সিঙ্গাপুর গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং তার স্ত্রী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস। মঙ্গলবার (১৪ মে) সকালে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তারা।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মির্জা আব্বাস ও আফরোজা আব্বাস চিকিৎসা করাতে সিঙ্গাপুর গেছেন। সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তারা।
এর আগে, গত বছরের ২৬ আগস্ট চিকিৎসার উদ্দেশে সিঙ্গাপুর গিয়েছিলেন মির্জা আব্বাস। ২০২২ সালের ২৪ মে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসার জন্য যান তিনি। ওই সময় তার স্ত্রী ও সন্তান সঙ্গে ছিলেন।