X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

সাংবিধানিক পদে অধিষ্ঠিত ব্যক্তিরা রাজনীতির চর্চা করবেন না: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০১৭, ১৩:০২আপডেট : ১৭ অক্টোবর ২০১৭, ১৪:৫৫

তথ্যমন্ত্রী হাসানুল  হক ইনু (ফাইল ফটো) সাংবিধানিক পদে অধিষ্ঠিত ব্যক্তিদের রাজনীতি ও ইতিহাস চর্চা না করার পরামর্শ দিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন,  ‘‘সাংবিধানিক পদে অধিষ্ঠিত ব্যক্তিরা ইতিহাস ও রাজনীতি চর্চা করবেন না। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জানিয়েছেন, ‘জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা।’ কিন্তু আমি বলতে চাই, জিয়াউর রহমান সামরিকতন্ত্রের প্রবক্তা।’’

সোমবার সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি নির্বাচন কমিশনে (ইসি) যে ২০ দফা দাবি উত্থাপন করেছে তার বেশিরভাগই অযৌক্তিক, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ও সংবিধান পরিপন্থী। বিএনপির ওই ২০ দফা নির্বাচনের রোডম্যাপ বাস্তবায়নের জন্য নয় বরং রোড ব্লক করার জন্য।’

তিনি আরও বলেন, ‘বিএনপির নির্বাচনি লক্ষ্য স্থির না। তারা কখনও সহায়ক সরকার, কখনও নির্দলীয়, আবার কখনও নিরপেক্ষ সরকার চেয়েছে। বিএনপি আসলে সিদ্ধান্ত হীনতায় ভুগছে। বিএনপির নেতারা আসলে সকাল, বিকাল ও সন্ধ্যায় ভিন্ন ভিন্ন কথা বলেন।’

হাসানুল হক ইনু বলেন, ‘বিএনপির প্রস্তাবে বলা হয়েছে, দলীয় প্রার্থী, জোটের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীদের মনোয়ন দিতে হবে। প্রার্থী মনোনয়নের আগে জোট করা অযৌক্তিক। তারা এ প্রস্তাব দিয়েছে মূলত জামায়াত ও যুদ্ধাপরাধীদের নির্বাচনের সুযোগ করে দেওয়ার জন্য। এটা চক্রান্ত।’

স্বশস্ত্র বাহিনীকে নির্বাচনে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার দাবির বিষয়ে তিনি বলেন, ‘নির্বাচনে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তিনশ জন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকেন একহাজার দুইশ জন। এতো লোক থাকার পরও স্বশস্ত্র বাহিনীকে কেন ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিতে হবে? এ দাবি আরপিও  পরিপস্থী। বিএনপি ঘোলাজলে অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠা করতে এই প্রস্তাব দিয়েছে।

তথ্যমন্ত্রী বলেন, ‘বহু কষ্টে সেনাবাহিনীকে রাজনীতি থেকে দূরে রাখা হয়েছে। সেনাবাহিনীর ওপর বিএনপি এতো দরদ দেখাচ্ছে কিন্তু তারাই সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। স্বাধীনতার পক্ষের কোনও দল আজ পর্যন্ত সেনাবাহিনীর সমালোচনা করেনি। সেনাবাহিনী নিরপেক্ষতা ভঙ্গ করেছে এরকম কথা আমরা বলিনি। সশস্ত্র বাহিনী নির্বাচনের পক্ষ নিয়েছে আমরা বলিনি। বিএনপি ও খালেদা জিয়া ২০০৮ সালে সেনাবাহিনীকে বিতর্কের জায়গায় নিয়ে গেছে। এখন নির্বাচনে সশস্ত্র বাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার প্রস্তাবটা তাদের বিতর্কের দিকে ঠেলে দেওয়া।’

প্রধান বিচারপতির ছুটিতে যাওয়ার বিষয়ে সরকারের কোনও হস্তক্ষেপ আছে কিনা- জানতে চাইলে হাসানুল হক ইনু বলেন, ‘সংবিধান ও আদালতের ক্ষমতা অনুযায়ী সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতিরা অনেক ক্ষমতা রাখেন।তাদের এখতিয়ার, ক্ষমতা এবং স্বাধীনতার ভিত্তিতেই প্রধান বিচারপতি স্ব-ইচ্ছায় ছুটিতে গেছেন। আবার স্ব-ইচ্ছায় দেশে ফিরবেন এবং দায়িত্ব পালন করবেন। সুতরাং এখানে সরকারের কোনও হস্তক্ষেপ নেই। এখানে সরকারের কিছু করারও নেই। সংবিধানের প্রদত্ত ক্ষমতাবলেই সর্বোচ্চ আদালত এবং অন্যান্য আদালতগুলো পরিচালিত হচ্ছে।’

সম্প্রতি ভারতের একটি টিভি চ্যানেলে ‘সংখ্যালঘু হওয়ায় তাকে প্রধান বিচারপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে’ এমন সংবাদ প্রকাশের বিষয়ে তথ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সংবাদটিও আমার নজরে এসেছে। আমরা এর জবাব দেবো।’

আরও পড়ুন:
জিয়ার প্রশংসা সিইসির কৌশল হতে পারে: সেতুমন্ত্রী

পেপ্যাল নয়, জুম সার্ভিস




/এসএমএ/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হারপিক ও সাজেদা ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা চুক্তি
হারপিক ও সাজেদা ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা চুক্তি
শেষ দিনে সতীর্থদের আবেগপ্রবণ হতে বারণ আর্সেনাল অধিনায়কের
শেষ দিনে সতীর্থদের আবেগপ্রবণ হতে বারণ আর্সেনাল অধিনায়কের
আফগানিস্তানে অস্বাভাবিক বৃষ্টিপাত, বন্যায় নিহত ৬৮
আফগানিস্তানে অস্বাভাবিক বৃষ্টিপাত, বন্যায় নিহত ৬৮
অনুরাগ কাশ্যপের সিনেমায় ঋদ্ধি!
অনুরাগ কাশ্যপের সিনেমায় ঋদ্ধি!
সর্বাধিক পঠিত
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
কোথায় কীভাবে কেএনএফ সদস্যদের প্রশিক্ষণ দেয়, জানালেন নারী শাখার প্রধান
কোথায় কীভাবে কেএনএফ সদস্যদের প্রশিক্ষণ দেয়, জানালেন নারী শাখার প্রধান