X
মঙ্গলবার, ১৪ মে ২০২৪
৩১ বৈশাখ ১৪৩১

দেবীর আবাহন সম্পন্ন, আজ শুভ মহালয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০১৭, ০৮:৫৭আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৭, ০৯:০৩

শুভ মহালয়া মঙ্গল প্রদীপ জ্বালিয়ে, ঢাক বাজিয়ে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৬ টায় দেবী দুর্গার আবাহনের মধ্য দিয়ে শুরু হয়েছে শুভ মহালয়া। আজ পিতৃপক্ষের শেষে দেবীপক্ষের শুরু। মা আজ পা রেখেছেন মর্ত্যলোকে।

মহালয়ার দিন ভোরে মন্দিরে মন্দিরে শ্রী শ্রী চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবীকে আবাহন জানানো হয়। দেবীর আরাধনা সূচিত হয় মহালয়ার মাধ্যমে। নিয়মানুযায়ী এর ছয়দিন পর শুরু হয় ষষ্ঠী ও পর্যায়ক্রমে দশমীতে দেবী আবারও ফিরে যান কৈলাশে।

শুভ মহালয়া উপলক্ষে মহানগর সার্বজনীন পূজা কমিটি ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহালয়ার বিশেষ অনুষ্ঠান ভোর ৬টায় শুরু হয়। কেন্দ্রীয় পূজামণ্ডপে সকাল ৯টায় মহালয়ার ঘট স্থাপন ও বিশেষ পূজার আয়োজন করা হয়। রাজধানীর রমনা কালী মন্দির ও কৃষিবিদ মিলনায়তনে মহালয়ার অনুষ্ঠান পালন হয়েছে। মণ্ডপে মণ্ডপে করা হয়েছে দেবী আবাহন।

বছর ঘুরে আবারও মা আসছেন তার বাপের বাড়ি। হিমালয়ের কৈলাশ থেকেই দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসেন সমতল ভূমিতে। সঙ্গে নিয়ে আসেন গণেশ, কার্ত্তিক, লক্ষ্মী আর সরস্বতীকে। হিন্দু শাস্ত্রমতে দেবী দুর্গার আবাহনই মহালয়া হিসেবে পরিচিত। এই দিনে দেব-দেবীকূল দুর্গা পূজার জন্য জাগ্রত হন। এভাবেই মর্ত্যলোকে আবাহন ঘটে দেবী দুর্গার।

মহালয়া দুর্গোৎসবের একটি গুরুত্বপূর্ণ অংশ। এদিন গঙ্গাতীরে ভক্তরা মৃত আত্মীয়স্বজন ও পূর্বপুরুষদের আত্মার মঙ্গল কামনা করেন। শ্রী রামচন্দ্র রাবণের হাত থেকে সীতাকে উদ্ধার করতে যাওয়ার আগে দুর্গা পূজার আয়োজন করেছিলেন। তাই শরৎকালের এই পূজাকে হিন্দুমতে অকালবোধনও বলা হয়।

মায়ের আগমনে চারদিকে আনন্দ আয়োজন সম্পন্ন করার পাশাপাশি চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জানিয়েছে, গত বছর সারাদেশে ২৯ হাজার ৪৩৫টি মণ্ডপে পূজা হয়েছিল। এবার আরও কিছু বেড়ে ২৯ হাজার ৫০০ হতে পারে। ঢাকাতেই ২৩১টি মণ্ডপে পূজা উদযাপিত হওয়ার কথা রয়েছে। তবে দু/একটি বাড়তে বা কমতে পারে। ২৬ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দূর্গা পূজা উদযাপিত হবে।

 

/ইউআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডাক্তার হতে চায় সড়ক দুর্ঘটনায় পা হারানো জান্নাত
ডাক্তার হতে চায় সড়ক দুর্ঘটনায় পা হারানো জান্নাত
হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চাইলেন বিএনপি নেতা আলাল
হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চাইলেন বিএনপি নেতা আলাল
স্ত্রীকে নিয়ে সিঙ্গাপুর গেলেন মির্জা আব্বাস
স্ত্রীকে নিয়ে সিঙ্গাপুর গেলেন মির্জা আব্বাস
তীরে আসছেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক
তীরে আসছেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক
সর্বাধিক পঠিত
শুক্রবারও চলবে মেট্রোরেল
শুক্রবারও চলবে মেট্রোরেল
শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়
শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়
ইয়াহিয়া সিনওয়ার: যুদ্ধের সূত্রপাত ঘটিয়েছেন, শেষও কি তার হাতে?
গাজায় ইসরায়েলি আগ্রাসনইয়াহিয়া সিনওয়ার: যুদ্ধের সূত্রপাত ঘটিয়েছেন, শেষও কি তার হাতে?
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
রেল মন্ত্রণালয়ের গাড়ি নিয়ে চুরি করতে গিয়ে গ্রেফতার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ড্রাইভার
রেল মন্ত্রণালয়ের গাড়ি নিয়ে চুরি করতে গিয়ে গ্রেফতার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ড্রাইভার