X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

দীর্ঘায়িত হলো নিহত ৯ বাংলাদেশির স্বজনদের অপেক্ষা

শরীফুল ইসলাম, কাঠমান্ডু থেকে
১৭ মার্চ ২০১৮, ২০:৪৮আপডেট : ১৮ মার্চ ২০১৮, ১৩:৫৭

দীর্ঘায়িত হলো নিহত ৯ বাংলাদেশির স্বজনদের অপেক্ষা দিনভর অপেক্ষা শেষে শনিবার (১৭ মার্চ) সন্ধ্যায় জানা গেলো নেপালে ইউএস-বাংলার উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় নিহত বাংলাদেশিদের মধ্যে ১৭ লাশের পরিচয় শনাক্ত করা গেছে। বাকি ৯ জনের ক্ষেত্রে ডিএনএ টেস্টের প্রয়োজন হবে। তাই আরও অপেক্ষায় থাকতে হচ্ছে এই ৯ জনের স্বজনদের। জানা গেছে, ডিএনএ পরীক্ষার প্রক্রিয়া আগামীকাল (১৮ মার্চ) থেকেই শুরু হবে।

এদিকে, উন্নত চিকিৎসার জন্য ইমরানা কবীর হাসি ও ইয়াকুব আলীকে নেপাল থেকে যথাক্রমে সিঙ্গাপুর ও দিল্লিতে নেওয়া হবে। আহতদের চিকিৎসায় সহায়তা দিতে নেপালে অবস্থান করা চিকিৎসক টিমের সদস্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের ডা. হোসাইন ইমাম বলেন, ‘শনিবার রাত ১১টা ৫৫ মিনিটে (স্থানীয় সময়) এয়ার অ্যাম্বুলেন্সে করে ইমরানা কবীর হাসিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হবে।’

গত ১২ মার্চ ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় পাশের একটি ফুটবল মাঠে বিধ্বস্ত হয়। ৬৭ যাত্রী ও চার ক্রুসহ ৭১ জন আরোহী ছিলেন ওই ফ্লাইটে। এর মধ্যে ৪৯ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে বাংলাদেশের চার ক্রুসহ ২৬, নেপালের ২২ ও চীনের একজন যাত্রী রয়েছেন। আহতদের মধ্যে ১০ জন বাংলাদেশি, ১২ জন নেপালি ও একজন মালদ্বীপের।

শনিবার দুপুরে জানানো হয়, শনাক্ত হওয়া লাশের তালিকা ঘোষণা করা হবে বিকালে। সন্ধ্যায় অপেক্ষমাণ স্বজনদের সামনে তিন দেশের নিহত ২৫ জনের নাম ঘোষণা করা হয়। শনাক্ত হওয়া নিহত বাংলাদেশিদের নামের তালিকা পড়ে শোনান ডা. সোহেল মাহমুদ। তারা হলেন- অনিরুদ্ধ জামান, তাহিরা তানভীন শশী, মিনহাজ বিন নাসির, রাকিবুল হাসান, মতিউর রহমান, রফিক উজ জামান, তামারা প্রিয়ন্ময়ী, আখতারা বেগম, হাসান ইমাম, এসএম মাহমুদুর রহমান, বিলকিস আরা, ক্যাপ্টেন আবিদ সুলতান, কো-পাইলট পৃথুলা রশিদ ও কেবিন ক্রু খাজা সাইফুল্লাহ। 
ব্রিফিংয়ে বলা হয়, ২৫টি লাশ শনাক্ত করা সম্ভব হয়েছে। এর মধ্যে ১৪ জন বাংলাদেশি, ১০ জন নেপালি ও একজন চীনের নাগরিক। নেপালি ও চীনের নাগরিকের লাশ স্বজনদের দেখানোর পর বাংলাদেশি নাগরিকদের লাশ দেখানোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।
পরে নেপালে বাংলাদেশ দূতাবাস থেকে নিহত আরও তিন বাংলাদেশির লাশ শনাক্তকরণের বিষয়টি নিশ্চিত করা হয়। তারা হলেন- আহমেদ ফয়সাল, নুরুজ্জামান ও সানজিদা হক। 

আহতরা কে কোথায়

বাংলাদেশ থেকে যাওয়া চিকিৎসক ডা. হোসাইন ইমাম সাংবাদিকদের বলেছেন, ‘আমরা যেদিন এসেছিলাম ওইদিন বিকালে একজন (শাহরিন আহমেদ) দেশে ফিরে গেছেন। গতকাল (শুক্রবার) আহত আরও তিন জন (মেহেদী হাসান, কামরুন্নাহার স্বর্ণা ও আলমুন নাহার অ্যানি) নেপাল ছেড়েছেন। বর্তমানে কাঠমান্ডু মেডিক্যাল কলেজে আছেন আহত চার বাংলাদেশি।’

বাংলাদেশের চিকিৎসক প্রতিনিধি দলের এই সদস্যের ভাষ্য, ‘আমরা ইতোমধ্যে তিন জনকে বাছাই করেছি, যারা সাধারণ ফ্লাইটে মেডিক্যাল ব্যাকআপে বাংলাদেশে ফিরতে পারবেন। তাদের মধ্যে কবীর হোসেন ও শাহীন ব্যাপারী অগ্নিদগ্ধ। স্পেশাল মেডিক্যাল তত্ত্বাবধানে আগামীকাল (রবিবার) তারা বাংলাদেশে ফিরে ঢামেক হাসপাতালে ভর্তি হবেন।’

তবে ইমরানা কবীর ও ইয়াকুব আলী এখনও শঙ্কামুক্ত নন বলেও জানিয়ে রাখলেন এই চিকিৎসক। ইমরানার বাবা আর কাঠমাণ্ডু মেডিক্যাল কলেজের মেডিক্যাল বোর্ডের সঙ্গে আলোচনা করেছেন তারা। তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হবে।

আর নরভিক হাসপাতালে চিকিৎসাধীন ইয়াকুব আলী মাথায় চোট পেয়েছেন। ডা. হোসাইন ইমামের বর্ণনায়, ‘তার অবস্থা অনেকখানি স্থিতিশীল। কিন্তু যেহেতু মাথায় আঘাত পেয়েছেন, তাই তাকেও উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে দিল্লিতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

দেশে ফিরেছেন আরেকজন

নেপালে বিমান দুর্ঘটনায় আহত বাংলাদেশিদের মধ্যে শেখ রাশেদ রুবায়াত শনিবার দেশে ফিরেছেন। ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, তার অবস্থা অন্যদের তুলনায় ভালো। প্রাথমিকভাবে তার শ্বাস-প্রশ্বাসে তেমন সমস্যা নেই বলে মনে হয়েছে।

১৩ সদস্যের মেডিক্যাল বোর্ড

এদিকে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসা দিতে শনিবার ১৩ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসিরউদ্দিন স্বাক্ষরিত নোটিশে এ তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) আবুল কালাম আজাদ বলেন, ‘এই মেডিক্যাল বোর্ডে মানসিক চিকিৎসকও রাখা হয়েছে। কারণ আহত ব্যক্তিরা এখন শারীরিকভাবে আশঙ্কামুক্ত। তবে তারা মানসিকভাবে বিপর্যস্ত।’

/টিওয়াই/ইউআই/এএম/জেএইচ/
সম্পর্কিত
ইউএস বাংলার সার্ভিসের মান মনিটরিং করতে বলেছে সংসদীয় কমিটি
‘তারা কীভাবে জানলো পাইলট ধূমপান করছিলেন’
নেপালে বিমান দুর্ঘটনার তদন্ত প্রতিবেদনের দেরিতে সংসদীয় কমিটির ক্ষোভ
সর্বশেষ খবর
সব হজযাত্রী ভিসা নিয়ে সঠিক সময়েই হজে যাবেন: ধর্মমন্ত্রী
সব হজযাত্রী ভিসা নিয়ে সঠিক সময়েই হজে যাবেন: ধর্মমন্ত্রী
শোরুম উদ্বোধন করতে যাওয়া সাকিবকে দেখতে গিয়ে স্কুলছাত্র বিদ্যুৎস্পৃষ্ট
শোরুম উদ্বোধন করতে যাওয়া সাকিবকে দেখতে গিয়ে স্কুলছাত্র বিদ্যুৎস্পৃষ্ট
সাবেক এসপি সুব্রত কুমার হালদারসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট
সাবেক এসপি সুব্রত কুমার হালদারসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট
জেলেনস্কিকে হত্যার ষড়যন্ত্র, ২ ইউক্রেনীয় নিরাপত্তা কর্মকর্তা আটক
জেলেনস্কিকে হত্যার ষড়যন্ত্র, ২ ইউক্রেনীয় নিরাপত্তা কর্মকর্তা আটক
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
ছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
হরিরামপুর উপজেলা নির্বাচনছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল