X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

মহাজোট না থাকলে বাংলাদেশও আফগানিস্তানের মতো রক্তাক্ত হবে: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০১৭, ১৪:৪৩আপডেট : ০৯ নভেম্বর ২০১৭, ১৭:২৩

হাসানুল হক ইনু

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবকিছু বুঝেশুনেই মহাজোট গড়ে তুলেছেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘শেখ হাসিনা অত্যন্ত দূরদর্শী। তিনি ১৪ দলভুক্ত সব দলের অতীত ইতিহাস, লক্ষ্য, সবকিছু বুঝেশুনেই মহাজোট গড়ে তুলেছেন। মহাজোট না থাকলে বাংলাদেশও আফগানিস্তানের মতো রক্তাক্ত হবে।’ বৃহস্পতিবার সচিবালয়ে নিজ কার্যালয়ে আয়োজিত এক অনানুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আগামী নির্বাচনে জাসদ একা নির্বাচন করবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেশ জঙ্গিবাদ, তেঁতুল হুজুরমুক্ত,জামায়াতমুক্ত করতে হলে আগামী নির্বাচন তো বটেই দীর্ঘ সময় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যের প্রতি গুরুত্ব দিয়েই আমি এসব কথা বলছি। জাসদ চায়, প্রয়োজনে হাজার বছরের জন্য ঐক্য থাকুক। দেশরক্ষার জন্য মহাজোট খুবই প্রয়োজন। আমরা বাংলাদেশকে পাকিস্তান, আফগানিস্তানের মতো রক্তাক্ত হতে দিতে পারি না। জঙ্গিবাদবিরোধী আন্দোলনে যে সাফল্য অর্জন করেছি সেটা ধরে রাখতে হবে।’

হাসানুল হক ইনু বলেন, ‘মহাজোটের নেতৃত্বে জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনের সংগ্রাম করছি। এই মহাজোটের নেতৃত্বে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, তার দোসর জামায়াতে ইসলামী ও জঙ্গিদের অপতৎপরতা ও ষড়যন্ত্র মোকাবিলা করছি। আমরা সাফল্য অর্জন করেছি। কিন্তু সাফল্য ধরে রাখতে হবে। মহাজোট ক্ষতিগ্রস্ত হলে বাংলাদেশ আফগানিস্তানের মতো ক্ষতিগ্রস্ত ও রক্তাক্ত হবে। আমরা সেটি হতে দিতে পারি না। এ জন্যই আমরা মনে করি, এই ঐক্য প্রয়োজন হলে হাজার বছর টিকিয়ে রাখতে হবে। চোখের মনির মতো আগলে রাখতে হবে।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ৮০ অথবা ৯৯ শতাংশ ক্ষমতার মালিক হওয়ার পরও ২০ শতাংশ বা এক শতাংশ ক্ষমতার মালিকদের সম্মান, দাম ও গুরুত্ব দিয়ে কথা বলেন। অথচ এই মহাজোটের শরিকভুক্ত অনেক নেতা ২০ শতাংশ ও ১ শতাংশ ক্ষমতার মালিকদের তুচ্ছ-তাচ্ছিল্য করে কটাক্ষ করেন,যা ঠিক না। এতে ঐক্য ক্ষতিগ্রস্ত হয়। এমন কাজ করাও ঠিক হবে না যে কাজ এই ঐক্যকে ক্ষতিগ্রস্ত করে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘দেশ এখনও বিপদমুক্ত নয়। এই ঐক্য ধরে রাখতে হবে। আমরা কঠিন সময় পার করছি। এখনও খালেদা জিয়া জামায়াত ছাড়েননি, তেঁতুল হুজুরদের ছাড়েননি।  তাদের সঙ্গে নিয়ে এক হয়েছেন। এটি বুঝতে হবে। শেখ হাসিনা মহাজোটের ঐক্যের মূল কান্ডারি।’

 

/এসআই/এসএনএইচ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘জেসির অভিজ্ঞতা লিগে আম্পায়ারিং করার মতো নয়’
‘জেসির অভিজ্ঞতা লিগে আম্পায়ারিং করার মতো নয়’
চাকরি স্থায়ীর দাবিতে বিটিসিএল কর্মচারীদের ‘লাগাতার অবস্থান’
চাকরি স্থায়ীর দাবিতে বিটিসিএল কর্মচারীদের ‘লাগাতার অবস্থান’
জনবল ও অর্থ সংকটে ধুঁকছে দেশের প্রথম কৃষি কল সেন্টার
জনবল ও অর্থ সংকটে ধুঁকছে দেশের প্রথম কৃষি কল সেন্টার
মহিলা দলের নেত্রী আসমা আজিজের বাবা মারা গেছেন
মহিলা দলের নেত্রী আসমা আজিজের বাবা মারা গেছেন
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ