X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

রোগী মারার না বাঁচানোর ডাক্তার হচ্ছে, দেখতে হবে: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০১৭, ১৫:৩৪আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৭, ১৫:৪৫

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি- ফোকাস বাংলা) মেডিক্যাল কলেজগুলোতে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘অনেকগুলো মেডিক্যাল কলেজ আমরা করে দিয়েছি। তবে এর মানটা বজায় রাখতে হবে। পড়ালেখা, কারিকুলাম দেখতে হবে। রোগী মারার ডাক্তার তৈরি হচ্ছে, নাকি রোগী বাঁচানোর ডাক্তার তৈরি হচ্ছে, সেটা একটু ভালো করে দেখতে হবে।’
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের রাজস্ব বাজেটের অর্থে সংগৃহীত সরকারি অ্যাম্বুলেন্স বিতরণ কার্যক্রমের উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে জানানো হয়, প্রথম ধাপে জাপান থেকে আনা সাতটি অ্যাম্বুলেন্স দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকে এমন আরও পাঁচশ অ্যাম্বুলেন্স দেওয়া হবে।
ভালো মেডিক্যাল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ক্লাসগুলো অন্যদের শেয়ার করার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এখন সারাদেশে আমাদের ইন্টারনেট সার্ভিস আছে। পৃথিবীটা এখন আমাদের হাতের মুঠোয়। এমন ব্যবস্থা নিতে পারে যেন ভালো মেডিক্যাল কলেজ-বিশ্ববিদ্যালয়ের ক্লাসগুলো অন্যরাও দেখতে পারে। ক্লাসগুলো দেখানোর ব্যবস্থা করা গেলে অনেকে লাভবান হবে।’ এসময় হাতে-কলমে শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বানও জানান তিনি।
অনুষ্ঠানে অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করছেন প্রধানমন্ত্রী (ছবি- ফোকাস বাংলা) বাংলাদেশে বিদেশি চিকিৎসক আনার ওপর গুরুত্বারোপ করে শেখ হাসিনা বলেন, ‘কিছু কিছু বিদেশি চিকিৎসকদের আমাদের এখানে পড়ানোর জন্য আসতে দেওয়া উচিত। তারা এখানে পড়ানোর সুযোগ পেলে তাদের সঙ্গে কাজ করে আমাদের এখানকার ডাক্তাররা অনেক অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন। তখন আমাদের রোগীদের আর বিদেশে যেতে হবে না।’
বাংলাদেশে গ্যাস্ট্রোএন্টারোলজি বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের এখানে হাতেগোনা কয়েকজন গ্যাস্ট্রোএন্টারোলজি বিশেষজ্ঞ ডাক্তার আছেন। অথচ বাংলাদেশের বেশিরভাগ মানুষ পেটের পীড়ায় ভোগে। এই বিষয়ে বিশেষায়িত বিশেষজ্ঞ চিকিৎসক ও বিভাগগুলোকে সমৃদ্ধ করতে হবে।’ গ্যাস্ট্রোএন্টারোলজিসহ বিভিন্ন বিষয়ে বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার ওপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
হাওর ও দীপাঞ্চলে নৌঅ্যাম্বুলেন্স সরবরাহ এবং হাসপাতাল ও চিকিৎসার যন্ত্রপাতি, বিশেষ করে অ্যাম্বুলেন্স নষ্ট হলে তাৎক্ষণিকভাবে সেগুলো মেরামতে আলাদা ‘রক্ষণাবেক্ষণ বাজেট’ খাত তৈরির নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রথম ধাপে দেওয়া সাতটি অ্যাম্বুলেন্সের চাবি ঢাকায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, বান্দরবান সদর হাসপাতালসহ গোপালগঞ্জের টুঙ্গীপাড়া, গাজীপুরের কালিয়াকৈর, খুলনার ফুলতলা, কুড়িগ্রামের রাজীবপুর, নেত্রকোনা কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধিদের হাতে তুলে দেন প্রধানমন্ত্রী।

/পিএইচসি/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ