X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

ডিএসসিসির নতুন ওয়ার্ডে আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে: সাঈদ খোকন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০১৭, ২৩:০৪আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৭, ২৩:০৭

 

 

মাতুয়াইল ইউনিয়নের জন্য ৭৮৪ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন প্রকল্প উদ্বোধনকালে ডিএসসিসির মেয়র সাঈদ খোকনসহ অন্যরা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সঙ্গে নতুন সংযুক্ত ইউনিয়ন পরিষদগুলোয় আধুনিক সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন সংস্থার মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেন, ‘নতুন সংযুক্ত ৮টি ইউনিয়নের অধিবাসীদের সব ধরনের নাগরিক সুবিধা নিশ্চিত করে আলোকিত করা হবে। এ জন্য দক্ষিণ সিটি করপোরেশন বিভিন্ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করে চলেছে।’ রবিবার বিকালে সিটি করপোরেশনের সঙ্গে নতুন করে সংযুক্ত মাতুয়াইল ইউনিয়নের জন্য ৭৮৪ কোটি টাকা ব্যয়ে এলাকার বিভিন্ন রাস্তা, নর্দমা, ফুটপাথ, সড়ক বাতি স্থাপনসহ বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন। 

সাঈদ খোকন বলেন, ‘ডিএসসিসি'র অন্যান্য ওয়ার্ডের নাগরিকরা যে সব সুযোগ-সুবিধা ভোগ করছেন, তার প্রতিটি সুবিধাই মাতুয়াইলবাসী পাবেন। পুরো মাতুয়াইল ইউনিয়ন এলইডি বাতির আলোয় আলোকিত হবে। আমাদের উন্নয়ন কাজের ধারাবাহিকতায় মাতুয়াইল ইউনিয়নের ৪৫ দশমিক ৬৩ কিলোমিটার রাস্তা নির্মাণ, ৪৬ দশমিক ১০ কিলোমিটার নর্দমা ও ফুটপাথ নির্মাণ, ২৬৭টি সড়কে দুই হাজার ১৮৮টি এলইডি সড়কবাতি স্থাপন নির্মাণ করা হবে। ইতোপূর্বে সারুলিয়া ইউনিয়নেও বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হয়েছে। বাকি ইউনিয়নগুলোও পর্যায়ক্রমে এ ধরনের উন্নয়ন কাজ গ্রহণ ও বাস্তবায়ন করা হবে।’

মাতুয়াইল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, প্রধান প্রকৌশলী ফরাজী শাহাবুদ্দিন আহমেদ, স্থানীয় আওয়ামী লীগ নেতা কাজী মনিরুল ইসলাম মনু প্রমুখ।

 

/এসএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ