X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

৭২ ঘণ্টার পর্যবেক্ষণে ফেরদৌসী প্রিয়ভাষিণী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০১৭, ১৮:২৮আপডেট : ১১ ডিসেম্বর ২০১৭, ১৮:২৮

মুক্তিযোদ্ধা ও ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীর অস্ত্রোপচার শেষে তাকে ৭২ ঘণ্টার অবজারভেশনে রাখা হয়েছে বলে জানিয়েছেন তার মেয়ে ফুলেশ্বরী প্রিয়নন্দিনী। সোমবার বাংলা ট্রিবিউনকে তিনি মায়ের সার্বিক অবস্থা সম্পর্কে এ তথ্য জানান।

ফেরদৌসী প্রিয়ভাষিণী (ফাইল ছবি) ফুলেশ্বরী বলেন, ‘মায়ের তো গতকাল (রবিবার) অপারেশন হয়েছে। তাকে আইসিইউতে ৭২ ঘণ্টার অবজারভেশনে রাখা হয়েছে। আমাদেরও তার কাছে থাকতে মানা করেছেন চিকিৎসক। কয়েকবার গিয়ে মাকে সামান্য সময়ের জন্য দেখে এসেছি।’

মায়ের কিছু সমস্যা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘ডাক্তাররা ওষুধ দিচ্ছেন। আবার একটা টেস্ট দিয়েছে সেটার রিপোর্টের জন্য আমরা বারডেমে গিয়েছি। পুরোপুরি ভাল আছেন এটি বলা যাবে না। তবে, ডাক্তারদের অবজারভেশনে আছেন। তার তো মাল্টিপল সমস্যা আছেই আপনারা সেটা জানেন। তার হার্ট ব্লক হয়ে গেছিল। পরে স্থায়ী পেশমেকার বসানো হয়েছে। কিডনির সমস্যা আছে।’

তিনি আরও বলেন, ‘মায়ের বয়স তো ৭০, যার কারণে চিকিৎসার ধকলটা মাঝে নিতে কষ্ট হচ্ছিল। মাঝখানে একদম কথা বলছিলেন না। আসলে তার কথা বলার ইচ্ছাটাই কমে গেছিল। বারবার শুধু ছেলে-মেয়েদের কাছে ডেকেছেন। তাদের পাশে চেয়েছেন।’

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরিচালক ডা. নাজমুল করিম মানিক জানান, রবিবার (১০ ডিসেম্বর) ফেরদৌসী প্রিয়ভাষিণীর পায়ের গোড়ালিতে অস্ত্রোপচার হয়। তারপর তাকে আইসিইউতে রাখা হয়েছে।’ একজন মুক্তিযোদ্ধা হিসেবে ফেরদৌসী প্রিয়ভাষিণীকে হাসপাতাল কর্তৃপক্ষ সর্বোচ্চ সেবা দিচ্ছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গত ৮ নভেম্বর বাড়ির বাথরুমে পড়ে আঘাত পান ফেরদৌসী প্রিয়ভাষিণী। সে সময় তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের সিসিইউতে নেওয়া হয়। পরে গত ২৩ নভেম্বর হেপাটোলজি (লিভার) বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলের অধীনে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি হন প্রিয়ভাষিণী। তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ছাড়াও লিভার, কিডনি, ইউরিন ও থাইরয়েডের নানা সমস্যা ও জটিল বিভিন্ন রোগে ভুগছেন।

/টিওয়াই/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্বাস্থ্য সহকারী পদে লিখিত পাস করে মৌখিকে প্রক্সি দিতে এসে ধরা
স্বাস্থ্য সহকারী পদে লিখিত পাস করে মৌখিকে প্রক্সি দিতে এসে ধরা
একক নয়, বাকশাল ছিল একটি জাতীয় দল: ওবায়দুল কাদের
একক নয়, বাকশাল ছিল একটি জাতীয় দল: ওবায়দুল কাদের
চীন সফর: শি’র মন জয়ের চেষ্টায় ব্যস্ত ছিলেন পুতিন
চীন সফর: শি’র মন জয়ের চেষ্টায় ব্যস্ত ছিলেন পুতিন
খেটে খাওয়া মানুষের ভাগ্যোন্নয়নের বাজেট দাবি
খেটে খাওয়া মানুষের ভাগ্যোন্নয়নের বাজেট দাবি
সর্বাধিক পঠিত
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
কোথায় কীভাবে কেএনএফ সদস্যদের প্রশিক্ষণ দেয়, জানালেন নারী শাখার প্রধান
কোথায় কীভাবে কেএনএফ সদস্যদের প্রশিক্ষণ দেয়, জানালেন নারী শাখার প্রধান