। তাকে স্বাগত।’
তিনি আরও বলেন, ‘নিয়াজ উদ্দিন একজন শিক্ষিত লোক। তিনি কেন এই দলে যোগদান করেছেন? নিশ্চয়ই তার মধ্যেও ভাবনা এসেছে যে জাতীয় পার্টির ভবিষ্যত আছে।’
নেতাকর্মীদের উদ্দেশে এরশাদ বলেন, ‘দলকে শক্তিশালী করুন, দল শক্তিশালী হলে আমরাই ক্ষমতা যাব। আমরাই মানুষকে শান্তি ফিরিয়ে দেব।’
এসময় বিরোধী দলের নেতা রওশন এরশাদ বলেন, ‘জাতীয় পার্টির শাসনামলের সোনালি ফসল মানুষকে এ দলের প্রতি আকৃষ্ট করছে। সাবেক সচিবের যোগদান তারই ধারাবহিকতা।’
দলটির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি বলেন, ‘আ.লীগ ও বিএনপিতে কেউ যোগ দিতে যাচ্ছেন না। কারণ জাতীয় পার্টিই জাতিকে আধুনিক বাংলাদেশ উপহার দিতে পারে।’
জাপায় যোগ দেওয়া প্রসঙ্গে প্রাক্তন স্বাস্থ্যসচিব নিয়াজ উদ্দিন মিয়া বলেন, ‘এরশাদের প্রশাসনিক সংস্কার ও উন্নয়ন কর্মকাণ্ডের কথা এখনও মানুষ স্মরণ করেন। প্রশাসন ও উন্নয়নকে তিনি জনগনের দোরগোড়ায় নিয়ে গেছেন। আর এ কারণে বাংলার মানুষ তাকে পল্লীবন্ধু ডাকেন।
তিনি আরও বলেন, ‘এইচ এম এরশাদের অধীনে চাকরি জীবনে একজন ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছিলাম, আজ তার অধীনে রাজনীতিতে যোগ দিয়ে জীবনে সবচেয়ে বেশি আনন্দ অনুভব করছি।’
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও মহানগর উত্তর সভাপতি এসএম ফয়সল চিশতির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলের সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি ও প্রেসিডিয়াম সদস্য আজম খান।



উল্লেখ্য, বৃহস্পতিবার পরিবারের সদস্যদের নিয়ে এরশাদ ও রওশন এরশাদের হাতে ফুল তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগ দেন নিয়াজ উদ্দিন। এই প্রথম একজন সাবেক সচিব জাপায় যোগ দিলেন।

/এসটিএস/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইমরান খানের স্ত্রীকে কারাগারে পাঠানোর নির্দেশ পাকিস্তানের আদালতের
ইমরান খানের স্ত্রীকে কারাগারে পাঠানোর নির্দেশ পাকিস্তানের আদালতের
কমলাপুর রেলস্টেশন থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
কমলাপুর রেলস্টেশন থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
আল্লাহর ঘরে বসে দেশবাসীর জন্য দোয়া করেছি: মির্জা ফখরুল
আল্লাহর ঘরে বসে দেশবাসীর জন্য দোয়া করেছি: মির্জা ফখরুল
শেষ দুই টি-টোয়েন্টিতে ফিরেছেন সাকিব-মোস্তাফিজ
শেষ দুই টি-টোয়েন্টিতে ফিরেছেন সাকিব-মোস্তাফিজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা