X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

বৃষ্টিতে কমেছে খুচরা বিক্রি, পাইকারদের মাথায় হাত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০১৭, ২২:১২আপডেট : ২১ অক্টোবর ২০১৭, ২২:২৮

কারওয়ান বাজারে বরবটি (ছবি: বাংলা ট্রিবিউন) দু’দিনের টানা বৃষ্টিতে বিরূপ প্রভাব পড়েছে রাজধানীর কাঁচাবাজারে। নগরীর অলিগলিতে পানি জমে যাওয়ায় খুচরা বিক্রেতাদের উপস্থিতি তেমন ছিল না। এ অবস্থায় কেনা দামেও কাঁচামাল বিক্রি করতে পারছেন না পাইকারি বিক্রেতারা। ফলে আড়তের মালামাল নিয়ে বেকায়দায় পড়েছেন তারা। শনিবার (২১ অক্টোবর) বিকালে কারওয়ান বাজারে এ চিত্র দেখা গেছে।

বিক্রেতারা বলছেন, সকালই নগরবাসীর কাঁচাবাজার সংগ্রহের অন্যতম সময়। কিন্তু শনিবার দুপুর পর্যন্ত টানা বৃষ্টি ও বাতাসের কারণে অনেকেই ঘর থেকে বের হননি। এ কারণে খুচরা বিক্রেতারাও আড়ত থেকে পণ্য সংগ্রহ করেননি। ক্রেতা কমে যাওয়ায় আড়তদাররা শাক-সব্জি বিক্রি করতে পারছেন না। এ অবস্থায় যে ক’জন ক্রেতা পাওয়া যাচ্ছে তারা আড়তদারদের কেনা দামেও পণ্য নিচ্ছেন না।

শনিবার বিকালে কারওয়ান বাজারে গিয়ে দেখা গেছে, বাজারের বিভিন্ন গলিতে এমনকি অনেকের আড়তে পানি উঠে গেছে। এ কারণে আলু, পেঁয়াজসহ পচনশীল পণ্যগুলো নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বৈদ্যুতিক পাখা দিয়ে ভেজা মাল শুকিয়ে ফেলার চেষ্টা করছেন ব্যবসায়ীরা। এ অবস্থায় আড়তে থাকা মালামালগুলো দ্রুত বিক্রির চেষ্টা করলেও চাহিদামতো ক্রেতা পাওয়া যাচ্ছে না।

কারওয়ান বাজারে আলুর আড়তে বৃষ্টির পানি (ছবি: বাংলা ট্রিবিউন) কাঁচামরিচ ব্যবসায়ী মিলন মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন,‘অন্যদিন ৮০-৯০ টাকা দরে সংগ্রহ করে পাইকারি বাজারে তা ১০০ থেকে ১১০ টাকায় বিক্রি করতাম। আজ ৮০ টাকার মরিচ ৭৫ টাকায় কেউ কিনছে না। বৃষ্টির কারণে খুচরা বিক্রেতারা আজ বাইরে বের হননি। আর বৃষ্টিতে ঢাকার বাইরে থেকে আনার সময় অনেক মালামাল ভিজে গেছে। এগুলো দ্রুত বিক্রি করতে না পারলে পচে যাবে। এজন্য কেনা দামের চেয়েও কম দামে বিক্রি করে দিতে চাই।’

পিঁয়াজ বিক্রেতা জাহিদুল ইসলামও মনে করেন,খুচরা বাজারের বিক্রেতাদের অর্ধেকেরও বেশি শনিবার বাসা থেকে বের হননি। তার কথায়, ‘সাধারণ ক্রেতারাও ঝড়-বাদল আর পানি ডিঙিয়ে বাসা থেকে বের হতে চাননি। এ কারণে বাজারে আজ চাহিদা কম। বৃষ্টি বন্ধ হলে আবার চাহিদা বাড়বে। কিন্তু আমাদের যেসব মালামাল ভিজে গেছে সেগুলো বিক্রি করতে না পারলে পচে যাবে। তাই লোকসান হবে ব্যাপক।’

ক্রেতা না থাকায় অলস সময় কেটেছে বিক্রেতাদের (ছবি: বাংলা ট্রিবিউন) এদিকে শনিবার সন্ধ্যা পর্যন্ত কারওয়ান বাজারে কাঁচা পণ্যের দাম অন্যদিনের তুলনায় অনেক কম হলেও বৃষ্টি বন্ধ হলে তা আবার বাড়ে বলে জানান অনেক ব্যবসায়ী। তাদের ভাষ্য, ‘সত্যি বলতে কাঁচাবাজারের দাম কখনও স্থিতিশীল থাকে না। বৃষ্টির কারণে ঢাকামুখী অনেক মালবাহী ট্রাক দেশের বিভিন্ন স্থানে আটকে আছে। তাছাড়া আড়তেও পর্যাপ্ত মালামাল রয়েছে। বৃষ্টি কমে গেলে সেগুলো ঢাকায় ঢুকবে। তখন চাহিদা আর দাম দুটোই বাড়বে।’

সরেজমিন দেখা গেছে— আলু পাইকারি বাজারে ১৮-২০ টাকা আর খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২৫-২৬ টাকায়। মুলা পাইকারি বাজারে ১৮ টাকা আর খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২৫-২৮ টাকায়। কাঁচামরিচ পাইকারি বাজারে ৮০-১১০ টাকা আর খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৫০০-৫৫০ টাকা। আদা পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ১২০ টাকা আর খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকায়।

দেশি পেঁয়াজ পাইকারি বাজারে ৪৮-৫০ টাকা আর খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৫০-৫৫ টাকায়। রসুন পাইকারি বাজারে ৬৫ টাকা আর খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৭০-৭৫ টাকায়। শসা পাইকারি বাজারে ৩০ টাকা ও খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৩৫-৪০ টাকায়। খুচরা বাজারে ব্রয়লার ডিমের হালি বিক্রি হচ্ছে ৩০ টাকায়।

বৃষ্টির কারণে পাইকারি ও খুচরা ক্রেতারা আসেননি কারওয়ান বাজারে (ছবি: বাংলা ট্রিবিউন) লেবুর পাইকারি বিক্রেতা আরমান বলেন, ‘গত ১৯ অক্টোবর ১৫ বস্তা লেবু কিনেছি। সেগুলো এখনও বিক্রি করতে পারিনি। আজ (শনিবার) অর্ধেকের চেয়ে বেশি কমে গেছে খুচরা ক্রেতা। অনেক মালামাল থেকে যাবে।’

৩৬ টাকা দরে বরবটি কিনেছেন জানিয়ে বিক্রেতা জয়নাল আবেদীন বলেন, ‘এখন একই দামে বিক্রি করে দিতে চায় এমন ক্রেতা আজ নেই। বেশকিছু কাঁচামাল পচে গেছে, এ কারণে লোকসানও হবে অনেক টাকা।’

বেগুন ৩০-৩২ টাকা আর খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৩৪-৩৫ টাকা। বেগুনের পাইকারি বিক্রেতা রায়হান বললেন, ‘গ্রাহক কম। তাই চাহিদাও কমে গেছে। এ কারণে দামও কমে এসেছে। আবহাওয়া স্বাভাবিক হলে বাজার আবার দাঁড়িয়ে যাবে।’

/এসএস/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ