X
সোমবার, ১২ মে ২০২৫
২৯ বৈশাখ ১৪৩২

আকায়েদ যুক্তরাষ্ট্রের ‘হোম গ্রোন’ সন্ত্রাসী, জানিয়েছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০১৭, ২০:১৪আপডেট : ১২ ডিসেম্বর ২০১৭, ২০:২৮

আহত অবস্থায় আটকের পর আকায়েদ উল্লাহ নিউ ইয়র্কের ম্যানহাটনে বাস টার্মিনালে সোমবারের বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে আটক আকায়েদ উল্লাহর (২৭) বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনও রেকর্ড নেই বলে যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে। তাকে যুক্তরাষ্ট্রের ‘হোম গ্রোন’ সন্ত্রাসী বলেও আখ্যা দিয়েছে বাংলাদেশ।

সরকারের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে মঙ্গলবার (১২ ডিসেম্বর) বাংলা ট্রিবিউনকে বলেন, ওই ঘটনার পরপরই আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যোগাযোগ করে। তারা আকায়েদের অতীত কর্মকাণ্ড এবং সে বাংলাদেশে কোনও জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত ছিল কিনা জানতে চায়।

এ অনুরোধ পাওয়ার পর বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী অনুসন্ধান চালায়। সবকিছু পরীক্ষা নিরীক্ষা করে তারা জানায়, আকায়েদের বিরুদ্ধে অপরাধের কোনও রেকর্ড নেই। ফলে এটি প্রতীয়মান হয় যে, আকায়েদ উল্লাহ যুক্তরাষ্ট্রের ‘হোম গ্রোন’ বা স্থানীয়ভাবে গড়ে ওঠা সন্ত্রাসী।

ওই কর্মকর্তা বলেন, আমরা যতদূর জানি, ওই বাংলাদেশি (আকায়েদ) অভিবাসন ভিসা নিয়ে গেছে। এ ভিসা পাওয়া সময়সাপেক্ষ। কারণ, যুক্তরাষ্ট্রের দূতাবাস দীর্ঘমেয়াদি যাচাই বাছাই প্রক্রিয়া শেষ করার পর এই ভিসা দেয়। আমরা মার্কিন কর্মকর্তাদের জানিয়েছি, তোমরা তাকে সাত বছর আগে যখন ভিসা দিয়েছো, তখন যাচাই বাছাই করেই দিয়েছো।

পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হকও গতকাল সোমবার সাংবাদিকদের বলেছেন, ‘আকায়েদের নামে বাংলাদেশে কোনও অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড নেই।’

আকায়েদের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপে। ২০১১ সালের ফেব্রুয়ারিতে মা-বাবার সঙ্গে সে যুক্তরাষ্ট্রে যায়। পরে আকায়েদ স্থায়ী মার্কিন অধিবাসী হিসেবে নিউ ইয়র্কের ব্রুকলিনে বসবাস করতে শুরু করে।

সোমবার স্থানীয় সময় সকালে নিউ ইয়র্কের ম্যানহাটনের ব্যস্ত বাস টার্মিনালে বোমা বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণের সঙ্গে আকায়েদ উল্লাহর সংশ্লিষ্টতা পাওয়ার কথা জানায় নিউ ইয়র্ক পুলিশ। ওই বিস্ফোরণে আকায়েদসহ বেশ কয়েকজন আহত হন।

আরও পড়ুন: তিন মাস আগে বাড়ি এসেছিল আকায়েদ

 

/এসএসজেড/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউপিডিএফসহ পাহাড়ি সব সংগঠনের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ
ইউপিডিএফসহ পাহাড়ি সব সংগঠনের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ
ঈদের ছুটিতে ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি স্টেশন
ঈদের ছুটিতে ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি স্টেশন
ভুটানের লিগে অভিষেকেই কৃষ্ণার জোড়া গোল
ভুটানের লিগে অভিষেকেই কৃষ্ণার জোড়া গোল
সুন্দরবনের চারপাশে ১০ কিলোমিটার এলাকায় নতুন শিল্পপ্রতিষ্ঠান স্থাপনে নিষেধাজ্ঞা
সুন্দরবনের চারপাশে ১০ কিলোমিটার এলাকায় নতুন শিল্পপ্রতিষ্ঠান স্থাপনে নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
তালের শাঁস খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?
তালের শাঁস খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
যুক্তরাজ্যের অভিবাসন আইনে আসছে ব্যাপক পরিবর্তন
যুক্তরাজ্যের অভিবাসন আইনে আসছে ব্যাপক পরিবর্তন